/indian-express-bangla/media/media_files/2025/06/21/rohit-sharma-31-2025-06-21-23-36-39.jpg)
ভারতীয় টেস্ট ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা
India vs England: ভারতীয় ক্রিকেট দল আপাতত ইংল্যান্ড সফরে রয়েছে। দুই দলের মধ্যে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ আয়োজন করা হয়েছে। এই সিরিজ শুরু হওয়ার ঠিক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টিম ইন্ডিয়ার সঙ্গে ইংল্যান্ড না গেলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন হিটম্য়ান। প্রকাশ্যে শাসানি দিলেন বেন স্টোকস অ্যান্ড কোম্পানিকে। কী হয়েছে ঘটনাটি, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
সম্প্রতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ নিয়ে স্টার স্পোর্টস একটি প্রচারমূলক ভিডিও শ্যুট করেছে। সেই ভিডিওয় দেখা গিয়েছে রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, এই নতুন টিম ইন্ডিয়ার জন্য তিনি কোন কোন টিপস দিতে চান। জবাবে রোহিত জানিয়ে দেন যে ইংল্যান্ডের মাটিতে বল ভালমতো সুইং হবে। সেকারণে বাইরের বল খোঁচা মারার দরকার নেই। আর ভিতরের দিকে আসা বল ছাড়ার দরকার নেই। সঙ্গে তিনি যোগ করেন, যেহেতু আক্রমণাত্মক ক্রিকেট খেলে, সেকারণে দেখেশুনে পারফরম্য়ান্স করতে হবে।
Rishabh Pant Century: টেস্ট ক্রিকেটে টি-২০'র মেজাজ, যশস্বী-শুভমানের পর সেঞ্চুরি ঋষভের
দেখে নিন ভাইরাল ভিডিও:
𝙔𝙚𝙝 𝙨𝙚𝙚𝙠𝙝𝙣𝙚 𝙣𝙖𝙝𝙞, 𝙨𝙞𝙠𝙝𝙖𝙖𝙣𝙚 𝙖𝙖𝙮𝙚 𝙝𝙖𝙞𝙣! 🔥@ImRo45 has a few tips for the #England team, as the #Indian Test squad arrives like a storm, not to learn, but to dominate on English soil 🤩
— Star Sports (@StarSportsIndia) June 21, 2025
Watch Day 1 Highlights - https://t.co/KBR1Ck8fpK#ENGvIND 👉… pic.twitter.com/UOkph5z7AK
সঙ্গে রোহিত আরও যোগ করলেন, 'ওখানে সমর্থকরা হয়ত অনেক চিৎকার-চেঁচামেচি করবে। কিন্তু, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই।' সবশেষে প্রশ্নকর্তা জানান যে এই টিপসগুলো আশা করছি টিম ইন্ডিয়ার কাজে লাগবে। ভারতীয় ক্রিকেট দলের কথা শুনেই খানিক অবাক হয়ে যান 'মুম্বই চা রাজা'। সবশেষে তিনি বলেন, 'এই পরামর্শগুলো একেবারেই ভারতের জন্য ছিল না। এগুলো তো ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য বললাম। আমাদের দল ওখানে শিখতে নয়, শেখাতে গিয়েছে।' ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই ভিডিওটি দেখার পর রোহিত বন্দনায় মেতে উঠেছেন।
Shubman Gill 100: অধিনায়ক হতে না হতেই ধামাকাদার সেঞ্চুরি, রোহিতের উত্তরসূরী পেয়ে গেল টিম ইন্ডিয়া?
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ সালে টিম ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপ জেতানোর পর অবসর কুড়ি ওভারের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন রোহিত শর্মা। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে জেতালেও, ২০২৪-২৫ বর্ডার গাভাসকার ট্রফিতে তাঁর পারফরম্য়ান্স একেবারে নজরকাড়া ছিল না। এমনকী, বছরের শুরুতে সিডনি টেস্ট থেকেও তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এরপর গত মে মাসে লাল বলের ক্রিকেট থেকেও তিনি অবসর নেন। আপাতত রোহিত একদিনের ক্রিকেটই খেলবেন। লক্ষ্য ২০২৭ বিশ্বকাপ। টিম ইন্ডিয়ার ক্যাবিনেটে কী আরও একটি ট্রফি জমা হবে? সেটা অবশ্য সময়ই বলবে।