India vs England: ব্রিস্টলে ভারত-ইংল্যান্ডের 'বিশ কা কিস্সা'

ব্রিটিশ তল্লাটে দুরন্ত জয় পেয়েছে ভারত। রোহিত শর্মার সেঞ্চুরি এবং হার্দিক পণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ জিতে নিয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং।

ব্রিটিশ তল্লাটে দুরন্ত জয় পেয়েছে ভারত। রোহিত শর্মার সেঞ্চুরি এবং হার্দিক পণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ জিতে নিয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

ব্রিটিশ তল্লাটে দুরন্ত জয় পেয়েছে  ভারত। গত রবিবার ব্রিস্টলের  কাউন্টি গ্রাউন্ডে রোহিত শর্মার সেঞ্চুরি এবং হার্দিক পণ্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে তিন ম্যাচের টি-২০ সিরিজ ২-১ জিতে নিয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং।

Advertisment

সিরিজের প্রথম ম্যাচে বিরাটরা ম্যাঞ্চেস্টারে জিতেছিল। কিন্তু কার্ডিফে মর্গ্যানরা ঘুরে দাঁড়িয়ে সিরিজ ১-১ করে দিয়েছিলেন। রবিবাসরীয় ব্রিস্টলের ম্যাচটা হয়ে গিয়েছিল ফয়সলার। বিরাটরা পুরো মার্কস নিয়েই পাশ করলেন। এই ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে দু’দলেরই। সেরকমই ২০টি পরিসংখ্যানে সাজানো এই প্রতিবেদন।

১) এমএস ধোনি প্রথম উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ৫০টি ক্যাচ নিলেন।

২) এমএস ধোনি প্রথম উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচের এক ইনিংসে পাঁচ!টি ক্যাচ নিলেন।

Advertisment

৩) এমএস ধোনি প্রথম উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ছ’টি আউট (পাঁচটি ক্যাচ ও একটি রান আউট) করিয়েছেন।

৪) এমএস ধোনি প্রথম উইকেটকিপার হিসেবে টি-২০-তে ১৫০টি ক্যাচ নিলেন।

৫) রোহিত শর্মা প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সেঞ্চুরি করলেন।

৬) কলিন মুনরোর পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-২০ ফর্ম্যাটে তিনটি সেঞ্চুরি করলেন রোহিত শর্মা।

আরও পড়ুন: রোহিত-হার্দিক জুটির পরাক্রমে ব্রিস্টলে ব্রিটিশ ব্রেকফাস্ট ভারতের

৭) ব্রেন্ডন ম্যাকালাম, মার্টিন গাপটিল, শোয়েব মালিক ও বিরাট কোহলির পর পঞ্চম পুরুষ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ২০০০ রান পূর্ণ করলেন রোহিত। মিতালি রাজ ও কোহলির পর তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়লেন তিনি।

৮) রোহিত শর্মা টি-২০-তে পাঁচটি সেঞ্চুরি করে ফেললেন, ভারতীয়দের মধ্যে সর্বাধিক।

৯) টি-২০ ফর্ম্যাটে ১৮ বার অর্ধ-শতরান করলেন রোহিত শর্মা। এই রেকর্ড রয়েছে বিরাট কোহলিরও।

১০) ইন্ডিয়া শেষ ছ’টি টি-২০ সিরিজ/টুর্নামেন্ট জিতল। ভারতের আগে রয়েছে পাকিস্তান। তারা টানা ন’টি জিতেছে।

১১) আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সপ্তম ক্রিকেটার হিসেবে হার্দিক পাণ্ডিয়া ৩০-এর বেশি রান করলেন ও চার উইকেট নিলেন।

১২) ইন্ডিয়া এখনও পর্যন্ত আটটি তিন ম্যাচের টি-২০ সিরিজ। সবকটিতেই জয় এসেছে।

১৩) ইংল্যান্ড প্রথম দল যারা টি-২০ ফর্ম্যাটে প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৯৮ রান করেও ন’টি উইকেট হারিয়েছে।

আরও পড়ুন:India vs England: ব্রিস্টলে ব্রিটিশদের বিরুদ্ধে জোড়া বিশ্বরেকর্ড ধোনির

১৪) এই ম্যাচে ভারতে হয়ে অভিষেক করলেন দীপক চাহার। দেশের জার্সিতে ৭৬ তম ক্রিকেটার হিসেবে টি-২০ খেললেন।

১৫) ইংল্যান্ড প্রথম ছ’ওভারে ৭৩ রান করেছিল। পাওয়ার-প্লে’তে করা এটাই তাদের দ্বিতীয় সর্বোচ্চ রান। ২০১৬-তে বিশ্ব টি-২০ টুর্নামেন্টে ইংল্যান্ড পাওয়ার-প্লে-তে তিন উইকেট হারিয়ে ৮৯ তুলেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মুম্বইতে করেছিল তারা।

১৬) জেসন রয় ও জোস বাটলার ওপেনিং জুটিতে ৯৪ তুললেন। ভারতের বিরুদ্ধে টি-২০-তে এটাই ইংল্যান্ডের সেরা ওপেনিং জুটি।

১৭) ব্রিস্টলে ১৯৯ রান তাড়া করে জিতেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম কোনও দল এত রানের টার্গেট সফল ভাবে তাড়া করল।

১৮) এদিন রোহিত-বিরাটের জুটি ৮৯ রান তুলেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে এটাই ভারতের তৃতীয় উইকেটে সেরা পার্টনারশিপ।

১৯) ভারত পাওয়ারপ্লে-তে দু’উইকেট হারিয়ে ৭০ তুলেছে। টি-২০-তে ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই ভারতের সেরা পরিসংখ্যান।

২০) ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে ভারত নিজেদের শতকরা ১০০ শতাংশ জয়ের রেকর্ড বজায় রাখল। তিনটি ওয়ান ডে ও একটি টি-২০ জিতেছে তারা।