Advertisment

ঋদ্ধিকে বাদ দিয়ে দলে পন্থ! বিরাটের সিদ্ধান্তে রাগে ফাটলেন তারকা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে জাতীয় দলের বাইরে পন্থ। প্রথম ম্যাচে কনকাশন চোট পেয়েছিলেন। তার পরিবর্তে দারুণভাবে সফল হয়েছিলেন লোকেশ রাহুল।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

প্রথম টেস্টে উইকেটকিপার নির্বাচন নিয়ে বিতর্ক তুঙ্গে (ফেসবুক ও টুইটার)

টেস্টের শুরুতেই বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। টেস্টের একনম্বর উইকেটকিপার ঋদ্ধিমান সাহাকে বসিয়ে ঋষভ পন্থকে প্রথম একাদশে নেওয়া হয়েছে। ভারত শেষ যে সিরিজে টেস্ট খেলেছিল সেই বাংলাদেশের বিরুদ্ধেও ঋদ্ধি খেলেছিলেন। হঠাৎই বাংলার তারকা ক্রিকেটারকে বাদ দিতেই ফোঁস করে উঠলেন প্রখ্যাত ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে।

Advertisment

সাতসকালে হর্ষ ভোগলে টুইটে লিখে দিলেন, "ঘুম থেকে উঠেই দেখি সাহাকে বাদ দেওয়া হয়েছে। আমরা দেশের তরুণ উইকেটকিপারদের বলেছি, বিশ্বের সেরা কিপার হওয়ার দরকার নেই। খালি উইকেটের সামনে দাঁড়িয়ে কিছু রান করে দিও। প্রচণ্ড হতাশ।"

আরও পড়ুন শেষ ১৯ ইনিংসে ০ শতরান! কোহলি কী শেষের পথে

এখানেই না থেমে হর্ষ ভোগলে অন্য একটি টুইটে লেখেন, "শ্রেয়া ঘোষালকে কোনও মেজর কনসার্টে বাদ দেওয়া হচ্ছে, কারণ অন্য একটি মেয়ে গিটারের কর্ডটা জোরে বাজাতে পারে। এমনটাও দেখার প্রতীক্ষায় রইলাম।" ক্রমশ বিতর্ক দানা বাঁধছে বুঝতে পেরেই হর্ষ ভোগলে নিজের শ্রেয়া ঘোষাল সংক্রান্ত টুইটটি ডিলিট করে দেন।

publive-image

আরও একটি টুইট করেন তিনি। যেখানে তিনি সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে বললেন। হর্ষ বলেছেন, "আমাকে কেউ যেন ভুল না বোঝে। এটা পন্থের বিরুদ্ধাচারণ নয়। নিজের চয়েসের কথা একবার ভেবে দেখো। সেরা পাঁচ ব্য়াটসম্যান, সেরা চার বোলার, সেরা উইকেটকিপার এবং ছয় নম্বরের কিছু স্পেশ্য়াল স্কিল। এটাই নির্বাচনের শর্ত হওয়া উচিত। পন্থের জন্য আমার শুভেচ্ছা রইল। কারণ ও জন্মগতভাবে প্রতিভাবান। তবে সাহার জন্য খারাপ লাগছে।"

আরও পড়ুন ৬.৮ ফুটের পেসারে কাঁপুনি ভারতের, বৃষ্টি বাঁচাল কোহলিদের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে জাতীয় দলের বাইরে পন্থ। প্রথম ম্যাচে কনকাশন চোট পেয়েছিলেন। তার পরিবর্তে উইকেটকিপার ও ব্যাটসম্যানের ভূমিকা দারুণভাবে সফল হয়েছিলেন লোকেশ রাহুল। তারপর লোকেশ রাহুলই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি একদিনের সিরিজে খেলেছিলেন উইকেটকিপার হিসেবে। লোকেশ উইকেটকিপিংয়ের দায়িত্ব পালন করায় ভারতও একজন অতিরিক্ত ব্য়াটসম্যানকে খেলানোর সুযোগ পেয়েছিল।

নিউজিল্যান্ডেও সেই ট্রেন্ড বজায় থেকেছিল। ৫টি টি২০ ও ৩টি একদিনের ম্যাচে ঋষভ পন্থকে রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছিল। তারপরে পন্থের আন্তর্জাতিক কেরিয়ার নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। সীমিত ওভারের খেলায় বসে থাকা ঋষভ যে হঠাৎ করে টেস্টের একনম্বর ঋদ্ধিমানকে সরিয়ে প্রথম একাদশে জায়গা করে নেবেন, তা কেউ ভাবতেই পারেনি।

ঘটনা হল, টানা বসে থাকার পরে টেস্ট সিরিজ শুরুর আগে পন্থকে প্রস্তুতি ম্যাচে খেলানো হয়ছিল। সেখানে প্রথম ইনিংসেও যথারীতি ব্যর্থ হয়েছিলেন। তবে দ্বিতীয় ইনিংসে ঋষভ নিজের জাত চিনিয়েছিলেন। ৬৫ বলে ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। অন্যদিকে, ঋদ্ধিমান আবার ইন্ডিয়া-এ দলের হয়ে মাঠে নামেননি।

প্রস্তুতি ম্যাচে সেই ইনিংসের সৌজন্য়েই যে পন্থ টেস্টের একাদশে ঢুকে পড়বেন, তা-ও বোঝা যায়নি।

Virat Kohli Rishabh Pant
Advertisment