Advertisment

আজ-ই ইন্ডিয়ার জার্সিতে কেকেআর তারকার অভিষেক! প্ৰথম ম্যাচেই একাধিক চমক দলে

ভেঙ্কটেশ আইয়ার আইপিএলে নজর কাড়ার পরে জাতীয় দলের জার্সিতে বুধবার অভিষেক ঘটিয়ে ফেলতে পারেন। এমনটাই খবর।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে, রোহিত শর্মার নেতৃত্বে নতুন অবতারে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটছে টিম ইন্ডিয়ার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম টি২০-তেই ভারতীয় দলে একাধিক চমক দেখা যেতে পারে। নিয়মিত দলের একাধিক সদস্য বিশ্রামে। এমন অবস্থায় প্ৰথম একাদশে বেশ পরিবর্তন ঘটতে পারে।

Advertisment

ভারতের দল গঠনে বিভ্রান্তি আপাতত সঠিক কম্বিনেশনের ওপেনার বেছে নেওয়া। স্কোয়াডে পাঁচজন ওপেনার রয়েছেন। এর মধ্যে মিডল অর্ডারে কারা জায়গা পাবেন, কারা ওপেন করবেন, সেদিকেই নজর ক্রিকেট বিশ্বের। এর মধ্যে প্ৰথম একাদশে শিকে ছিঁড়তে পারে কেকেআরের ভেঙ্কটেশ আইয়ারের। আমিরশাহি পর্বে আইপিএল-হিরো।

আরও পড়ুন: দ্রাবিড়-রোহিতের ভারত আজ নিউজিল্যান্ডের সামনে! প্ৰথম টি২০ কখন, কোন চ্যানেলে দেখবেন

দীর্ঘমেয়াদি ভিত্তিতে ভেঙ্কটেশ আইয়ারকে জাতীয় দলে ভাবা হচ্ছে। কেবলমাত্র ওপেন করাই নয়, বল হাতেও সমান সাবলীল তিনি। রোহিতের সঙ্গে কেকেআরের ভেঙ্কটেশকে ওপেন করতে দেখলে অবাক হওয়ার কিছু নেই। আইয়ার একাদশে ঢুকলে কেএল রাহুল সম্ভবত তিন নম্বরে পিছিয়ে যাবেন। চার এবং পাঁচ নম্বর স্লটে সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারের জায়গা প্রায় পাকা।

বিশ্বকাপে সেভাবে নজর না কাড়তে পারলেও ঋষভ পন্থকে সম্ভবত উইকেটকিপার-ব্যাটসম্যানের ভূমিকায় ধরে রাখবে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে আরও একবার বাইরে বসতে হবে ঈশান কিষানকে। স্কোয়াডে রুতুরাজ গায়কোয়াডের মট তরুণ ওপেনারও রয়েছে। তবে এখনই সম্ভবত একাদশে জায়গা হচ্ছে না সিএসকে তারকার।

আরও পড়ুন: জুতো থেকেই মদ্যপান! বিশ্বজয়ের আনন্দে বেলাগাম অস্ট্রেলীয়রা, দেখুন ভিডিও

বোলিংয়ের কম্বিনেশনে খুব বেশি অদল বদল করার পক্ষপাতী নয় টিম ম্যানেজমেন্ট। রবিচন্দ্রন অশ্বিন সম্ভবত থাকবেন। তবে রবীন্দ্র জাদেজার পরিবর্তে যুজবেন্দ্র চাহাল অথবা অক্ষর প্যাটেলকে নামিয়ে দেওয়া হতে পারে। জাদেজার ধাঁচের অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তবে পাল্লা ভারি যুজবেন্দ্র চাহালের দিকেই। ভারত তিন স্পিনার বাছলে মহম্মদ সিরাজ এবং ভুবনেশ্বর কুমার প্ৰথম দুই চয়েস। দুই স্পিনার-তিন পেসার হলে ভুবনেশ্বর-সিরাজের সঙ্গে যোগ দিতে পারেন আবেশ খান, হর্ষল প্যাটেলের মধ্যে একজন।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

ভেঙ্কটেশ আইয়ার, রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল/ অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, আবেশ খান/হর্ষল প্যাটেল

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team New Zealand
Advertisment