Advertisment

কে বলবে রোহিত-কোহলি দ্বন্দ্ব তুঙ্গে! হিটম্যানের সেঞ্চুরিতে ক্যাপ্টেনের অন্য কীর্তি, দেখুন ভিডিও

দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা কম নয়। এর মধ্যেই রোহিতের শতরানে বিরাটের প্রতিক্রিয়া নেটিজেনদের মন কেড়ে নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রোহিত শর্মা এবং বিরাট কোহলির সম্পর্ক বারবার প্রতিবেদনের শিরোনাম হয়েছে। দুজনের সম্পর্কের জল্পনা গাদা গাদা নিউজপ্রিন্টও খরচ হয়েছে। বারবার বলা হয়েছে, যা রটে তার কিছুটা তো বটে! মাঠ অথবা মাঠের বাইরে দুজনের ব্রোম্যান্স সেভাবে ফুটে ওঠে না। সম্পর্কের শিথিলতা থাকলেও রোহিত-কোহলি একে অন্যের জন্য পারস্পরিক শ্রদ্ধা, সৌজন্য বরাবরই ছিল।

Advertisment

শনিবার যেন সেই চিত্রই আরও একবার ফুটে উঠল। ভারত বনাম ইংল্যান্ডের ধুন্ধুমার সিরিজের চতুর্থ টেস্টের তৃতীয় দিন যেন সমস্ত জল্পনার জবাব দিয়ে গেল। বিরাট রোহিত বিশ্বক্রিকেটকে দেখিয়ে গেলেন দুজনের সাফল্যে তাঁরা উচ্ছ্বসিত হন। আগের মতই।

আরও পড়ুন: আউট না হয়েও আউট! মাঠেই আম্পায়ারের ওপর মেজাজ হারালেন রাহুল, দেখুন ভিডিও

টি ব্রেকের কিছুক্ষণ আগেই রোহিতের সেঞ্চুরি পূর্ণ করার সময়েই যেভাবে কোহলি ড্রেসিংরুম থেকে সেলিব্রেশন শুরু করলেন সেটাই যেন যাবতীয় সংশয়ের জবাব হয়ে থাকছে দিনের শেষে।

রোহিত যখন বাইশ গজে শতরানের মাইলস্টোনে পৌঁছে ব্যাট তুলছেন, সেই সময় কোহলির মুষ্ঠিবদ্ধ হাত পাঞ্চ করল ড্রেসিংরুমে। তারপরেই আবেগঘন এক হাসি। কেন কোহলি উদ্দাম সেলিব্রেশনে মাতবেন না। তাঁর নেতৃত্ব চলতি সিরিজে বারবার প্রশ্নের মুখে পড়েছে। দল নির্বাচন নিয়ে কাটাছেঁড়া চলছে প্রত্যেক মুহূর্তে। ক্রিকেটীয় প্রজ্ঞা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে একাধিক সিদ্ধান্ত। এমন অবস্থায় ওভাল টেস্ট কোহলির কাছে কার্যত লিটমাস টেস্ট ছিল। হারলেই তাঁর সিংহাসন আরও টলোমলো হয়ে পড়ত।

এমন অবস্থায় দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং দাপটের সূচক হয়ে থাকল রোহিতের অনবদ্য শতরান। দলকে বিপদ সীমা পার করে নিয়ে গিয়ে রোহিত বড় লিড নেওয়াও নিশ্চিত করে ফেলেছেন। এমন অবস্থায় স্বস্তিতে কোহলি। তাই তাঁর মুখে হাজার ওয়াটের আলো।

আরও পড়ুন: ছক্কা হাঁকিয়ে রোমাঞ্চকর সেঞ্চুরি! বিদেশে একের পর এক কীর্তির এভারেস্টে রোহিত

রোহিতের কাছে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে থাকল ওভালের সেঞ্চুরি। ৮ বছর এবং ৪৩ টেস্ট খেলার পরে রোহিত বিদেশের মাঠে প্ৰথম সেঞ্চুরি পেলেন। তাও আবার সুইং সহায়ক বিদেশের প্রতিকূল পরিস্থিতিতে। যেভাবে ইনিংসের গিয়ার চেঞ্জ করলেন রোহিত, তাতে ওভাল সেঞ্চুরি ইতিমধ্যেই ক্ল্যাসিকের মর্যাদা পেয়ে গিয়েছে। ফিফটি পর্যন্ত কার্যত ধৈর্য্য ধরে খেলেছেন। তারপরে ইনিংসের গতি বাড়িয়েছেন। মঈন আলিকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করা যেন সেই দাপটেরই প্রতীক।

আরও পড়ুন: ব্যক্তিগত ঝামেলাতেই বাদ অশ্বিন! কোহলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইংরেজ তারকার

১২৭ করে অলি রবিনসনের বলে আউট হয়ে যাওয়ার আগে রোহিত ১৪টা বাউন্ডারি এবং একটা ছক্কা হাঁকিয়েছেন। নতুন বলে অলি রবিনসন তৃতীয় সেশনে আউট করে দেন পূজারা এবং রোহিতকে। তবে ভারত বর্তমানে যথেষ্টই ভাল পজিশনে। মন্দ আলোর কারণে খেলা বন্ধ হওয়ার আগে ভারত ২৭০/৩। এখনই লিড ১৭১ রানের। এখনও দুদিনে খেলা বাকি। ক্রিজে কোহলি (২২) এবং জাদেজা (৯) রয়েছেন। বাকি ৭ উইকেটে ভারত আর কত রান যোগ করে ইংল্যান্ডকে চ্যালেঞ্জ ছোঁড়ে, সেটাই এখন দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Virat Kohli Rohit Sharma Indian Cricket Team
Advertisment