scorecardresearch

কানপুরে হাড্ডাহাড্ডি প্ৰথম টেস্টে ভারত-নিউজিল্যান্ড! কটায়, কোন চ্যানেলে খেলা দেখবেন

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারের পরে ভারত ফের একবার টেস্টে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কোহলি, রোহিত দুজনেই থাকছেন না কানপুরে।

কানপুরে হাড্ডাহাড্ডি প্ৰথম টেস্টে ভারত-নিউজিল্যান্ড! কটায়, কোন চ্যানেলে খেলা দেখবেন

বৃহস্পতিবার প্ৰথম টেস্টে খেলতে নামছে ভারত-নিউজিল্যান্ড। কোহলি, রোহিত, রাহুলের অনুপস্থিতিতে বেশ কিছু তারকা নিজেদের প্রমাণে উন্মুখ থাকবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনেই বিশ্রামে রয়েছেন। বিরাট কোহলি দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তন করছেন। প্ৰথম টেস্টে ভারতের নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন অজিঙ্কা রাহানে।

টেস্ট সিরিজে একাধিক তারকাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রামে পাঠানো হয়েছে। এই তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, মহম্মদ শামির মত তারকারা।

আরও পড়ুন: রোহিত-বিরাট নেই, কিউয়িদের বিরুদ্ধে প্ৰথম টেস্টেই একাধিক চমক দিচ্ছেন দ্রাবিড়

ভারত বনাম নিউজিল্যান্ডের প্ৰথম টেস্ট কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের প্ৰথম টেস্ট ২৫ নভেম্বর থেকে কানপুরের গ্রিন পার্ক ন্যাশনাল স্টেডিয়ামে হবে।

ভারত বনাম নিউজিল্যান্ডের প্ৰথম টেস্ট কখন শুরু হবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ৯-টার সময়। টস হবে আধঘন্টা আগে, ৯টায়।

ভারত বনাম নিউজিল্যান্ডের প্ৰথম টেস্টের সরাসরি সম্প্রচার কোথায় দেখা যাবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Telugu, and Star Sports 1 Kannada) সরাসরি সম্প্রচারিত হবে।

আরও পড়ুন: দ্রাবিড় নিজের ঢাক নিজে পেটান না! শাস্ত্রীকে কাছাখুলে আক্রমণ গম্ভীরের

ভারত বনাম নিউজিল্যান্ডের প্ৰথম টেস্ট কোন ওয়েব প্ল্যাটফর্মে উপভোগ করা যাবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের প্ৰথম টেস্ট হটস্টার এপ এবং ওয়েবসাইটে সরাসরি উপভোগ করা যাবে।

ভারতের টেস্ট স্কোয়াড:
কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, কেএস ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, জয়ন্ত যাদব

নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড:
কেন উইলিয়ামসন, টম ব্ল্যান্ডেল, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, উইল সমারভিলে, টিম সাউদি, রস টেলর, উইল ইয়ং, নীল ওয়াগনার

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: India vs new zealand 1st test in kanpur live streaming when and where to watch in bengali