India vs Maldives Live Streaming: গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন ভারতের কিংবদন্তী সুনীল ছেত্রী। তবে চলতি মাসের শুরুর দিকে অবসর ভেঙে জাতীয় শিবিরে ফিরেছেন তিনি। বুধবার (১৯ মার্চ) মালদ্বীপের বিরুদ্ধে একটি প্রীতিম্যাচ খেলতে নামছে টিম ইন্ডিয়া। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্ব শুরু হওয়ার আগে টিম ইন্ডিয়া গা ঘামাতে পারবে। প্রসঙ্গত, আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে হবে ভারতীয় ফুটবল দলকে। এই ম্য়াচটি শিলংয়ে আয়োজন করা হবে।
২০২৪ সালের জুন মাসে সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছিলেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবল দলের হয়ে তিনি ১৫১ ম্য়াচে মোট ৯৪ গোল করেছেন। আশা করা হচ্ছে, মালদ্বীপের বিরুদ্ধে আয়োজিত এই প্রীতি ম্য়াচে সুনীলকে মাঠে নামাবেন ভারতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কোয়েজ। এবারের আইএসএল মরশুমে বেঙ্গালুরু এফসি-র হয়ে সুনীল দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ২৪ ম্য়াচে তাঁর পা থেকে বেরিয়ে এসেছে ১২ গোল। অন্যদিকে, গত এক বছরে ভারত একটাও ফুটবল ম্য়াচ জিততে পারেনি। ২০২৩ সালের নভেম্বর মাসে কুয়েতের বিরুদ্ধে টিম ইন্ডিয়া শেষবার জয়লাভ করেছিল। এবার সুনীল সেই জয়ের খরা কাটাতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
বুধবারের এই প্রীতি ম্য়াচের আগে মার্কোয়েজ জানিয়েছেন, 'সুনীল যে মাঠে নামবে, সেই ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু, ও প্রথম একাদশে থাকবে না পরিবর্ত ফুটবলার হিসেবে নামবে, সেটা এখনই বলতে পারছি না। আমরা মোট ৬ পরিবর্ত ফুটবলার ব্যবহার করতে পারব। ফলে মোট ১৭ ফুটবলার আমার তালিকায় থাকবে। আমি মনে করি, সুনীল সেই তালিকায় অবশ্যই থাকবে। চলতি আইএসএল টুর্নামেন্টে ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বাধিক গোল করেছেন সুনীল। ফলে পারফরম্য়ান্সই শেষ কথা, বয়সটা কোনও ফ্যাক্টর নয়। যদি কেউ খেলতে পারে, তাহলে অবশ্যই তাঁর খেলা উচিত। যদি কোনও ফুটবলার মনে করেন যে জাতীয় ফুটবল দলে এসে তাঁর পারফরম্য়ান্স উন্নত করতে পারবেন, সেটা কখনই সম্ভব নয়।'
আরও পড়ুন সুপার কাপে মোহনবাগানের জন্য সহজ প্রতিপক্ষ, ইস্টবেঙ্গলের সামনে কোন চ্যালেঞ্জ?
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আসলে, সেরা ফুটবলাররাই এখানে খেলতে আসেন। প্রধান দলের সবসময় লক্ষ্য থাকে কীভাবে ম্য়াচ জেতা যায়। আর যদি আমাদের জিততেই হয়, তাহলে সেরা ফুটবলারদেরই মাঠে নামাতে হবে।'
কবে আয়োজন করা হবে ভারত বনাম মালদ্বীপ প্রীতি ফুটবল ম্য়াচ?
ভারত বনাম মালদ্বীপ প্রীতি ফুটবল ম্য়াচটি বুধবার অর্থাৎ ১৯ মার্চ, ২০২৫ আয়োজন করা হবে।
কোথায় আয়োজন করা হচ্ছে ভারত বনাম মালদ্বীপ প্রীতি ফুটবল ম্য়াচ?
সুনীল ছেত্রীর এই কামব্যাক ম্য়াচটি শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজন করা হবে।
কখন থেকে শুরু হবে সুনীল ছেত্রীর এই কামব্যাক ম্য়াচ?
ভারত বনাম মালদ্বীপ প্রীতি ফুটবল ম্য়াচটি ভারতীয় সময় অনুসারে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে।
কোন টেলিভিশন চ্যানেলে এই ম্য়াচের সরাসরি সম্প্রচার দেখতে পাওয়া যাবে?
ভারত বনাম মালদ্বীপ প্রীতি ফুটবল ম্য়াচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টসে দেখতে পাওয়া যাবে।
এই ম্য়াচের আদৌ কোনও অনলাইন লাইভ স্ট্রিমিং হবে?
হ্যাঁ, অবশ্যই এই ম্য়াচের অনলাইন লাইভ স্ট্রিমিং হবে। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে আপনি লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন। এর পাশাপাশি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাতেও ম্য়াচ সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ খবর আপনারা পেয়ে যাবেন।