টি২০তে অভিষেকে কিছুদিন আগেই ভারতের ব্যাটিং লাইন আপে ত্রাসের সঞ্চার করেছিলেন। ৬ ফুট ৮ ইঞ্চির সেই কাইল জামেসন এবার ভারতকে নাকানি চোবানি খাওয়ালেন ওয়েলিংটনের প্রথম টেস্টেই। বেসিন রিজার্ভে জামেসনের বোলিংয়ের সামনে ধুঁকছে ভারত। শক্তিশালী টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপের প্রথম পাঁচজনের মধ্যেই তাঁর শিকার ৩ জন। বৃষ্টিতে তৃতীয় সেশনে খেলা বন্ধ হওয়ার আগে ভারতের স্কোরবোর্ডে ১২২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে।
নীল ওয়াগনার সদ্যজাত সন্তানের সঙ্গে থাকার জন্য ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে থাকতে পারেননি। ওয়াগনারের জায়গায় তাই অভিষেক হয়েছিস কাইল জামেসনের। আর সেই জামেসনই ভারতের ব্যাটিং লাইন আপে ত্রাস তৈরি করলেন। দশ বলের ব্যবধানে ফেরালেন ক্যাপ্টেন কোহলি ও চেতেশ্বর পূজারার ()৪২ বলে ১১) মতো দুই মহারথীকে।
India lose two wickets in the second session on Day 1 of the 1st Test.
Rahane (38*) and Pant (10*) keep the scoreboard ticking at Tea.
Scorecard - https://t.co/tW3NpQIHJT #NZvIND pic.twitter.com/MqsjeBJ6Dq
— BCCI (@BCCI) February 21, 2020
আরও পড়ুন শাশুড়ির সঙ্গে কার্তিকের ‘কানেকশন’ প্রকাশ্যে! কুর্নিশ করছে ক্রিকেট মহল
এদিন টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল কিউয়িরা। গতকালই বেসিন রিজার্ভের পিচ বিসিসিআই নিজেদের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছিল। সবুজাভ পিচের আতঙ্কে তখনই চক্ষু ছানাবড়া হয়ে গিয়েছিল ক্রিকেট সমর্থকদের।
আরও পড়ুন ফ্র্যাঞ্চাইজিদের চাপে হার মানল ভারতীয় বোর্ড! নক্ষত্রখচিত ম্যাচ হচ্ছে না
শুরুতে ব্যাট করতে নেমেই বিপর্যয়ের সামনে পড়ে ভারত। শুবমান গিলের জায়গায় এদিন প্রথম একাদশে জায়গা পেয়েছেন পৃথ্বী শ। ১৬ রানের মাথায় পৃথ্বীকে ফিরিয়ে প্রথম ঝটকা দেন সাউদি। এরপর একে একে ফেরেন পূজারা, কোহলি। দশ বলের ব্যবধানে দু-জনকে ফেরান জামেসন। সবুজ পিচ থেকে অতিরিক্ত বাউন্স আদায় করে সমস্যায় ফেলছিলেন ভারতীয়দের।
অন্যদিকে, ট্রেন্ট বোল্টও প্রত্যাবর্তন করেছিলেন পুরনো ঝাঁঝ সমেত। ৪০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিল ৭৯/৩। ভারতকে চতুর্থ উইকেটে ভালই টানছিলেন মায়াঙ্ক আগারওয়াল ও রাহানে। দু-জনে স্কোরবোর্ডে ৪৮ তুলেও ফেলেছিলেন। তবে মোক্ষম সময়ে বোল্ট ফিরিয়ে দেন মায়াঙ্ককে। হনুমা বিহারীও বেশিক্ষণ টিকতে পারেননি।
চা বিরতির কিছুক্ষণ পরেই ঝেঁপে বৃষ্টি আসে। তৃতীয় সেশনে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পরে আম্পায়াররা প্রথম দিনের বিরতি ঘোষণা করে দেন। ক্রিজে আপাতত রয়েছেন ঋদ্ধিমান সাহার পরিবর্তে নামা ঋষভ পন্থ (৩৭ বলে ১০ ব্যাটিং) এবং রাহানে (১২২ বলে ৩৮ ব্যাটিং)।
ভারতীয় স্কোয়াড- বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও ইশান্ত শর্মা।
নিউজিল্যান্ড স্কোয়াড- কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, ডারেল মিচেল, টম ব্লান্ডেল, টম ল্যাথাম, বিজে ওয়াটলিং, ট্রেন্ট বোল্ট, কাইল জামেসন, আজাজ প্যাটেল, টিম সাউদি, নীল ওয়াগনার এবং ম্যাট হেনরি।