/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/E9oeSI7WYAQI9jl_copy_1200x676.jpeg)
ইংল্যান্ড সফরে কোহলির ব্যাটিং খরা অব্যাহত। লিডসে মাত্র ৭ রানে প্যাভিলিয়নে ফিরলেন তারকা ক্রিকেটার। ঘাতক সেই জেমস আন্ডারসন। বুধবার টসে জিতে ব্যাট করতে নেমেই হুড়মুড়িয়ে পড়েছে ভারতের ব্যাটিং। আর কোহলি আউট প্ৰথম ঘন্টাতেই।
আর হেডিংলেতে কোহলিকে আউট করেই রেকর্ড গড়ে ফেললেন জেমস আন্ডারসন। নাথান লিয়নের সঙ্গেই টেস্টে বিরাট কোহলিকে সবথেকে বেশিবার আউট করার কৃতিত্ব আপাতত জেমস আন্ডারসনেরও। হেডিংলেতে কোহলিকে শিকারের পর আন্ডারসন টেস্টে কোহলিকে সাতবার আউট করে ফেললেন। তাৎপর্যপূর্ণভাবে আন্ডারসন টেস্টে শচীনকে আউট করেন ৯ বার। ভারতের দুই প্রজন্মের দুই সেরা তারকাকে বারবার আউট করেই যেন নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ইংরেজ পেসার।
আরও পড়ুন: লর্ডসের লং রুমে চূড়ান্ত উত্তেজনা! কোহলি-রুটদের বেনজির কুকীর্তিতে স্তম্ভিত বিশ্ব
দীর্ঘদিন ব্যাট হাতে রান নেই কোহলির। হেডিংলেতে আউটের পরে টানা ৫০টি আন্তর্জাতিক ইনিংসে সেঞ্চুরি নেই কোহলির।
Anderson gets Kohli for the 7th time in Test, this man has done it once again, amazing.pic.twitter.com/XoIOYaI9Ge
— Mani (@TweetsMani14) August 25, 2021
টেস্টে কোহলিকে বেশিবার আউট করার কীর্তি যাঁদের:
জেমস আন্ডারসন- ২৩ ম্যাচে ৭ বার
নাথান লিয়ন- ১৮ ম্যাচে ৭ বার
স্টুয়ার্ট ব্রড- ১৮ ম্যাচে ৫ বার
মঈন আলি- ১৫ ম্যাচে ৫ বার
বেন স্টোকস- ১৫ ম্যাচে ৫ বার
লর্ডসে লজ্জার হারের পরে এদিন ইংল্যান্ড নিজেদের একাদশে জোড়া পরিবর্তন করে- দাভিদ মালান এবং ক্রেগ ওভারটনকে নামিয়েছে।আগের ম্যাচে আন্ডারসন বেআব্রু হওয়ার পরে লিডসে আগুনে ফর্মে ধরা দিলেন সুপারস্টার পেসার। প্রথম ওভারেই ফিরিয়ে দেন কেএল রাহুলকে। তারপরের ওভারেই আন্ডারসনের শিকার চেতেশ্বর পূজারা। সবমিলিয়ে পূজারা টেস্টে ১০ বারই উইকেট খোয়ালেন আন্ডারসনের কাছে।
আরও পড়ুন: কোহলির মাঠের ‘দাদাগিরি’তে পুরো সমর্থন শাস্ত্রীর, বেফাঁস মন্তব্যে ভয়ঙ্কর বিতর্কে নাসের
আর দিনের প্রথম ঘন্টার মাথাতেই কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখান আন্ডারসন। ফুল লেংথের আউট সুইংগারে আরও একবার পরাস্ত হলেন তিনি। সহজেই কোহলি লিভ করতে পারতেন। তবে সেই বল চেজ করে কানায় লাগিয়ে উইকেটকিপার জস বাটলারের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। প্ৰথম ঘন্টা শেষে আন্ডারসনের স্পেল দাঁড়ায় ৬/৩। লাঞ্চে ভারত ৫৬/৪। কোহলির পরে রাহানেও আউট হয়ে গিয়েছেন।
লর্ডসে কোহলি-বুমরাদের সঙ্গে ভালো মত লেগেছিল আন্ডারসনের। তবে তারকা ইংরেজ প্রমাণ করে দিলেন সুইং সহায়ক পরিস্থিতিতে তিনি এখনও ত্রাস হয়ে উঠতে পারেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন