Advertisment

ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে সিরিজ ভারতের

এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ ২-০ জিতে নিল ভারতের মেয়েরা। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হিথার নাইটের ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে মিতালি রাজের দল।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs England women 2nd ODI Highlights, India win comfortably by 7 wickets

ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে সিরিজ ভারতের (ছবি-টুইটার/বিসিসিআই)

এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ ২-০ জিতে নিল ভারতের মেয়েরা। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে হিথার নাইটের ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে মিতালি রাজের দল।

Advertisment

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট। কিন্তু ঝুলন গোস্বামী ও শিখা পাণ্ডের দাপটে মাত্র ৪৩.৩ ওভারে গুটিয়ে যায় ব্রিটিশরা। ঝুলন ও শিখা দু'জনেই তুলে নেন চারটি করে উইকেট। ইংল্যান্ডের হয়ে একমাত্র ক্রিজে দাঁড়াতে পারলেন নাটালি সিভার। ১০৯ বলে ৮৫ রান করেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ইংল্যান্ড ১৬১ রান তুলতে সমর্থ হয়। এদিন ঝুলন-শিখা ছাড়াও পুণম যাদব পেয়েছেন দুই উইকেট।

আরও পড়ুন: প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির মিতালির

১৬১ রান তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেন মিতালিরা। তাঁর দলের হয়ে এদিন দুরন্ত ব্যাট করলেন স্মৃতি মন্ধনা।৭৪ বলের ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তিনে ব্যাট করতে নেমে পুণম পেলেন ৩২ রান। ৪৭ রানে অপরাজিত থাকেন মিতালি। আগামী বৃহস্পতিবার মিতালিরা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান-ডে ম্যাচে নামবেন। এরপর দু'দলের মধ্যে তিনটি টি-২০ ম্যাচ খেলা হবে। প্রতিটি ম্যাচের ভেন্যুই গুয়াহাটির বারসপারা ক্রিকেট স্টেডিয়াম।

cricket Women Cricket Mithali Raj
Advertisment