‘বিশ্বের সবচেয়ে খারাপ রিভিউয়ার বিরাট’

ভারতীয় দলের ক্যাপ্টেনের ব্যাট বাইশ গজে শাসন করে। কিন্তু মাঠে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর বিষয় কোহলি বারবার ভুল করছেন।

ভারতীয় দলের ক্যাপ্টেনের ব্যাট বাইশ গজে শাসন করে। কিন্তু মাঠে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর বিষয় কোহলি বারবার ভুল করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Virat Kohli

২৭৩৫ রানে বছর শেষ বিরাটের, এবারও পন্টিংয়ের পিছনেই ভারত অধিনায়ক( ছবি টুইটার)

আম্পায়ার ডিসিশন রিভিউ সিস্টেম (ইউডিআরএস/ ডিআরএস)।এই একটা বিষয় বারবার হোঁচট খান বিরাট কোহলি।ভারতীয় দলের ক্যাপ্টেনের ব্যাট বাইশ গজে শাসন করে। কিন্তু মাঠে আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানোর বিষয় কোহলি বারবার ভুল করছেন। গত রবিবারও ভারত-ইংল্যান্ডের চলতি টেস্টের তৃতীয় দিনে ডিআরএস নিতে গিয়ে দু’বার ভুল করেছেন কোহলি। অবশ্যই সুগোগ অপচয় করেছে ভারত। আর যা দেখে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন টুইট করে বসলেন। তিনি লিখলেন, “কোহলি পৃথিবীর সেরা ব্যাটসম্যান। কিন্তু পরিসংখ্যান বলছে সে, বিশ্বের সবচেয়ে খারাপ রিভিউয়ার।”

Advertisment

Advertisment

আরও পড়ুন: লারাকে টপকে দ্রুততম ১৮০০০ কোহলির

ভারত ১০ ও ১২ নম্বর ওভারে রিভিউ নষ্ট করেছে। ১০ নম্বর ওভারে রবিচন্দ্রন অশ্বিনের বল কিটন জেনিংসের প্যাডে লাগে। এলবিডব্লিউ-র আবেদন করেন সকলেই। কিন্তু বলটা কার্যত অফ-স্টাম্পের বাইরে ছিল। কিন্তু কোহলি রিভিউ চেয়ে বসেন। কোহলি ভুল প্রমাণিত হন। ফের ১২ নম্বর ওভারে সেই ভুলের পুনরাবৃত্তি করেন কোহলি। এবার রবীন্দ্র জাদেজার বল এসে লাগে অ্যালেস্টার কুকের প্যাডে। এবারও অফ-স্টাম্পের অনেকটা বাইরে ছিল বল। কিন্তু কোহলি ডিআরএস-এর আবেদন করেন। এটিও ব্যর্থ হয়। সাধারণত ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে মহেন্দ্র সিং ধোনিই ডিআরএস-এর আবেদন করেন। তারপর কোহলি গলা মেলান। ধোনির ডিআরএস-এর আবেদন প্রায় প্রতি ক্ষেত্রেই সফল হয়। ধোনির ফ্যানেরা তাই ডিআরএস-কে বলেন, “ধোনি রিভিউ সিস্টেম।”

Virat Kohli