New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/India-team.jpg)
গ্রিন পার্কে বল ঘুরবে। একদিন আগেই জানিয়ে দিয়েছিলেন পিচ কিউরেটর। এদিন প্ৰথম একাদশে তারই ঝলক।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই তিন স্পিনারে দল সাজাল ভারত। কানপুরে প্ৰথম টেস্টে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। আর দল ঘোষণার পর দেখা যাচ্ছে ভারতের একাদশে আর অশ্বিন, রবীন্দ্র জাদেজার সঙ্গেই স্পিনার হিসাবে ঠাঁই পেয়েছেন অক্ষর প্যাটেল। দুই পেসার হিসাবে দলে জায়গা পেয়েছেন উমেশ যাদব এবং ইশান্ত শর্মা।
গ্রিন পার্কের পিচে বল ঘুরবে। অসমান বাউন্সও থাকবে। বল পুরোনো হলে রিভার্স সুইং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। তাই উমেশের সঙ্গেই দলে অভিজ্ঞ ইশান্ত। ডাগ আউটে বসতে হবে মহম্মদ সিরাজকে।
#TeamIndia Playing XI for the 1st Test at Kanpur.
Shreyas Iyer is all set to make his Test debut.
Live - https://t.co/WRsJCUhS2d #INDvNZ @Paytm pic.twitter.com/K55isD6yso— BCCI (@BCCI) November 25, 2021
আরও পড়ুন: কার্তিক-মর্গ্যানকে ছেঁটে ফেলছে KKR, নিলামের আগে রিটেন করা তারকাদের তালিকা চূড়ান্ত
বৃহস্পতিবার টসের আগে সুনীল গাভাসকার টেস্ট ক্যাপ তুলে দেন শ্রেয়স আইয়ারের হাতে। ওপেনিংয়ে যথারীতি মায়াঙ্ক আগারওয়াল, শুভমান গিল। মিডল অর্ডার সামলাবেন ক্যাপ্টেন রাহানে এবং ভাইস ক্যাপ্টেন চেতেশ্বর পূজারা। পূজারা-রাহানের ব্যাটিং ফর্মে কড়া নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। গত এক বছর ধরেই ধারাবাহিকতায় ভুগছেন দুই তারকা। এবার কোহলি, রোহিত সহ একাধিক সিনিয়র তারকার অনুপস্থিততে দুজনে কেমন খেলেন নজর সেদিকে।
🎥 A moment to cherish for @ShreyasIyer15 as he receives his #TeamIndia Test cap from Sunil Gavaskar - one of the best to have ever graced the game. 👏 👏#INDvNZ @Paytm pic.twitter.com/kPwVKNOkfu
— BCCI (@BCCI) November 25, 2021
এদিকে, হালকা চোট সারিয়ে নিউজিল্যান্ডের জার্সিতে প্রত্যাবর্তন করলেন ক্যাপ্টেন কেন উইলিয়ামসন। টি২০ সিরিজে বিশ্রামে ছিলেন তিনি। এবার সরাসরি টেস্টের ময়দানে প্রত্যাবর্তন করে ফেললেন। তিন স্পিনার হিসাবে কিউয়িরা খেলাচ্ছে উইল সমারভিলে, রচিন রবীন্দ্র এবং আজাজ প্যাটেলকে।
ভারতের প্ৰথম একাদশ:
শুভমান গিল, মায়াঙ্ক আগারওয়াল, অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, উমেশ যাদব, ইশান্ত শর্মা
নিউজিল্যান্ড প্ৰথম একাদশ:
টম ল্যাথাম, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, রস টেলর, হেনরি নিকোলস, টম ব্ল্যান্ডেল, রচিন রবীন্দ্র, কাইল জেমিসন, উইল সমারভিলে, টিম সাউদি, আজাজ প্যাটেল
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন