Advertisment

সেরার সিংহাসনে আরও একধাপ! অশ্বিনের কীর্তিতে পিছিয়ে পড়লেন হরভজনও

বল হাতে নামলেই ভেলকি দেখানো অভ্যাসে পরিণত করে ফেলেছেন অশ্বিন। কানপুরে ফের একবার নয়া মাইলফলক গড়ে ফেললেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ফের নয়া কীর্তি গড়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। হরভজনকে পেরিয়ে গিয়ে সেরার সিংহাসনের পথে আরও একধাপ এগিয়ে গেলেন ঘূর্ণির মাস্টার। কানপুর টেস্টের চতুর্থ দিনে শেষবেলায় অশ্বিন ফিরিয়ে দিয়েছিলেন উইল ইয়ংকে। তারপরে অন্য ওপেনার টম ল্যাথাম পঞ্চম দিনে ভারতের সামনে প্রতিরোধের প্রাচীর তুলে ধরেছিলেন।

Advertisment

সেই ল্যাথামকও ফিরিয়ে দিয়েই অনন্য কীর্তির মালিক হয়ে গেলেন দক্ষিণী স্পিনার। টেস্টে ভারতের সর্বকালের উইকেট সংগ্রাহকদের তালিকায় অশ্বিন হরভজনকে পেরিয়ে আপাতত তৃতীয় স্থানে।

আরও পড়ুন: মাঠকর্মীদের ৩৫ হাজার টাকা উপহার দ্রাবিড়ের, ফের অনন্য কীর্তিতে হৃদয় জয়

১০৩ টেস্টে হরভজনের সংগ্রহে রয়েছে ৪১৭ উইকেট। আর মাত্র ৮১ টা টেস্ট খেলেই অশ্বিনের নামের পাশে আপাতত ৪১৮ টেস্ট উইকেট। ২০১১ সালে জাতীয় দলের জার্সিতে টেস্টে অভিষেক ঘটে অশ্বিনের। ধোনির নেতৃত্বে। তারপরে ভারতীয় ক্রিকেটে একচ্ছত্র রাজত্ব চালাচ্ছেন তিনি। দীর্ঘ একদশকে হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেটের মহীরুহ।

টেস্টে সবথেকে উইকেট সংখ্যার নিরিখে অশ্বিনের সামনে ভারতীয়দের মধ্যে রয়েছেন অনিল কুম্বলে এবং কপিল দেব। ১৩১ টেস্টে কপিল দেবের সংগ্রহে ৪৩৪ উইকেট। অন্যদিকে কুম্বলের টেস্ট উইকেটের সংখ্যা ৬১৯টি। যে গতিতে এগোচ্ছেন অশ্বিন, তাতে কপিল দেবকে পেরিয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Test cricket Ravichandran Ashwin Indian Team Indian Cricket Team New Zealand
Advertisment