/indian-express-bangla/media/media_files/2025/06/20/shubman-gill-and-rohit-sharma-2025-06-20-23-22-15.jpg)
শুভমান গিল এবং রোহিত শর্মা
Shubman Gill: টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) অধিনায়ক হিসেবে শুভমান কীভাবে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে সিরিজ শুরুর আগে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু, হেডিংলে (India vs England) টেস্টে গিল এলেন, দেখলেন এবং শতরান করলেন। ভারতের এই নতুন অধিনায়ককে দেখে অনেকেই বলতে শুরু করেছেন যে রোহিত শর্মার (Rohit Sharma) যোগ্যতম উত্তরসূরী বোধহয় পাওয়া গিয়েছে।
চাপের মুখে দুরন্ত ক্যাপ্টেন্সি শুভমানের
শুভমান যখন ব্যাট করতে নেমেছিলেন, সেইসময় ভারতের উপর যথেষ্ট চাপ ছিল। কারণ পরপর দুটো উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তখন সামান্য হলেও ব্যাকফুটে দাঁড়িয়ে রয়েছে। এই জায়গায় যেন 'ম্য়াজিশিয়ন' হয়ে অবতীর্ণ হলেন শুভমান। একজন অধিনায়ক হিসেবে যেভাবে ব্যাট করা দরকার ছিল, ঠিক সেই নজিরই যেন তিনি কায়েম করলেন। প্রথমে যশস্বী জয়সওয়ালকে হাত খুলে খেলার সুযোগ দিলেন। শতরান করে যশস্বী (১০১) আউট হওয়ার পর, শুভমান নিজের হাত খুলতে শুরু করলেন।
Shubman Gill Century: তছনছ ব্রিটিশদের অহংকার, যশস্বীর পর দুরন্ত শতরান শুভমানের
ধামাকাদার শতরান শুভমান গিলের
এই ম্য়াচে শুভমান ১৪০ বলে নিজের শতরান পূরণ করেন। সবথেকে বড় কথা সেঞ্চুরির চৌকাঠে পা রাখা পর্যন্ত একটাও ছক্কা হাঁকাননি তিনি। ১৪ চার তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে। অর্থাৎ ইংল্যান্ডের খারাপ বলের জন্য অপেক্ষা করেছেন। সুযোগ বুঝে তিনি রুম তৈরি করেছেন, বাউন্ডারি হাঁকিয়েছেন। অর্থাৎ যথেষ্ট দায়িত্বজ্ঞানসম্পন্ন ব্যাট যে তিনি করলেন, তা বলা যেতেই পারে।
রোহিতের সঙ্গে তুলনায় নারাজ সিধু
কিন্তু, তা বলে রোহিত শর্মার সঙ্গে কী তুলনা করা ঠিক হচ্ছে? ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধু কিন্তু এই তুলনা মানতে একেবারেই নারাজ। তিনি বললেন, ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে শুভমান সবেমাত্র নিজের কেরিয়ার শুরু করেছে। এখনই রোহিত কিংবা বিরাটের সঙ্গে তুলনা করা উচিত হবে না। টিম ইন্ডিয়ার এই দুই মহারথী সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও, একাধিক স্মরণীয় রেকর্ড কায়েম করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অধিনায়ক হিসেবে ডেবিউ টেস্ট ম্য়াচে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে শুভমান গিল শতরান করেছেন। কিন্তু, তা বলে রোহিতের সঙ্গে এখনই তুলনা করা ঠিক হবে না বলেই মনে করছেন সিধু।
শেষ হল প্রথম দিনের খেলা
ইতিমধ্যে প্রথম দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। ব্রিটিশ বোলারদের ভারতীয় ব্যাটাররা কার্যত কচুকাটা করেছে, তা বলাই বাহুল্য। টস জিতে ইংল্যান্ড প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্ত যে বুমেরাং হয়ে যাবে, তা ঘুণাক্ষরেও টের পাননি বেন স্টোকস। ২০১৪ সাল থেকে যদি দেখা যায়, তাহলে বিদেশের মাটিতে প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়া দ্বিতীয় সর্বাধিক রান করল। ২০১৭ সালে গলে তারা শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন উইকেট হারিয়ে ৩৯৯ রান করেছিল। আর শুক্রবার (২০ জুন) লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন উইকেট হারিয়ে ৩৫৯ রান করেছে। ১২৭ রানে অপরাজিত রইলেন শুভমান। আর ৫৭ রানে তাঁকে সঙ্গত দিচ্ছেন ঋষভ পন্থ।
দ্বিতীয় দিন ভারতীয় ব্যাটাররা কেমন পারফরম্য়ান্স করে, সেইদিকে সকলেই তাকিয়ে থাকবেন। কারণ প্রথমদিন যেভাবে রোদ ঝলমলে ওয়েদার পাওয়া গিয়েছে, সেখানে ব্যাট করা তুলনামূলকভাবে অনেকটাই সহজ হয়েছে। কিন্তু, দ্বিতীয় দিন ছবিটা কিছুটা হলেও আলাদা হবে। অ্যাকুওয়েদার থেকে জানা গিয়েছে, হেডিংলের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতেরও। এই পরিস্থিতিতে বল যে সুইং হবে, তা বলাই বাহুল্য। এখন শনিবার ঋষভ এবং শুভমান টিম ইন্ডিয়ার এই স্কোর কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন, এখন সেটাই দেখার।