টি২০ সিরিজের হোয়াইটওয়াশ করার পরে ওয়ান ডে সিরিজে খেলতে নেমেই ধাক্কা খেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। হ্যামিল্টনের সেডান পার্কে প্রথম ম্যাচেই হারতে হয়েছে ভারতকে। স্কোরবোর্ডে বিশাল রান তুলেও হার হজম করেছে কোহলি বাহিনী। কিউয়িরা বুঝিয়ে দিয়েছে, জয়ের জন্য কেবল বড় রান তোলাই যথেষ্ট নয়।
এমন পরিস্থিতিতে তিন ম্যাচের সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে অকল্যান্ডের ইডেন পার্কে খেলতে নামছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া, এমন আবহে ফের একবার খেলবেন কোহলিরা। রোহিত-শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ- দুই তারকারই অভিষেক ঘটেছিল। তবে অভিষেক ম্যাচে নজর কাড়তে পারেননি কেউ-ই।
শ্রেয়স আইয়ার নিজের জাত চিনিয়েছেন আবার। দুরন্ত শতরানে প্রথম ম্যাচ মাতিয়ে দিয়েছিলেন। যদিও দিনের শেষে রস টেলর লাইমলাইট কেড়ে নিয়েছেন দলকে ফিনিশিং লাইনে পৌঁছে দিয়ে। ব্যাট ফর্মে রয়েছেন কোহলি, কেএল রাহুলও।
তবে কোহলির প্রথম ম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা হয়েছিল মণীশ পাণ্ডেকে বসানোয়। টি২০ সিরিজ থেকেই ব্যাটে হাতে রানের মধ্যে রয়েছেন মণীশ। তবে সকলকে অবাক করে কোহলি প্রথম একদিনের ম্যাচে রাখেননি পাণ্ডেকে। রেখেছিলেন কেদার যাদবকে। শনিবারেও এই রণকৌশল ধরে রাখেন কিনা, ক্যাপ্টেন কোহলি, তা দেখার। যাইহোক, ব্যাটিং নিয়ে টিম ইন্ডিয়ার উদ্বেগ তুলনামূলকভাবে কম!
তবে বোলিং নিয়ে চিন্তা রয়েই গিয়েছে। চোট সারিয়ে ফেরার পরে জসপ্রীত বুমরা মোটেই নজর কাড়তে পারেননি এখনও পর্যন্ত। ডেথ ওভারে অচেনা বুমরাকে দেখা গিয়েছে। বোলিং লাইন আপে পরিবর্তন ঘটিয়ে অকল্যান্ডে খেলতে নামতে পারেন কোহলি। বুমরা-শামির সঙ্গে বল হাতে দেখা যেতে পারে নভদীপ সাইনিকে। শার্দুল ঠাকুরকে সেক্ষেত্রে বসানো হতে পারে।
গোটা টি২০ সিরিজেই রিজার্ভে বসেছিলেন কুলদীপ যাদব। চলতি সিরিজে হ্যামিল্টনেই প্রথমবার নামানো হয়েছিল কুলদীপকে। তবে তিনি সেডান পার্কে মেলে ধরতে পারেননি। কুলদীপ খরুচে বোলিংও করেছেন। কুলদীপের ফের ঠিকানা হতে পারে রিজার্ভ বেঞ্চ। যুজবেন্দ্র চাহালকে প্রথম একাদশে দেখা যাওয়ার সম্ভবনা প্রবল।
নিউজিল্যান্ড অন্যদিকে, টি২০ সিরিজের হোয়াইটওয়াশের তিক্ত স্মৃতি মুছে ফেলতে মরিয়া। জিমি নিশাম, টম ল্যাথাম ফিরে আসায় কিউয়ি ব্যাটিং শক্তিশালী হয়েছে। কেন উইলিয়ামসনের অনুপস্থিতি সত্ত্বেও রস টেলর ব্য়াটিংয়ের নেতৃত্বে দিয়েছেন যোগ্যভাবে।
অকল্যান্ডেও নিউজিল্যান্ড এই ফর্ম ধরে রাখতে পারে নাকি কোহলিরা প্রবলভাবে ফিরে আসেন, সেটা দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
https://t.me/iebangla