Advertisment

রাগ আছড়াল দরজায়! আউটের হতাশায় কোহলির সপাটে ঘুসি সাজঘরে! দেখুন ভিডিও

India vs England 2021: বিরাট কোহলি দ্বিতীয় ইনিংসেও ভাল শুরু করে আউট হয়ে যান মঈন আলির বলে। খোঁচা দিয়ে স্লিপে ওভার্টনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পাটা পিচ। ইংল্যান্ডের পেসাররা ক্লান্ত হয়ে পড়েছে। এমন পিচেই ফর্মে ফেরার মোক্ষম সুযোগ ছিল কোহলির কাছে। দীর্ঘ দু বছরের শতরান খরা কাটিয়ে নিতে পারতেন রবিবারই। তবে তা হল না। মঈন আলির বলে স্লিপে ওভার্টনের হাতে ক্যাচ তুলে বিদায় নিতেই ক্ষিপ্ত হয়ে উঠলেন কোহলি।

Advertisment

প্রথমে ক্রিজে কিংকর্তব্যবিমূঢ় হয়ে কিছুক্ষণ রইলেন। তবে ড্রেসিংরুমে ঢোকার সময়েই ক্যাপ্টেনের যাবতীয় রাগ আছড়ে পড়ল দরজায়। মুষ্টিবদ্ধ হাত দরজাকে ঠেলে সরিয়ে দিল। আর কোহলির সেই হতাশা প্ৰকাশের ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন: কোহলির জামা খোলা নিয়ে বড় মন্তব্য সৌরভের! অবাক হয়ে গেলেন বচ্চন, শেওয়াগও

ওভালের পাটা পিচে কোহলি শুরুটা ভালোই করেছিলেন। দাপট দেখাচ্ছিলেন বিপক্ষ পেসারদের ওপর। নিজের অফস্ট্যাম্পের বল নিখুঁতভাবে লিভ করছিলেন তারকা। শট নির্বাচনেও দারুণ দায়িত্ববোধের পরিচয় দিচ্ছিলেন তিনি। নিজের ট্রেডমার্ক কভার ড্রাইভও বেরোচ্ছিল কোহলির উইলো থেকে। দলও আশ্বস্ত হচ্ছিল।

তবে কোহলি যখন নিশ্চিত হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছেন। সেই সময়েই ছন্দপতন। মঈন আলি এমনিতেই কোহলির নেমেসিস। টেস্টের সবথেকে বেশিবার কোহলিকে আউট করেছেন। সেই মঈন আলির বোলিংয়েই কোহলি শিকার। মঈনের ড্রিফটিংযে পুরোপুরি ঠকে যান তারকা। বল কোহলির ব্যাট স্পর্শ করে স্লিপে দাঁড়ানো ওভার্টনের হাতে পৌঁছে যায়।

আরও পড়ুন: আউট না হয়েও আউট! মাঠেই আম্পায়ারের ওপর মেজাজ হারালেন রাহুল, দেখুন ভিডিও

আউট হয়ে কোহলি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। আর ড্রেসিংরুমে পৌঁছনোর পরেই দরজায় সমস্ত হতাশা উজাড় করে দেন তারকা। টেস্টের ফিফটি থেকে মাত্র ছয় রান দূরে আউট হওয়া কোনওভাবেই মেনে নিতে পারছেন না তারকা।

ম্যাচে এদিকে ভারত ভালোই জাঁকিয়ে বসেছে। টি ব্রেকে ভারত ৪৪৫/৮। লিড ৩৪৬ রানের। হাতে এখনও জোড়া উইকেট। শার্দুল ঠাকুর (৬০) এবং ঋষভ পন্থ (৫০) দুজনেই হাফসেঞ্চুরি সমেত শতরানের পার্টনারশিপ গড়ে যান। এখন ক্রিজে উমেশ যাদব এবং জসপ্রীত বুমরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Virat Kohli England
Advertisment