রানের খরা কাটাতেই পারছেন না পূজারা। মুম্বইয়ে দ্বিতীয় টেস্টে পূজারার ইনিংস স্থায়ী হল মাত্র ৫ বল। রানের খাতা খোলার আগেই আজাজ প্যাটেলের ঘূর্ণিতে বিধ্বস্ত হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এমনিতেই প্ৰথম একাদশে পূজারার জায়গা নিয়ে বহুদিন ধরেই বিতর্ক দানা বাঁধছে। এমন অবস্থায় ওয়াংখেড়ের শূন্য বড়সড় সমস্যায় ঠেলে দিল পূজারাকে।
প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিল এবং মায়াঙ্ক আগারওয়াল স্কোরবোর্ডে ৮০ তুলে দিয়েছিলেন। গিল আউট হওয়ার পরে মোটামুটি ভাল অবস্থায় থেকে দলকে বড় রানের মঞ্চ দিতে পারতেন তিনি। তবে সেই সুযোগ হেলায় হারালেন তারকা।
আরও পড়ুন: দলে ফিরেই ০ কোহলির! বিতর্কিত সিদ্ধান্তে ফেটে পড়লেন রাগে, দেখুন ভিডিও
লেগস্ট্যাম্পের বল এগিয়ে এসে স্কোয়ার লেগ দিয়ে হাঁকাতে চেয়েছিলেন পূজারা। স্লোয়ার বোলারদের ক্ষেত্রে এমনটা হামেশাই করে থাকেন তিনি। তবে সেটাই যে তাঁর মৃত্যার বার্তা বয়ে আনবে ভাবা যায়নি। বল হালকা টার্ন করে স্ট্যাম্পে আছড়ে পড়ে।
একদমই রানের মধ্যে নেই পূজারা। কানপুরের গ্রিন পার্কে পূজারা দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ২৬ এবং ২২। টানা রান খরার পরেও কীভাবে দিনের পর দিন পূজারাকে প্ৰথম একাদশে সুযোগ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।
একদিন আগেই ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টিভ হার্মিসন পূজারাকে একহাত নিয়েছিলেন দীর্ঘদিন ব্যাট হাতে ব্যর্থ হওয়ার জন্য। নিজের ইউটিউব চ্যানেলে হার্মিসন সরাসরি বলে দিয়েছেন, "পূজারা এবং রাহানেকে দেখে মনে হচ্ছে, ওদের কেরিয়ার শেষ। মাঠে প্রত্যেকবারই ব্যাট করতে নামার সময় ওদের দেখে মনে হচ্ছে যেন শেষবারের মত খেলতে নেমেছে।"
"বিশেষ করে পূজারা। ৩৯ ইনিংসের পরেও একটাও শতরান নেই। সেরা ছয় এবং ভারতের জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে এটা একটু বেশিই হয়ে যাচ্ছে। অনেক উঠতি তারকা অপেক্ষায় রয়েছে। খুব শীঘ্রই নতুন কাউকে অভিষেক করতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন