প্রথমে ব্যাটিং করে ভারতের সামনে নিউজিল্যান্ড ২০৪ রানের টার্গেট রাখল। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অকল্যান্ডের ইডেন পার্কে পাহাড়প্রমাণ স্কোর খাড়া করল কিউয়িরা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলল ২০৩। নিউজিল্যান্ডের প্রত্যেক ব্যাটসম্যানই এদিন সফল। টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানের মধ্যে দু-জনই হাফসেঞ্চুরি করে গিয়েছিলেন। শেষ দিকে হাফসেঞ্চুরি করে গেলেন রস টেলরও (৫৪)।
ইনিংসের প্রথম বল থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছিলেন কিউয়ি ব্যাটসম্যানরা। ওভার পিছু ১০ রানের মোমেন্টাম সেট করে দেন দুই ওপেনার মার্টিন গুপ্টিল ও কলিন মুনরো। মার্টিন গুপ্টিলকে (৩০) যখন শিবম দুবে অষ্টম ওভারে ফেরান, তখন ইতিমধ্যেই স্কোরবোর্ডে ৮০ উঠে গিয়েছে। এরপরে কলিন মুনরো (৫৯), অধিনায়ক কেন উইলিয়ামসন (৫১) হাফসেঞ্চুরি করে রান তোলার গতি বজায় রাখেন।
ভারতীয় বোলারদের মধ্যে এদিন সবথেকে বেশি খরুচে মহম্মদ শামি ও শার্দুল ঠাকুর। শামি নিজের ৪ ওভারের কোটায় ৫৩ রান খরচ করলেন। কোনও উইকেট না নিয়েই। অন্যদিকে, শার্দুল ঠাকুর ১ উইকেট দখল করলেও ৩ ওভারে ৪৪ রান বিলিয়ে দিলেন। বাকি প্রত্যেকেই ১টি করে উইকেট পেয়েছেন।
এমনিতেই পরিসংখ্যান বলছে, ইডেন পার্কে রান ওঠে। পিচে বল পড়ে স্বচ্ছন্দে ব্যাটে আসছে। এতে স্ট্রোক প্লেয়ারদের সুবিধা। ফলে এমন পিচে রান তাড়া করা কোহলিরা কতটা উপভোগ করেন, সেটাই দ্বিতীয় ইনিংসে দেখার।
টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ভারতের প্রথম একাদশে এদিন একাধিক চমক ছিল। ঋষভ পন্থ যে বাদ পড়বেন, তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন কিং কোহলি। তবে জায়গা হয়নি সঞ্জু স্যামসনেরও। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব সামলাতে হবে লোকেশ রাহুলকে। সেইসঙ্গে লোকেশই পার্টটাইম কিপারের ভূমিকা পালন করবেন।
পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে খেলছেন মণীশ পাণ্ডে। অলরাউন্ডারের কোটায় জায়গা পেয়েছেন শিবম দুবে। দুই স্পিনার হিসেবে প্রথম একাদশে খেলবেন যুজবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজা। শামি, বুমরা এবং শার্দুল ঠাকুর পেস ডিপার্টমেন্টে থাকছেন। বাদ পড়েছেন নভদীপ সাইনিও।
অন্যদিকে, নিউজিল্যান্ডের জার্সিতে আজ টি২০তে অভিষেক ঘটাচ্ছেন হামিশ বেনেট।
ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর