/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/imgonline-com-ua-twotoone-6cJhoVI4naWh5r3_copy_1200x676.jpg)
ঋষভ পন্থ ভাল উইকেটকিপার নন! নিজের প্রতি বদনাম ঘোচাতেই যেন চেন্নাইয়ের মাঠ বেছে নিয়েছিলেন। প্রথম ইনিংসে বাজপাখির মত ক্ষিপ্রতায় মহম্মদ সিরাজের বলে ক্যাচ তালুবন্দী করে চমকে দিয়েছিলেন প্রত্যেককে।।এবার দ্বিতীয় ইনিংসে দুরন্ত স্ট্যাম্পিং করে শিরোণামে তিনি।
গত কাল দিনের শেষে অপরাজিত ছিলেন ড্যান লরেন্স। রবিচন্দ্রন অশ্বিনের বলে সেই ড্যান লরেন্সকেই তুখোড় ক্ষিপ্রতায় স্ট্যাম্প করেন পন্থ। ক্রিজে কিছুটা টিকে গিয়েছিলেন লরেন্স। ২৬ রানে ব্যাট করছিলেন তিনি।
আরো পড়ুন: আম্পায়ারকে দাবিয়ে রাখার চেষ্টা! কোহলিকে ধুয়ে দিল ইংল্যান্ড, বিতর্কে তারকা
তবে অশ্বিনের বলে ক্রিজ ছেড়ে এগিয়ে এসেই ভুল করেন তিনি। বল সংগ্ৰহ করে কার্যত ঝাঁপ মেরে স্ট্যাম্প করেন পন্থ। তাঁর কেরিয়ারের অন্যতম সেরা স্ট্যাম্পিং হিসাবেই রয়ে যাবে এই আউট।
Poor Lawrence right idea but wrong execution
Ashwin and pant right idea and correct execution #INDvENGpic.twitter.com/gGRAwo2Sjo— 👑 (@viratian18183) February 16, 2021
ইংল্যান্ডের ইনিংসের ২৬তম ওভারে ঘটনা। দিনের সপ্তম ওভার। সেই ওভারেই আক্রমণ শুরু করেছিলেন অশ্বিন। নিজের অভিজ্ঞতায় অশ্বিন বুঝতে পেরেছিলেন এগিয়ে এসে তাঁকে হাঁকাবেন লরেন্স। ঠিক সেটাই হল। ক্রিজ ছেড়ে বেরিয়ে আসতেই অশ্বিন লেগ স্ট্যাম্পে বল রেখেছিলেন। সেই বল টার্ন করে লেগ স্ট্যাম্পে লরেন্সকে পেরিয়ে চলে যায়। অশ্বিনের দারুণভাবে 'নাটমেগ' করেন তারকা ইংরেজকে। সেই বল ঝাঁপিয়ে তালুবন্দি করেন পন্থ। নিজের ভারসাম্য কিছুটা হারিয়ে বসলেও দ্রুতগতিতে স্ট্যাম্প করতে ভুল করেননি।
এই নিয়ে চলতি টেস্টে তৃতীয়বার পন্থ নিজের কিপিং সক্ষমতার নিদর্শন রাখলেন। প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের বলে অলি পোপের বল বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ নিয়েছিলেন। পরে ইশান্ত শর্মার বলে জ্যাক লিচকে ফেরত পাঠান। রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন ইশান্ত। লিচের ব্যাটে লেগে বল বেরিয়ে যাচ্ছিল। পন্থ নিজেকে পুরো স্ট্রেচ করে বাঁ দিকে অনেকটা ঝাঁপিয়ে ক্যাচ পূর্ণ করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন