প্রথম টেস্টে শোচনীয়ভাবে হারল ভারত। ১০ উইকেটে নিউজিল্যান্ড জিতল ওয়েলিংটন টেস্ট। প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে তুলল ১৯১ রান। ৮ রান কিউয়ি ওপেনাররা ২ ওভার খতম হওয়ার আগেই তুলে দেন। ক্রিজে অপরাজিত থাকেন দুই কিউয়ি ওপেনার টম ল্যাথাম (৭) ও টম ব্লান্ডেল (২)।
তৃতীয় দিনের শেষে ভারত ৩৯ রানে পিছিয়ে ছিল। হাতে ছিল ৬ উইকেট। এদিন প্রথম সেশনেই বেসিন রিজার্ভে স্কোরবোর্ডে ৪৭ রান তোলার ফাঁকে বাকি ৬ উইকেট হারায় ভারত। রাহানে (২৯) ফেরার পরে হনুমা বিহারীও (১৫) আউট হয়ে যান সাততাড়াতাড়ি। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের লোয়ার অর্ডার। পন্থ শেষ দিকে ২৫-এর বেশি করতে পারেননি।
চতুর্থ দিনে ভারতীয় ব্যাটিংয়ের বাকিটা ভাঙলেন টিম সাউদি। শুরুর দিকে বোল্ট ভারতীয় টপ অর্ডারকে বিপর্যস্ত করার পরে সাউদি লোয়ার অর্ডার একাই ফিনিশ করেন। শেষ ৬ উইকেটের ৪টিই সাউদির দখলে। সবমিলিয়ে টিম সাউদি ও বোল্টের শিকার যথাক্রমে ৫ ও ৪ উইকেট। চলতি টেস্টে সাউদি একাই নিলেন ৯ উইকেট। ম্যাচের সেরা সাউদিই। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে উইকেট পেলেন না অভিষেককারী কাইল জামেসন।
ভারতীয় স্কোয়াড- বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও ইশান্ত শর্মা।
নিউজিল্যান্ড স্কোয়াড- কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, ডারেল মিচেল, টম ব্লান্ডেল, টম ল্যাথাম, বিজে ওয়াটলিং, ট্রেন্ট বোল্ট, কাইল জামেসন, আজাজ প্যাটেল, টিম সাউদি, নীল ওয়াগনার এবং ম্যাট হেনরি।