/indian-express-bangla/media/media_files/2025/06/09/5KM8GwFICHx58aLub6Wm.jpg)
R Ashwin TPL 2025: আউট হওয়ার পর মহিলা আম্পায়ারের দিকে তেড়ে যান অশ্বিন
Ravichandran Ashwin lashes out Women Umpire: IPL 2025 শেষ হতেই ঘরোয়া ক্রিকেট লিগ শুরু হয়ে গিয়েছে সব রাজ্যে। যেমন শুরু হয়েছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। তামিলনাড়ুর পেশাদার এই T20 ক্রিকেট লিগে খেলছেন আইপিএলের অনেক তারকা। তাঁদের মধ্যে রয়েছেন চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রণ অশ্বিন। ডিন্ডিগুল ড্রাগন্স টিমের ক্যাপ্টেন আবারও শিরোনামে এসেছেন। ম্যাচের মধ্যেই মেজাজ হারিয়ে বিতর্কে জড়িয়েছেন অশ্বিন। তা-ও আবার মহিলা আম্পায়ারের উপর।
কোয়েম্বাটোরের এসএনআর কলেজ ক্রিকেট গ্রাউন্ডে চলছিল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ। বিপক্ষে ছিল আইড্রিম নিরুপ্পুর তামিজন্স টিম। সেই দলের আর সাই কিশোরের বলে আউট হওয়ার পর মহিলা আম্পায়ারের দিকে তেড়ে যান অশ্বিন। যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Ash அண்ணா Not Happy அண்ணாச்சி! 😶🌫
— Star Sports Tamil (@StarSportsTamil) June 8, 2025
📺 தொடர்ந்து காணுங்கள் | TNPL 2025 | iDream Tiruppur Tamizhans vs Dindigul Dragons | Star Sports தமிழில் #TNPLOnJioStar#TNPL#TNPL2025pic.twitter.com/Csc2ldnRS3
ঘটনা প্রথম ইনিংসের পঞ্চম ওভারের। সাই কিশোরের লেগ স্টাম্পে লোপ্পা বলে সুইপ করার চেষ্টা করেন অশ্বিন। কিন্তু বলের গতিতে ধোঁকা খান অশ্বিন। বল পায়ে লাগতেই সাই কিশোর আপিল করেন এবং মহিলা আম্পায়ার আউট দিয়ে দেন। তার পরেই ফেটে পড়েন অশ্বিন।
আরও পড়ুন রিঙ্কু না প্রিয়া, কে বেশি ধনী? দেখে নিন সম্পত্তির পরিমাণ
ছুটে গিয়ে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দেন অশ্বিন। কিন্তু মহিলা আম্পায়ার পিছন ঘুরে তাঁকে পিঠ দেখিয়ে দাঁড়িয়ে পড়েন। সঙ্গে সঙ্গে ব্যাট, প্যাড রাগের মাথায় মাঠে আছড়ে ফেলে প্যাভিলিয়নে চলে যান অশ্বিন। যদিও অশ্বিনের রাগ সঙ্গত, কারণ রিপ্লেতে পরিষ্কার দেখা গিয়েছিল, বল লেগ স্টাম্পের বাইরে ছিল। আইপিএলে অশ্বিনের ফর্ম একেবারেই পাতে দেওয়ার মতো হয়নি। চেন্নাই সুপার কিংসকে অনেকটাই হতাশ করেছেন তিনি। পুরো সিজনে ৯ ম্যাচে ৪০ গড়ে মাত্র ৭টি উইকেট নেন তিনি।
অন্যদিকে, গুজরাট টাইটান্সের হয়ে সাই কিশোর দুর্দান্ত খেলেছেন এই মরশুমে। ১৫ ম্যাচে ২০.৬৮ গড়ে ১৯টি উইকেট নিয়েছেন। তা সত্ত্বেও ইংল্যান্ড সফরে জায়গা পাননি সাই কিশোর।
আরও পড়ুন মারা গিয়েছেন শাহিদ আফ্রিদি! জেনে নিন, ভাইরাল VIDEO-র সত্যতা
এই ম্যাচে ড্রাগন্সকে সহজেই হারায় তামিজন্স। শিবম সিং ৩০ রান করে টপ স্কোরার হন। সাই কিশোর ১, এসাকিমুথু ৪ উইকেটনেন এবং এম মথিবনন ৩টে উইকেট নেন। ড্রাগন্স ৯৩ রানেই অলআউট হয়ে যায়। জবাবে ১২ ওভারেই তামিজন্স ম্যাচ জিতে নেয় ৯ উইকেটে।