টসে হেরে ব্যাটিং। কিন্তু ওয়েলিংটনেরই যেন পুনরাবৃত্তি হল ক্রাইস্টচার্চে। কাইল জেমিসনের বোলিং দাপটে ২৪২ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। যদিও পৃথ্বী-পূজারা-হনুমার হাফসেঞ্চুরির উপর ভর করে দু'শো রানের গন্ডি টপকায় ভারত। ৬৩ ওভারেই শেষ হয়ে যায় বিরাট বাহিনীর প্রথম ইনিংস।
আরও পড়ুন: ধোনির জন্য নিয়ম আলাদা কেন! মাহিকে নিয়ে বেফাঁস কপিল দেব
প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ রানেই বোল্টের বলে এলবিডাব্লু হয়ে যান ময়াঙ্ক আগরওয়াল। প্রথম টেস্টে অর্ধশতরন করলেও, এদিনের ম্যাচে ১১ বল খেলেও বিশেষ সুবিধা করতে পারেননি ময়াঙ্ক। এরপর তিনে ব্যাট করতে নেমে পৃথ্বীর সঙ্গে জোট বাঁধেন পূজারা। ১৪০ বল খেলে ৫৪ রান করেন পূজারা, অপরদিকে ৬৪ বলে ৫৪ রান করে কাইলের বলে লাথামের হাতে ক্যাচ আউট হন পৃথ্বী। এরপর কেবল উইকেট পতন। বিরাট-রাহানে-পন্থ-জাদেজা কিউই বোলিং দাপটে একে একে প্যাভেলিয়ানে ফিরে যান সকলেই। হনুমার ব্যাটিং কিছুটা আশার আলো দেখালেও, ৫৫ রানে তাঁর আউট শেষ পেরেক পুঁতে দেয় ভারতের প্রথম ইনিংসের।
নিউজিল্যান্ডের অন্যতম সফল বোলার কাইল জেমিসন। এদিন ৪২ রানে পাঁচ উইকেট নিয়ে বিরাট ব্রিগেডকে কার্যত ধরাশায়ী করে দেন কাইল। সঙ্গ দেন টিম সাউদি (২-৩৮), ট্রেন্ট বোল্ট (২-৮৯), নীল ওয়াগনাররা (১-২৯)। এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে খেলতে নেমে এখনও পর্যন্ত এক উইকেট না খুইয়ে ৬৩ রান করেছে নিউজিল্যান্ড।
ভারতীয় স্কোয়াড- বিরাট কোহলি, মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, শুবমান গিল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা, উমেশ যাদব, মহম্মদ শামি, নভদীপ সাইনি ও ইশান্ত শর্মা।
নিউজিল্যান্ড স্কোয়াড- কেন উইলিয়ামসন, হেনরি নিকোলস, রস টেলর, কলিন ডি গ্র্যান্ডহোম, ডারেল মিচেল, টম ব্লান্ডেল, টম ল্যাথাম, বিজে ওয়াটলিং, ট্রেন্ট বোল্ট, কাইল জামেসন, আজাজ প্যাটেল, টিম সাউদি, নীল ওয়াগনার এবং ম্যাট হেনরি।
ম্যাচের লাইভ স্কোর ও আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন