Advertisment

গিল নয়, পূজারাকে ওপেন করতে পাঠালেন কোহলি! রহস্য ফাঁস হল তারপরেই

ফিল্ডিং করার সময় হেনরি নিকোলসের শটে বড়সড় আঘাত পান শুভমান গিল। হাতে চোটের কারণেই ওপেন করতে পারেননি তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চমক, একের পর এক চমক। ওয়াংখেড়ে টেস্টের প্রতি পরতে পরতে যেন চমক। আজাজ প্যাটেলের ইনিংসের ১০ উইকেট নেওয়া থেকে সেই চমকের সূত্রপাত। এরপরে নিউজিল্যান্ড বেনজিরভাবে ৬২ রানে অলআউট হয়ে গিয়েছে।

Advertisment

ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময়েও যে এমন চমক অপেক্ষা কর্বেজ কে জানত! শুভমান গিল- মায়াঙ্ক আগারওয়ালের পরিচিত ওপেনিং জুটি নয়। মায়াঙ্কের সঙ্গে ওপেন করতে নামলেন চেতেশ্বর পূজারা। নিউজিল্যান্ডকে ফলোঅন করার সুযোগ পেয়েও কোহলি দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে পূজারাকে ওপেন করতে নামিয়ে বড়সড় চমক দিলেন কোহলি।

আরও পড়ুন: ইডেনে বোলিংয়ে ভেলকি জয় শাহের! সৌরভ-আজহারদের হারিয়ে বাজিমাত অমিত-পুত্রের

৯২ টেস্টে কেরিয়ারের ১৫৬ ইনিংসের মধ্যে ১৩৯ বারই তিন নম্বর পজিশনে ব্যাট করেছেন তারকা। মাত্র ৭ বার ওপেন করেছেন তিনি ওয়াংখেড়েতে নামার আগে। শেষবার পূজারাকে ওপেন করতে দেখা গিয়েছে ছয় বছর আগে ভারতের শ্রীলঙ্কা সফরের সময়। সেই ম্যাচে দুরন্ত ১৪৫ নটআউট থেকে দলকে জিততে সাহায্য করেছিলেন।

যাইহোক, ওয়াংখেড়েতে অবশ্য বাধ্য হয়েই পূজারাকে ওপেন করতে পাঠানো হয়েছে। ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান গিল। সিলি পয়েন্টে ফিল্ডিং করার সময় একাধিকবার শরীরে বল আছড়ে পড়ে তারকার। শেষমেশ জেমিসনের শটে আঙুলে চোট পেয়ে বেরিয়ে যেতে বাধ্য হন তারকা। তিন নম্বরে ব্যাট করার সুবাদে নতুন বলে খেলা অভ্যাস রয়েছে পূজারার। তাই গিলের বদলে ওপেনার হিসাবে অটোমেটিক চয়েস ছিলেন তিনি।

আরও পড়ুন: ইডেনে বোলিংয়ে ভেলকি জয় শাহের! সৌরভ-আজহারদের হারিয়ে বাজিমাত অমিত-পুত্রের

নিউজিল্যান্ডের ইনিংসের ১৯ তম ওভারের ঘটনা। সেই ওভারে জয়ন্ত যাদবের বলে কাইল জেমিসনের ক্যাচ মিস করে বসেন গিল। তবে জয়ন্ত যাদব ওভার স্টেপ করে বসায় এমনিতেই আউট সম্ভব ছিল না। তবে ভারত ধাক্কা খায় শুভমান গিল আঙুলে চোট পেয়ে যাওয়ায়।

সেই ওভারেই গিল মাঠ ছাড়েন। পরিবর্ত হিসাবে নামেন সূর্যকুমার যাদব। এখনও পর্যন্ত সরকারিভাবে গিলের ইনজুরি আপডেট দেওয়া হয়নি বোর্ডের তরফে। সেদিকে নজর রয়েছে ক্রিকেট মহলের।

মুম্বই টেস্টে ভারত চালকের আসনে। প্ৰথম ইনিংসে ৩২৫ করার পরে ভারত মাত্র ৬২ রানে কিউয়িদের অলআউট করে দিয়েছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পূজারা-মায়াঙ্কের ওপেনিং জুটিতে ভারত বিনা উইকেটে দিনের শেষে ৬৯। মায়াঙ্ককে (৩৮) নিয়ে ক্রিজে অপরাজিত রয়েছেন পূজারা (২৯)। ভারতের লিড দ্বিতীয় দিনের শেষে ৩৩২ রান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Indian Team
Advertisment