আইপিএল শুরুর আগেই বড়সড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেই গুরুতর চোট পেয়ে বসলেন তাঁদের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ফিল্ডিং করার সময়ে কাঁধের হাড় সরে গিয়ে বিপত্তি বাঁধে। তারপরেই আইপিএল খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে তারকার।
ইংল্যান্ডের ইনিংসের অষ্টম ওভারের ঘটনা। সেই সময় শার্দুল ঠাকুরের বলে সজোরে ড্রাইভ করেন জনি বেয়ারস্টো। সেই বল বাঁচাতে গিয়ে ড্রাইভ করেন শ্রেয়স। তারপরেই মারাত্মক চোটের শিকার হন তিনি। বাকি দুই ম্যাচে সম্ভবত খেলতে পারবেন না তারকা ক্রিকেটার।
আরো পড়ুন: জাতীয় দল নির্বাচনে পক্ষপাতিত্ব হচ্ছে, কোহলিকে ঠুকে ভয়ঙ্কর অভিযোগ শেওয়াগের
পরে সোশ্যাল মিডিয়ায় বোর্ডের তরফে বলা হয়, "অষ্টম ওভারে ফিল্ডিং করতে গিয়ে কাঁধের হাড় সরে গিয়েছে শ্রেয়স আইয়ারের। ওঁকে স্ক্যান করতে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত ম্যাচে আর নামতে পারবে না শ্রেয়স।"
সেইসঙ্গে জানানো হয়েছে, "ব্যাট করার সময় রোহিতের কনুইয়ে চোট লাগে। পরে যন্ত্রণা শুরু হয়েছে। ও ফিল্ডিং করতে নামবে না।" এদিন চোট লাগার পরেই শ্রেয়স কাঁধে হাত রেখে যন্ত্রণায় কাতর হয়ে মাঠ ছাড়েন। তারপরেই আইপিএলে খেলতে পারবেন কিনা, তা নিয়ে জোরালো শঙ্কা তৈরি হয়েছে। এদিন ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করেন তিনি।
গতবার দিল্লি ক্যাপিটালস দলকে আইপিএলের ফাইনালে তোলেন শ্রেয়স। জানা গিয়েছে, যদি অস্ত্রোপচার করতে হয় কাঁধে, তাহলে কমপক্ষে ছয় সপ্তাহ মাঠে নামতে পারবেন না তিনি। এর অর্থ, আইপিএলে সম্ভবত পাওয়া যাবে না ডান হাতি তারকা ব্যাটসম্যানকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন