Advertisment

সিরাজ-শার্দুল বাদ, ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে খোলনলচে দল নামাচ্ছে টিম ইন্ডিয়া

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে একাধিক পরিবর্তন নামিয়ে খেলবে ভারত। অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ের পর চেন্নাইয়ে প্রথমবার খেলতে নামছে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update

অস্ট্রেলিয়া সফর এখন অতীত। দেশের মাটিতে এবার ইংরেজ বধের পালা। শ্রীলঙ্কার মাটি দাপিয়ে ইংল্যান্ড এবার খেলতে নামবে ভারতের বিরুদ্ধে। ৫ ফেব্রুয়ারি প্রথম টেস্ট চেন্নাইয়ে। চেন্নাইয়ের দুই টেস্টের জন্য স্কোয়াড আগেই ভারত ঘোষণা করে দিয়েছে।

Advertisment

তবে অস্ট্রেলিয়া সফরে একডজন প্রথম সারির ক্রিকেটারকে ছাড়াই ঐতিহাসিক সিরিজ জিতে আসার পরে কিছুটা মধুর সমস্যায় পরে গিয়েছে ম্যানেজমেন্ট। কাকে রেখে, কাকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া হবে। তা নিয়েই এখন কাটাছেঁড়া চলছে।

আরো পড়ুন: পন্থের বিরুদ্ধে ‘কুচুটে’ মন্তব্য ঋদ্ধির, চরম বিতর্ক বাংলার তারকাকে ঘিরে

দেখা যাক, চেন্নাইয়ে প্রথম টেস্টের একাদশ কী হতে পারে-
ব্রিসবেনের মাটিতে ইনজুরিতে ক্রিকেটারের আকালে চার পেসার খেলাতে বাধ্য হয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে দেশের মাটিতে প্রথম একাদশের ফর্মেশনই বদলে ফেলবে ভারত। স্পিনিং ট্র্যাকে তিন স্পিনার খেলাতে পারে ভারত। ছয় ব্যাটসম্যান, দুই পেসার এবং তিন স্পিনার- এমনটাই ভারতের রণকৌশল হতে চলেছে।

ওপেনার-

এডিলেডে প্রথম টেস্টের পর পৃথ্বী শ বাদ পড়ার পরেই ভারতের নতুন ওপেনিং কম্বিনেশন কার্যত নির্ধারিত হয়ে যায়। রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন নতুন তারকা হিসাবে উঠে আসা শুভমান গিল। অজি সফরে নিজেকে দারুণভাবে প্ৰমাণ করেছেন গিল। তাই রোহিতের সঙ্গী হিসেবে তাঁকে ছাড়া আর কাউকে ভাবা হচ্ছে না। মায়াঙ্ক আগারওয়াল স্কোয়াডে রয়েছেন। তবে সেভাবে ফর্মে নেই তিনি। তাই তাকে আপাতত রিজার্ভেই বসতে হবে।

মিডল অর্ডার:

বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফিরে এসেছেন। নেতৃত্বের আর্মব্যান্ডও ফিরে পাচ্ছেন। ফলে আরো দুর্ভেদ্য হতে চলেছে জাতীয় দলের মিডল অর্ডার। দুই ওপেনারের পর তিন, চার এবং পাঁচ নম্বর একদম নির্ধারিত- চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এবং ডেপুটি অজিঙ্কা রাহানে।

উইকেটকিপার:

ব্যাটসম্যান হিসেবে অজিদের বিরুদ্ধে একাই ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন পন্থ। তবে তাঁর উইকেটকিপিংয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েইছে। ঋদ্ধিমান দেশের মাটিতে এমনিতে ফার্স্ট চয়েস হলেও, এবার ঋদ্ধিকে বাইরেই বসতে হচ্ছে। তিন স্পিনারের বিরুদ্ধে ঘূর্ণি ট্র্যাকে কীভাবে কিপিং করেন, সেটাই এবার চ্যালেঞ্জ ঋষভ পন্থের।

স্পিনার:
জাদেজা ছিটকে গিয়েছেন টেস্টের আগেই। তাই অশ্বিনের পার্টনার হওয়ার বিষয়ে একদম নিশ্চিত ওয়াশিংটন সুন্দর। ব্যাট হাতেও দক্ষ তিনি। অলরাউন্ডার হিসাবেই ভাবা হচ্ছে তাঁকে। তৃতীয় স্পিনার হিসাবে লড়াই অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের। অক্ষরের ক্ষেত্রে প্লাস পয়েন্ট ব্যাট করতে পারেন তিনি। তবে বোলিং কোচ ভরত অরুণ কিছুদিন আগেই বলেছেন, কুলদীপের সুযোগ আসবে। সম্ভবত, কুলদীপের ভাগ্যেই শিকে ছিড়তে পারে।

দুই পেসার:
অস্ট্রেলীয় সফরের অন্যতম বড় আবিষ্কার মহম্মদ সিরাজ। তবে ব্রিসবেনে ইতিহাস গড়ার পরেও তাঁকে সম্ভবত হতাশ হতে হচ্ছে। চোট সারিয়ে ফিরে এসেছেন জসপ্রীত বুমরা এবং ইশান্ত শর্মা। দেশের মাটিতে অভিজ্ঞতায় ইশান্ত অনেক এগিয়ে। তাই শার্দুল কিংবা, মহম্মদ সিরাজকে আপাতত ডাগ আউটে বসেই খেলা দেখতে হবে।

টিম ইন্ডিয়া সম্ভাব্য প্রথম একাদশ:
রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব/অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা

ইংল্যান্ড সিরিজের জন্য দুই টেস্টের স্কোয়াড:
রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর

পাঁচ নেট বোলার:
অঙ্কিত রাজপুত, আবেশ খান, সন্দীপ ওয়ারিয়র, কৃষ্ণাপ্পা গৌতম, সৌরভ কুমার

পাঁচ স্ট্যান্ড বাই:
কেএস ভারত, অভিমন্যু ঈশ্বরণ, শাহবাজ নাদিম, রাহুল চাহার, প্রিয়ঙ্ক পাঞ্চল

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

England Indian Cricket Team
Advertisment