Advertisment

Pune Test: বুমরাকে সামলাতে হিমশিম! ছক কষে নেটে বিশেষজ্ঞকে ডাক নিউজিল্যান্ডের

Jasprit Bumrah: ভারত ভেবেছিল স্পিনাররাই কুপোকাত করে দেবে কিউইদের। কিন্তু, পরিস্থিতি যা, তাতে দেখা যাচ্ছে বুমরাকেই বেশি ভয় পাচ্ছে নিউজিল্যান্ড।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah, জসপ্রিত বুমরাহ,

Jasprit Bumrah: বুমরার সিমের জাদুতে মোহিত দর্শকরা। (ছবি- বিসিসিআই)

Pune Test Jasprit Bumrah: বুধবার অনুশীলনের মাঝামাঝি সময়ে, নিউজিল্যান্ডের কিছু ব্যাটসম্যান তাদের থ্রো-ডাউন বিশেষজ্ঞকে আরও সাইড-আর্ম অ্যাঙ্গেল থেকে বল করতে বলছিলেন। একজন ব্যাটার তো বলেই বসলেন, 'একটু নীচে, একটু নীচে, ওই দিকে…।' কিন্তু, বুমরার হুইপ-ক্র্যাক অ্যাকশনটা ঠিকঠাক যেন ওই থ্রো-ডাউন বিশেষজ্ঞের আসছিল না। নিউজিল্যান্ডের ব্যাটারদের এই অনুশীলনটাই বুঝিয়ে দিল, শুধু ভারতীয় স্পিনাররাই না। বুমরাকেও বেজায় ভয় পান কিউইরা।

Advertisment

পুরোনো বল হোক, নতুন বা আধা পুরোনো- বুমরার বল যেন সবক্ষেত্রেই ঘূর্ণিঝড়ের মত ব্যাটারদের ওপর আছড়ে পড়ে। আর, তাতেই কাঁপুনি ধরে যায় বিপক্ষ শিবিরে। ভারতের ব্লকবাস্টার সিমার যে টম ল্যাথামদের মধ্যেও আতঙ্ক ধরিয়েছে, সেটা তাঁদের ব্যাটিং অনুশীলন থেকেই পরিষ্কার। রবীন্দ্র জাদেজাও খারাপ বল করেননি। কিন্তু, তারপরও স্পিনাররা না। নিউজিল্যান্ডের ব্যাটারদের কপালে চিন্তার ভাঁজ বুমরাকে নিয়েই।

প্রথম টেস্ট ম্যাচে পঞ্চম দিনের সকালে, দ্বিতীয় বলেই টম ল্যাথামকে এলবিডব্লিউ করেছেন। অতীতেও প্রতিকূলতাকে এভাবেই বারবার হারিয়েছেন ভারতীয় পেসার। তাঁর আট ওভারের পরই যেন নিউজিল্যান্ড শ্বাস নিতে শুরু করেছিল। আর, যেদিনটা তাঁর থাকে, সেদিন মানেই প্রতিপক্ষের শিবিরে বড়সড় ধস। তার সাক্ষী থাকে মার্জিন।

এতদিন পর্যন্ত এই ভারতীয় পেসার টেস্ট দুনিয়ায় যত সাফল্য পেয়েছেন, বেশিটাই বিদেশের মাটিতে। তাই বলে ঘরের মাঠেও কম যাননি। ১১ টেস্ট-এ স্পিনার আর তাঁর বোলিংয়ের পরিসংখ্যানই সেটা স্পষ্ট করে দেবে। গড় ১৫.৯৭, নিয়েছেন ৪৭ উইকেট, প্রতি ৩৪ বলে নিয়েছেন একটা করে উইকেট। বেশি পুরোনো খেলার কথা ভাবতে হবে না। এবছরের গোড়ায় ইংল্যান্ড সিরিজেরই কথাই ভাবা যাক না। বাজবলকে বুড়ো আঙুল দেখিয়ে ইংল্যান্ড সিরিজে সিমের ভেলকি দেখিয়েছিলেন বুমরা।

আরও পড়ুন- বড়দের আগেই ভারত-অস্ট্রেলিয়ার ছোটদের ধুন্ধুমার লড়াই, কীভাবে সেজে উঠছে ভারতের এ স্কোয়াড?

শুধুমাত্র জেমস অ্যান্ডারসন ছাড়া তাঁর সঙ্গে পাল্লা দেওয়ার মত আর কেউই নেই। বিশাখাপত্তনমে তার রিভার্স-সুইং রীতিমতো তারিফ কুড়িয়েছিল। অলি পোপ তো ঘণ্টায় ৮৯ কিলোমিটার গতিতে ধেয়ে আসা বোলিংয়েই কুপোকাত হয়েছিলেন। ইংল্যান্ডের বিশ্বখ্যাত ব্যাটার জো রুট পর্যন্ত বুমরার সামনে টিকতে পারেননি। ৩২ বার বুমরার মুখোমুখি হতে ১৩ বারই শিকার হতে হয়েছে রুটকে। ভারতীয় সিমারের কাছে হার মেনেছেন জনি বেয়ারস্টোও। নিউজিল্যান্ড এবার বুঝিয়ে দিচ্ছে, তারাও সেই ভীতদেরই দলে।

Test cricket Cricket News Indian Cricket Team New Zealand Cricket Team
Advertisment