Advertisment

ওয়েলিংটনে লজ্জার হার! কোহলিদের দুমড়ে-মুচড়ে দিল কিউয়িরা

অধিনায়ক বিরাট কোহলি দু-ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন। চলতি নিউজিল্যান্ড সিরিজে একদমই রানের মধ্যে নেই তারকা ক্রিকেটার। এই জন্য সমালোচনাও সইতে হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs New Zealand

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারল ভারত (টুইটার)

প্রথম টেস্টে শোচনীয়ভাবে হারল ভারত। ১০ উইকেটে নিউজিল্যান্ড জিতল ওয়েলিংটন টেস্ট। প্রথম ইনিংসে ১৮৩ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসে তুলল ১৯১ রান। ৮ রান কিউয়ি ওপেনাররা ২ ওভার খতম হওয়ার আগেই তুলে দেন। ক্রিজে অপরাজিত থাকেন দুই কিউয়ি ওপেনার টম ল্যাথাম (৭) ও টম ব্লান্ডেল (২)।

Advertisment

তৃতীয় দিনের শেষে ভারত ৩৯ রানে পিছিয়ে ছিল। হাতে ছিল ৬ উইকেট। এদিন প্রথম সেশনেই বেসিন রিজার্ভে স্কোরবোর্ডে ৪৭ রান তোলার ফাঁকে বাকি ৬ উইকেট হারায় ভারত। রাহানে (২৯) ফেরার পরে হনুমা বিহারীও (১৫) আউট হয়ে যান সাততাড়াতাড়ি। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের লোয়ার অর্ডার। পন্থ শেষ দিকে ২৫-এর বেশি করতে পারেননি।

আরও পড়ুন কোহলির ভুলেই হারের মুখে ভারত, ক্যাপ্টেনের সমালোচনায় বিস্ফোরক লক্ষ্মণ

চতুর্থ দিনে ভারতীয় ব্যাটিংয়ের বাকিটা ভাঙলেন টিম সাউদি। শুরুর দিকে বোল্ট ভারতীয় টপ অর্ডারকে বিপর্যস্ত করার পরে সাউদি লোয়ার অর্ডার একাই ফিনিশ করেন। শেষ ৬ উইকেটের ৪টিই সাউদির দখলে। সবমিলিয়ে টিম সাউদি ও বোল্টের শিকার যথাক্রমে ৫ ও ৪ উইকেট। চলতি টেস্টে সাউদি একাই নিলেন ৯ উইকেট। ম্যাচের সেরা সাউদিই। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে উইকেট পেলেন না অভিষেককারী কাইল জামেসন।

আরও পড়ুন শেষ ১৯ ইনিংসে ০ শতরান! কোহলি কী শেষের পথে

ভারতীয় স্কোয়াড- বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও ইশান্ত শর্মা।

নিউজিল্যান্ড স্কোয়াড- কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, ডারেল মিচেল, টম ব্লান্ডেল, টম ল্যাথাম, বিজে ওয়াটলিং, ট্রেন্ট বোল্ট, কাইল জামেসন, আজাজ প্যাটেল, টিম সাউদি, নীল ওয়াগনার এবং ম্যাট হেনরি।

New Zealand Test cricket
Advertisment