That’s a wrap to the 2nd ODI as #TeamIndia Women beat England Women by 7 wickets (Mithali 47*, Smriti 63, Shikha Pandey 4/18, Jhulan 4/30)
They have taken an unassailable lead of 2-0 in the three match ODI series #INDWvENGW pic.twitter.com/tiJHj3c2ci
— BCCI Women (@BCCIWomen) February 25, 2019
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাইট। কিন্তু ঝুলন গোস্বামী ও শিখা পাণ্ডের দাপটে মাত্র ৪৩.৩ ওভারে গুটিয়ে যায় ব্রিটিশরা। ঝুলন ও শিখা দু’জনেই তুলে নেন চারটি করে উইকেট। ইংল্যান্ডের হয়ে একমাত্র ক্রিজে দাঁড়াতে পারলেন নাটালি সিভার। ১০৯ বলে ৮৫ রান করেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ইংল্যান্ড ১৬১ রান তুলতে সমর্থ হয়। এদিন ঝুলন-শিখা ছাড়াও পুণম যাদব পেয়েছেন দুই উইকেট।
আরও পড়ুন: প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই নজির মিতালির
A great effort today by the team to win the series especially @shikhashauny & @mandhana_smriti who were brilliant with the ball & bat respectively. #INDvENG ???????? @BCCIWomen pic.twitter.com/3pbhIM1I35
— Jhulan Goswami (@JhulanG10) February 25, 2019
১৬১ রান তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেন মিতালিরা। তাঁর দলের হয়ে এদিন দুরন্ত ব্যাট করলেন স্মৃতি মন্ধনা।৭৪ বলের ৬৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তিনে ব্যাট করতে নেমে পুণম পেলেন ৩২ রান। ৪৭ রানে অপরাজিত থাকেন মিতালি। আগামী বৃহস্পতিবার মিতালিরা সিরিজের তৃতীয় ও শেষ ওয়ান-ডে ম্যাচে নামবেন। এরপর দু’দলের মধ্যে তিনটি টি-২০ ম্যাচ খেলা হবে। প্রতিটি ম্যাচের ভেন্যুই গুয়াহাটির বারসপারা ক্রিকেট স্টেডিয়াম।