ভিভিএস লক্ষ্মনের আশঙ্কাই সত্যি হল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে জায়গা হচ্ছে না শিখর ধাওয়ানের। রোহিত শর্মার সঙ্গে ম্যাচে ওপেন করতে দেখা যাবে কেএল রাহুলকে। শুক্রবার প্রথম টি২০ ম্যাচের আগের দিনেই অধিনায়ক কোহলি সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন দলের কম্বিনেশন।
কোহলি সাফ জানালেন, শিখর ধাওয়ান ব্যাকআপ ওপেনার হিসাবে দলের সঙ্গে রয়েছেন। এর অর্থ, রোহিত অথবা রাহুলের মধ্যে একজন কোনো কারণবশত খেলতে না পারলে তাঁর জায়গায় দেখা যাবে ধাওয়ানকে। তিনি আর প্রথম একাদশে অটোমেটিক চয়েস নন।
আরো পড়ুন: থামানোই যাচ্ছে না ‘ব্রাত্য’ পৃথ্বীকে! কোহলি-ধোনির রেকর্ড ভাঙার পরে ফের সেঞ্চুরি
সাংবাদিক সম্মেলনে কোহলি জানিয়ে দিলেন, "দলের ওপেনিং কম্বিনেশন বেশ সিম্পল। রোহিত শর্মা এবং কেএল রাহুল ধারাবাহিকভাবে ভালো খেলছে। শিখর ধাওয়ান ব্যাকআপ হিসাবে থাকছে। এই সিরিজে আমাদের হয়ে ওপেন করবে রোহিত-রাহুল জুটি।"
প্রসঙ্গত, ২০১৯-২০ মরশুম থেকেই জাতীয় দলের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত খেলছেন কেএল রাহুল। আবার এই প্রথমবার দলের তিন ওপেনারই ফিট রয়েছেন। তাই কে বাদ পড়বেন, তা নিয়ে জল্পনা চলছিলই। তিন ফরম্যাটেই এখন রোহিত শর্মা অটোমেটিক চয়েস। অন্যদিকে, কেএল রাহুল সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক পারফর্মার। ডান হাতি তারকা নিউজিল্যান্ডে ৫টি টি২০-তে ২২৪ রান করেছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টে টি২০-টে ৮১ করেন।
কাঁধের চোটে এর আগে ধাওয়ান নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি। অস্ট্রেলিয়ায় আবার তিনিও ৮১ করেন।।সেই সময় ফিটনেস সমস্যায় জাতীয় দলের বাইরে ছিলেন রোহিত শর্মা। ফিট হয়ে শেষ দুই টেস্টে জাতীয় দলে যোগ দেন তিনি।
টিম ইন্ডিয়ার ওপেনিং কম্বিনেশন বাদ দিয়ে বিরাট কোহলি জাতীয় দলে ভুবনেশ্বর কুমারের প্রত্যাবর্তন নিয়েও মুখ খুলেছেন। জানিয়ে দিয়েছেন, ভুবনেশ্বর কুমারকে স্কোয়াডে পেয়ে তিনি আনন্দিত। "জাতীয় দলের অনেক অবদান ও অবদান রাখতে পারবে আশা করি। ও দলে যোগ দেওয়ার স্কোয়াড আরো শক্তিশালী হল।" বলে দিয়েছেন ক্যাপ্টেন কোহলি। দীপক চাহার, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহালদের বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন তিনি।
১২ মার্চ বৃহস্পতিবার টি২০ সিরিজ শুরু হচ্ছে। এরপরে বাকি চারটে টি২০ ম্যাচ হবে যথাক্রমে ১৪, ১৬, ১৮ এবং ২০ তারিখে। পাঁচটি টি২০ ম্যাচই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন