Advertisment

ফিরেই কামাল চাহালের, ভারতের 'বাঁচা'র জন্য প্রয়োজন ২৭৪

ব্যাট হাতে ফের একবার দলকে টানলেন মার্টিন গাপটিল। ৭৪ বলে ৭৩ রান করে দলকে পৌনে তিনশো অব্দি পৌঁছে দিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
India vs New Zealand

গাপটিলকে ফেরানোর পরে কোহলিদের উচ্ছ্বাস (বিসিসিআই টুইটার)

জয়ের জন্য ভারতের সামনে ২৭৯ রানের টার্গেট রাখলো নিউজিল্যান্ড। ব্যাট হাতে ফের একবার দলকে টানলেন মার্টিন গাপটিল। ৭৪ বলে ৭৩ রান করে দলকে পৌনে তিনশো অব্দি পৌঁছে দিলেন তিনি।

Advertisment

আরও পড়ুন শাহরুখের কেকেআরে বেনজির পাঁচ বিতর্ক, এখনও ‘কালির দাগ’ ওঠেনি!

প্রথমে ব্যাট করতে নেমে এদিন শুরুটা ভালোই করেছিল কিউইরা। ওপেনিং পার্টনারশিপে মার্টিন গাপটিল ও হেনরি নিকোলাস ৯৩ তুলে দিয়েছিলেন। এরপর নিকোলাস হাফসেঞ্চুরির ঠিক আগে ব্যক্তিগত ৪১ রানে আউট হয়ে গেলেও দলকে টানতে থাকেন গাপটিল।

রান আউট হওয়ার আগে গাপটিল ৭৯ বলে ৭৯ করে যান। এরপরেই বিপর্যয় নেমে এসেছিল ব্ল্যাক কাপসদের ইনিংসে।

আরও পড়ুন শচীনের পুঁচকি সারা এখন রীতিমতো ডিভা! গ্ল্যামারে ঝলসে দেবেন বলি নায়িকাদেরও

২ উইকেটে ১৪২ থেকে চাহল-জাদেজাদের দাপটে ১৯৭/৮ হয়ে গিয়েছিল। ৫৫ রানের মধ্যে ৭ উইকেট খুইয়ে বিপর্যয়ের সামনে পরে যায় তারা। সেখান থেকে রস টেলর ও নিউজিল্যান্ডের হয়ে অভিষেকে ব্যাট করতে নামা জামেসন এর ২৪ বলে ২৫ রানে ভর করে ২৭৩ অবধি পৌঁছয় নিউজিল্যান্ড।

প্রথম ওয়ানডেতে বসানো হয়েছিল চাহলকে। দ্বিতীয় ম্যাচে কুলদীপের জায়গায় সুযোগ পেয়েই কাঁপিয়ে দিলেন তারকা স্পিনার। ১০ ওভারে ৫৮ রান খরচ করলেও ৩ ব্যাটসম্যানকে ফেরত পাঠান তিনি। পাশাপাশি ২ উইকেট নিয়েছেন শার্দূল ঠাকুরও। তবে বুমরাহকে নিয়ে ভারতের চিন্তা রয়েই গেল। ১০ ওভারে ৬৪ রান দিয়ে একটাও উইকেট পাননি তিনি।

আগের ম্যাচে স্কোরবোর্ডে বিশাল রান তোলার পরেও তা ডিফেন্ড করা যায়নি। রেকর্ড রান চেজ করে জয় ছিনিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড। এদিন তাই বোলিংয়ে জোড়া পরিবর্তন ঘটিয়ে খেলতে নামল ভারত। মহম্মদ শামি ও কুলদীপ যাদব- দুজনকেই প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। টি২০ সিরিজে শেষ দু-ম্যাচে বিশ্রাম কাটিয়ে হ্যামিল্টনেই ফেরানো হয়েছিল স্পিডস্টারকে।

যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে, আসন্ন টেস্ট সিরিজের কথা ভেবে শামিকে বিশ্রামে রাখা হল। শামির জায়গায় প্রথম একাদশে এলেন নভদীপ সাইনি। কুলদীপ যাদব আবার টি২০ সিরিজেই খেলেননি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভাল খেলার পুরস্কার হিসেবে কিউয়িদের বিপক্ষে ফেরানো হয়েছিল কুলদীপকে। তিনিও হ্য়ামিল্টনে প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাঁর পরিবর্তে প্রথম একাদশে ফেরানো হয়েছে যুজবেন্দ্র চাহালকে। ফিরেই তিনি কামাল দেখালেন।

নিউজিল্যান্ড একাদশেও এদিন জোড়া পরিবর্তন। মিচেল স্যান্টনার ও ইশ সোধির জায়গায় খেলছেন মার্ক চ্যাপম্যান ও কাইল জামেসন।

ভারত একাদশ- পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুডবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, নভদীপ সাইনি

নিউজিল্যান্ড একাদশ- মার্টিন গুপ্টিল, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, মার্ক টেলর, রস টেলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন গ্র্যান্ডহোম, কাইলে জামেসন, টিম সাউদি এবং হামিশ বেনেট

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

https://t.me/iebangla

BCCI New Zealand
Advertisment