শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন কোহলি। সেই ঘটনাকেই ইস্যু বানিয়ে জনসচেতনতার কাজে লাগিয়েছিলেন উত্তরাখণ্ডের পুলিশ। তবে নেটিজেনরা মোটেই ভালোভাবে নেয়নি। প্রবল বিতর্কের পর সেই টুইট ডিলিট করতে বাধ্য হল পুলিশ।
আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সাম্প্রতিক কোনো ঘটনার মাধ্যমে জনসাধারণকে বার্তা দেওয়ার রেওয়াজ বেশ পুরোনো। তবে উত্তরাখণ্ডের পুলিশ বিতর্ক বাঁধিয়ে দিলেন কোহলিকে নিয়ে বিদ্রুপাত্মক টুইট করে। আহমেদাবাদে ব্যাট করতে নেমে কোনো রান না করেই আদিল রশিদের বলে আউট হয়ে গিয়েছিলেন কোহলি। তৃতীয় ওভারে আদিল রশিদের বল মিড অফের ওপর দিয়ে হাঁকাতে গিয়ে ক্রিস জর্ডনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন মহাতারকা।যা চলতি ইংল্যান্ড সিরিজে তৃতীয়বার।
আরো পড়ুন: রোহিত বাদ কেন! কোহলিকে তুলোধোনা করলেন শেওয়াগ, দিলেন চরম হুঁশিয়ারি
সেই ঘটনা নিয়েই মজা করতে ছাড়েনি উত্তরাখণ্ডের পুলিশ। রাস্তায় খারাপ ড্রাইভিং করার বিরুদ্ধে প্রচার করতে পুলিশের হাতিয়ার হয়ে উঠেছিল কোহলির শূন্য রানে আউট হওয়ার বিষয়টিই। তারপরেই ক্রিকেটপ্রেমীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ।
আরো পড়ুন: সৌরভের মহালজ্জার রেকর্ড পেরিয়ে শীর্ষে কোহলি, মোদির স্টেডিয়ামে কলঙ্কিত বিরাট
কী লেখা হয় টুইটে? কোহলির প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ছবি সামনে রেখে উত্তরাখন্ড পুলিশ লেখে, "হেলমেটই সব নয়। পুরো সচেতনতার সঙ্গে ড্রাইভ করা জরুরি। নাহলে কোহলির মত আপনিও জিরো রানে আউট হয়ে যেতে পারেন।"
এমনিতেই প্রিয় তারকার আউটে হতাশ হয়েছিলেন, তারপর এমন ব্যঙ্গাত্মক টুইট যেন আগুনে ঘি ঢেলে দেয়। অনেকেই রসালো টুইটে মজা পেলেও অধিকাংশ নেটিজেন ক্ষোভ উগরে দেন। উত্তরাখন্ড পুলিশের সমালোচনায় সরব হন ক্রিকেট প্রেমীরা। অনেকেই এই ঘটনার সঙ্গে মিল খুঁজে পান জসপ্রীত বুমরার চ্যাম্পিয়ন্স লিগে নো বল করার পর রাজস্থান পুলিশের ব্যঙ্গাত্মক টুইট-কান্ড।
যাইহোক, টেস্ট সিরিজে ইংরেজদের আধিপত্য নিয়ে হারালেও টি২০-র প্রথম ম্যাচেই ইংল্যান্ড প্রমাণ করে দিয়েছে সীমিত ওভারেই ক্রিকেটে তাঁদের হারানো মোটেই সহজ হবে না। পাঁচ ম্যাচের টি২০ সিরিজে প্রথম ম্যাচ জিতেই ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে গিয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন