New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/Rohit-Sharma_-1.jpg)
রোহিত শর্মার দুরন্ত ক্যাচ (টুইটার)
ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড অবশ্য ২০৩ রানের টার্গেট খাড়া করেছিল। কলিন মুনরো, কেন উইলিয়ামসন এবং রস টেলর হাফসেঞ্চুরি করে দলকে দুশোর উপরে নিয়ে গিয়েছিলেন।
রোহিত শর্মার দুরন্ত ক্যাচ (টুইটার)
ব্যাটে রান পাননি। তবে ফিল্ডিংয়ে মন মাতিয়ে দিলেন রোহিত শর্মা। অকল্যান্ডের ইডেন পার্কে হিটম্যান হয়ে উঠলেন সুপার-ম্যান। গুপ্টিলের দুরন্ত ক্য়াচ তালুবন্দি করে কোহলিদের ম্যাচে ফিরিয়েছিলেন রোহিতই।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়েছিলেন দুই কিউয়ি ওপেনার- মার্টিন গুপ্টিল ও কলিন মুনরো। ১৯ বলে ৩০ রান করে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন গুপ্টিল।
অষ্টম ওভারে ভারতের হয়ে আক্রমণে আনা হয়েছিল শিবম দুবেকে। দুবেকে স্কোয়্যার লেগের ওপর দিয়ে ওভার বাউন্ডারি হাকাতে চেয়েছিলেন গুপ্টিল। তবে সেই বল প্রখর তীক্ষ্ণতায় তালুবন্দি করেন রোহিত।
What a catch!#RohitSharma.#NZvIND. pic.twitter.com/ylLT4QNnO1
— Manish Debnath (@ManishD00819168) January 24, 2020
#RohitSharma Outstanding Catch In Today's Match!
Watch & Retweet And Don't Forget To Follow Our Page! #NZvsIND #NZAvINDA pic.twitter.com/x4Mpdgqdqm— rajnishsingh (@Stock_Investor) January 24, 2020
উড়ে আসা বলের দিকে রোহিতের নজর থাকলেও খেয়াল করেছিলেন সামনেই বাউন্ডারি। তাই বল পুরোপুরি তালুবন্দি না করে মাঠের দিকে ফিরিয়ে দেন। তারপরে নিজের ভারসাম্য ঠিক করে পুনরায় ক্যাচ ধরেন তিনি।
ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড অবশ্য ২০৩ রানের টার্গেট খাড়া করেছিল। কলিন মুনরো, কেন উইলিয়ামসন এবং রস টেলর হাফসেঞ্চুরি করে দলকে দুশোর উপরে নিয়ে গিয়েছিলেন। জবাবে ব্য়াট করতে নেমে ভারত এক ওভার বাকি থাকতেই সেই রান তুলে দেয়।
ভারতের হয়ে হাফসেঞ্চুরি করে জয়ের প্ল্যাটফর্ম তৈরি করে দেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। পরে ফিনিশিং টাচ দেন চার নম্বরে নামা শ্রেয়স আইয়ার। ম্যাচের সেরাও শ্রেয়স।
Read the full article in ENGLISH