Advertisment

আঙুলে চোট লাগার পরেই সিরাজকে সপাটে থাপ্পড় রোহিতের! তুলকালাম ড্রেসিংরুম, রইল ভিডিও

বল আটকাতে গিয়েছিলেন সিরাজ। সেই বল-ই সপাটে আছড়ে পড়েছিল সিরাজের আঙুলে। তারপরেই ডাগ আউটে রোহিত শর্মার কীর্তি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে দ্রাবিড়-রোহিত জমানার শুভ সূচনা ঘটিয়েছে টিম ইন্ডিয়া। ১৬৫ রানের টার্গেট ভারত তাড়া করেছে দু বল বাকি থাকতেই। তিন ম্যাচের সিরিজে সেই সঙ্গে ভারত ১-০ এগিয়ে গিয়েছে।

Advertisment

ভারত জিতলেও দিনটা মোটেই মহম্মদ সিরাজের কাছে ভাল গেল না। ২০১৮ সালের পরে এই প্ৰথমবার জাতীয় দলের জার্সিতে টি২০তে খেলতে নেমেছিলেন। তবে দিনের শেষে ম্যাচের দ্বিতীয় খরুচে বোলারের তকমা তাঁর জার্সিতে। ওভার পিছু খরচ করলেন ৯.৮০ করে। নিজের শেষ ওভারে রচিন রবীন্দ্রকে আউট করলেও ইনজুরিতে পড়তে হল তাঁকে। বাঁ হাতে চোট পেয়ে রক্তপাতও হয়।

আরও পড়ুন: আউট করে গাপটিলকে আগুনমাখা চাহনি, চাহারের কাণ্ডে আলোচনা তুঙ্গে, দেখুন ভিডিও

কিউয়ি ইনিংসের ২০তম ওভারের প্ৰথম বলেই মিচেল স্যান্টনারের স্ট্রেট ড্রাইভ আটকাতে গিয়েছিলেন সিরাজ। তবে বল আঙুলে সজোরে আছড়ে পড়ে। আহত সঙ্গেসঙ্গেই দলের ফিজিওকে আসার ইঙ্গিত দেন তারকা পেসার। মনে করা হয়েছিল স্প্লিট ওয়েবিংয়ের শিকার হয়েছেন তিনি। তবে ফিজিও প্রাথমিক পরিচর্যার পরে নিজের ওভারের পুরো কোটা পূর্ণ করেন তিনি।

সেই ঘটনার পরে ভারতীয় ডাগ আউটে দেখা যায় রোহিত শর্মা সিরাজকে থাপ্পড় মারছেন। সেই সময় কেএল রাহুল, হেড কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও ছিলেন। সেই ঘটনার ক্লিপ মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে মনে হয়নি, সিরিয়াস কোনও বিষয়। কারণ সিরাজকে হাসতেও দেখা গিয়েছিল ঘটনার সময়। তবে কেন রোহিতের থাপ্পড় হজম করলেন তিনি, তাঁর কারণ জানা যায়নি।

তার আগে ভারত লক্ষ্যে পৌঁছয় রোহিত শর্মা (৪৮) এবং সূর্যকুমার যাদবের (৬২) ব্যাটে ভর করে। নিউজিল্যান্ড মার্টিন গাপটিল (৭০) এবং মার্ক চ্যাপম্যানের (৬৩) হাফসেঞ্চুরিতে ভর করে স্কোরবোর্ডে ১৬৪/৬ তুলেছিল। ভারতীয় বোলারদের মধ্যে সফল ভুবনেশ্বর কুমার এবং রবিচন্দ্রন অশ্বিন। দুজনেই দুটো করে উইকেট নেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Rohit Sharma Indian Cricket Team Mohammed Siraj
Advertisment