Advertisment

ব্যাটিং ব্যর্থতায় টিম ইন্ডিয়া, ফের রান পেলেন না ঋষভ পন্থ

প্রথম দিন শুরুতে ব্যাট করতে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ভারত স্কোরবোর্ডে ১২২ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট। ক্রিজে ছিলেন রাহানে-পন্থ।

author-image
IE Bangla Web Desk
New Update
Ishant Sharma

ল্যাথামকে ফেরানোর পরে ইশান্ত শর্মা (টুইটার)

বেশিক্ষণ গড়াল না ভারতের ইনিংস। ১৬৫ রানেই খতম ভারতের প্রথম ইনিংস। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে ভারত ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১২২ তুলেছিল। দ্বিতীয় দিনে প্রথম সেশনেই ভারতের নটে গাছটি মুড়লো। শেষ ৫ উইকেটে ভারত জুড়ল মাত্র ৪৩ রান।

Advertisment

প্রথম দিনের শেষে অপরাজিত ছিলেন ঋষভ পন্থ ও অজিঙ্কা রাহানে। ঋদ্ধিমান সাহাকে বসিয়ে খেলানো হয়েছিল ঋষভকে। তবে তিনি পারলেন না। ৫৩ বলে ১৯ রান করার পরে রান আউট হয়ে গেলেন তিনি। রাহানে হাফসেঞ্চুরির ঠিক আগে আউট হলেন টিম সাউদির বলে।

আরও পড়ুন একটাই দুর্বলতা! তা কাটাতে পারলেই চ্যাম্পিয়ন হতে পারে কেকেআর

শেষদিকে ক্রিজ কামড়ে মহম্মদ শামি ২০ বলে ২১ রানের ইনিংস খেলে যান। শামি না থাকলে ভারতের ইনিংস দেড়শো-ও পেরোয় না। নিউজিল্যান্ডের হয়ে সফলতম বোলার টিম সাউদি ও অভিষেককারী কাইল জামেসন। দু-জনেই ৪টে উইকেট নিয়েছেন।

ভারতের ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫০ তুলে ফেলেছে। ওপেনার টম ল্য়াথামকে (৩০ বলে ১১) ফিরিয়েছেন ইশান্ত শর্মা। ক্রিজে অন্য ওপেনার টম ব্লান্ডেলের সঙ্গে রয়েছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড প্রথম ইনিংসের তুলনায় এখনও পিছিয়ে ১১৫ রানে। হাতে রয়েছে ৯ উইকেট।

আরও পড়ুন পাক-নাগরিক হচ্ছেন আইপিএলে খেলা বিদেশি! খেলতে গিয়েই পাকিস্তানের প্রেমে

ভারতীয় স্কোয়াড- বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও ইশান্ত শর্মা।

নিউজিল্যান্ড স্কোয়াড- কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, ডারেল মিচেল, টম ব্লান্ডেল, টম ল্যাথাম, বিজে ওয়াটলিং, ট্রেন্ট বোল্ট, কাইল জামেসন, আজাজ প্যাটেল, টিম সাউদি, নীল ওয়াগনার এবং ম্যাট হেনরি।

New Zealand Test cricket
Advertisment