India vs Ireland: ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষার ভাবনা বিরাটের

বৃহস্পতিবার ডাবলিনের মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭৬ রানে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে।

বৃহস্পতিবার ডাবলিনের মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭৬ রানে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষার ভাবনা বিরাটের

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। বৃহস্পতিবার ডাবলিনের মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম ম্যাচে ভারত ৭৬ রানে হারিয়ে দিল আয়ারল্যান্ডকে। আসন্ন ইংল্যান্ডের সফরের প্রস্তুতি হিসাবে এই সিরিজকে দেখছে বিরাট কোহলি অ্যান্ড কোং। ম্যাচের পর কোহলি জানিয়ে দিলেন যে, ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর টিম ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে।

Advertisment

Advertisment

ম্যাচের পর কোহলি জানিয়েছেন যে, তিনি  টি-২০ ফর্ম্যাটে দলের মিডিল অর্ডার নিয়ে পরীক্ষা চালাবেন। কোহলি বলেছেন, “শুধু আয়ারল্যান্ডই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধেও ব্যাটিং অর্ডার কী হবে সেটা আমারা মাথায় আছে। পরিস্থিতি অনুযায়ী ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের নমনীয় হতে হবে। দলের প্রত্যেকেই এটার জন্য প্রস্তুত। এভাবে বিপক্ষকে চমকে দিতে চাই।’’

আরও পড়ুন : India vs Ireland: বিশ্বকাপের মাঝেই মাঠে নামছে টিম ইন্ডিয়া

প্রথম ম্যাচে রিজার্ভেই ছিলেন লোকেশ রাহুল ও দীনেশ কার্তিক। পরের ম্যাচে তাঁদেরকে মাঠে দেখা যাতে পারে। অন্তত এমনটাই ইঙ্গিত কোহলির। টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন বলছেন, “ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দলের সবাই সুযোগ পাবে। এটা আমি আগেই বলে রেখেছিলাম। এই ম্যাচে যারা খেলেনি তাঁরা পরের ম্যাচে সুযোগ পাবে।”

একনজরে প্রথম টি ২০: এদিন টস জিতে গ্যারি উইলসনের আয়ারল্যান্ড দল ব্যাট করতে পাঠায় বিরাট কোহলির ভারতকে। দলের দুই ওপেনার রোহিত শর্মা ও (৬১ বলে ৯৭) শিখর ধাওয়ানের (৪৫ বলে ৭৪) ব্যাটে ভর করে ভারত নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২০৮ তোলে। জবাবে ভারতীয় বোলারদের দাপটে ন উইকেট হারিয়ে ১৩২ রানে শেষ হয়ে যায় আয়ারল্যান্ড। বল হাতে ফের কামাল দেখাল দেশের ‘কুলচা’ জুটি। চার ওভার হাত ঘুরিয়ে কুলদীপ নিলেন চার উইকেট। যুজবেন্দ্র চাহালের পকেটে এল তিন উইকেট। জসপ্রীত বুমরাহও পেয়েছেন দু’উইকেট