Advertisment

বাদ পড়লেন শামি, মরিয়া ভারতের একাদশে আরও পরিবর্তন

বোলিং নিয়ে চিন্তা রয়েই গিয়েছে ভারতের। চোট সারিয়ে ফেরার পরে জসপ্রীত বুমরা মোটেই নজর কাড়তে পারেননি এখনও পর্যন্ত। ডেথ ওভারে অচেনা বুমরাকে দেখা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
INDvNZ

টসে জিতলেন কোহলি (বিসিসিআই টুইটার)

আগের ম্যাচে স্কোরবোর্ডে বিশাল রান তোলার পরেও তা ডিফেন্ড করা যায়নি। রেকর্ড রান চেজ করে জয় ছিনিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড। এদিন তাই বোলিংয়ে জোড়া পরিবর্তন ঘটিয়ে খেলতে নামল ভারত। মহম্মদ শামি ও কুলদীপ যাদব- দুজনকেই প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। টি২০ সিরিজে শেষ দু-ম্যাচে বিশ্রাম কাটিয়ে হ্যামিল্টনেই ফেরানো হয়েছিল স্পিডস্টারকে।

Advertisment

যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে, আসন্ন টেস্ট সিরিজের কথা ভেবে শামিকে বিশ্রামে রাখা হল। শামির জায়গায় প্রথম একাদশে এলেন নভদীপ সাইনি। কুলদীপ যাদব আবার টি২০ সিরিজেই খেলেননি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভাল খেলার পুরস্কার হিসেবে কিউয়িদের বিপক্ষে ফেরানো হয়েছিল কুলদীপকে। তিনিও হ্য়ামিল্টনে প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাঁর পরিবর্তে প্রথম একাদশে ফেরানো হল যুজবেন্দ্র চাহালের সঙ্গে। স্পিন ডিপার্টমেন্টে চাহালের সঙ্গে জুটি বাঁধবেন জাদেজা।

আরও পড়ুন শাহরুখের কেকেআরে বেনজির পাঁচ বিতর্ক, এখনও ‘কালির দাগ’ ওঠেনি!

নিউজিল্যান্ড একাদশেও এদিন জোড়া পরিবর্তন। মিচেল স্যান্টনার ও ইশ সোধির জায়গায় খেলছেন মার্ক চ্যাপম্য়ান ও কাইল জামেসন।

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হেরে বিপাকে ভারত। অকল্যান্ডে হারলেই সিরিজের আশা শেষ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে অবশ্য টসে জিতেছেন কোহলি। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিং করতে পাঠিয়েছে ভারত। সর্বশেষ আপডেট অনুযায়ী ৭ ওভার শেষে নিউজিল্যান্ড বিনা উইকেটে ২৮ তুলেছে। ক্রিজে ব্যাটিং করছেন দুই ব্ল্যাক ক্য়াপস ওপেনার হেনরি নিকোলস (২১ বলে ১২) ও মার্টিন গুপ্টিল (২১ বলে ১৪)।

আরও পড়ুন শচীনের পুঁচকি সারা এখন রীতিমতো ডিভা! গ্ল্যামারে ঝলসে দেবেন বলি নায়িকাদেরও

ভারত একাদশ- পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, যুডবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরা, নভদীপ সাইনি

নিউজিল্যান্ড একাদশ- মার্টিন গুপ্টিল, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, মার্ক টেলর, রস টেলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন গ্র্যান্ডহোম, কাইলে জামেসন, টিম সাউদি এবং হামিশ বেনেট

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

https://t.me/iebangla

BCCI New Zealand
Advertisment