টানা দুটো এতদিনের ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়েছেন কোহলিরা। এবার সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। সেই ম্যাচে ভুল শুধরে নামলেন কোহলি। আগের দুটো ম্যাচে ফর্মে থাকা মণীশ পাণ্ডেকে বসিয়ে খেলানো হয়েছিল কেদার যাদবকে। কেদার দ্বিতীয় ম্যাচেই ডাহা ব্যর্থ হয়েছিলেন প্রয়োজনের সময়ে। তাই এবার কেদারের জায়গায় ফের একবার মণী পণ্ডে।
ভারতের বাকি একাদশ অবশ্য় অপরিবর্তিত রয়েছে। ভাবা হয়েছিল, পন্থকে শেষ ম্যাচে হয়তো খেলানো হবে। তবে জাতীয় দলে প্রত্য়াবর্তনের জন্য পন্থের অপেক্ষা বাড়ল।
অন্যদিকে, নিউজিল্যান্ডের একাদশে জোড়া পরিবর্তন। কেন উইলিয়ামসন প্রাথমিকভাবে একদিনের সিরিজে ছিলেন না। তবে টেস্টে নামার আগে ফিট তিনি। তাই নিজেকে ঝালিয়ে নিতে তৃতীয় ম্যাচেই আগমন তাঁর। বসানো হল টম ব্লান্ডেলকে। পাশাপাশি, মার্ক চ্যাপম্যানের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন মিচেল স্যান্টনারও।
প্রথমে টসে জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে পাঠিয়েছে ভারতকে। শুরুতেই ৩ উইকেট হারিয়ে একটু বিপাকে ভারত। মায়াঙ্ক আগারওয়াল ফের একবার ব্যর্থ হয়েছেন। বিরাট কোহলিও এদিন রান পাননি। মায়াঙ্ককে বোল্ড করেছেন জামেসন। কোহলি হামিশ বেনেটের বলে জামেসনের হাতে ক্যাচ তুলে আউট হয়ে গিয়েছেন। ৪২ বলে ৪০ রান করে রনা আউটের শিকার হয়ে ফিরে গিয়েছেন পন্থও। ১৪ ওভারে ৭৩ রান তুলতেই ভারত তিনজনকে হারিয়ে ফেলেছে।
ভারত একাদশ- পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, মণীশ পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি
নিউজিল্যান্ড একাদশ- মার্টিন গুপ্টিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, কাইল জামেসন, লটিম সাউদি এবং হামিশ বেনেট