টি২০তে ভারত হোয়াইটওয়াশ করে আকাশে উড়ছিল। তবে মাত্র একসপ্তাহের ব্যবধানে পরিস্থিতি পুরো ঘুরিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। একদিনের সিরিজে ভারত এবার হোয়াইটওয়াশের আশঙ্কায় কাঁপছে। টি২০ সিরিজ অতীত করে যে একদিনের ক্রিকেটে নতুন চেহারায় ঝাঁপাবে কিউয়িরা, তা হ্যামিল্টনে প্রথম ওয়ানডেতেই বোঝা গিয়েছিল। পাহাড়প্রমাণ ৩৪৮ রান তাড়া করে নিউজিল্যান্ড কার্যত কোনও ঘাম না ঝড়িয়েই জিতে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি। জাদেজা শেষদিকে রূদ্ধশ্বাস লড়াই চালালেও ফিনিশিং লাইন পেরোতে পারেনি ভারত।
অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচে কিউয়িরা ব্যাট হাতে সেরকমভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। তবে বল হাতে সেই আক্ষেপ পুষিয়ে দিয়েছেন সাউদি-জামেসনরা। এক ম্যাচ বাকি থাকতেই ভারত আপাতত সিরিজ হেরে বসেছে। তাড়া করছে এবার হোয়াইটওয়াশ আতঙ্ক।
ভারতীয় দল: পঞ্চম টি২০ ম্যাচ যেখানে খেলা হয়েছিল সেই মাউন্ট মাউনগানুইয়ে খেলা তৃতীয় একদিনের ম্যাচ। তৃতীয় একদিনের ম্যাচ এখন কার্যত ডেড রাবার! তবে ভারতকে সম্মানরক্ষার লড়াইয়ে জিততেই হবে। ভারত আপাতত রিজার্ভ বেঞ্চের নতুন কিছু মুখকে পরখ করার চেষ্টা চালাবে। কেদার যাদব ব্যর্থ হওয়ায় প্রথম একাদশে ফিরতে পারেন মণীশ পাণ্ডে। পাশাপাশি ঋষভ পন্থকেও দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। টানা দু-ম্যাচে ব্যর্থ হলেও পৃথ্বী শ-মায়াঙ্ক আগারওয়ালকে শেষ ম্যাচেও খেলাবেন কোহলি। টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর এমনটাই।
নিউজিল্যান্ড দল: নিউজিল্যান্ড আবার প্রতিশোধের আগুনে ফুটছে। টি২০ সিরিজ হোয়াইটওয়াশ হারের বদলা একদিনের সিরিজে পুষিয়ে নিতে চাইছে তাঁরা। কেন উইলিয়ামসন সরকারিভাবে একদিনের সিরিজে নেই। তবে ফিট হয়ে গেলে টেস্ট সিরিজ শুরুর আগে গা ঘামানোর জন্য খেলতে পারেন বে ওভালে। সেক্ষেত্রে বসতে হতে পারে টম ব্লান্ডেলকে। অভিষেকেই ব্ল্যাক ক্যাপসদের জার্সিতে নজর কেড়েছেন কাইল জামেসন। লম্বা রেসের ঘোড়াই ধরা হচ্ছে দীর্ঘদেহী এই পেসারকে।
পিচ রিপোর্ট: মাউন্ট মাউনগানুইয়ের পিচ প্রথাগতভাবেই মন্থরগতির। বল পিচ করার পরে ব্য়াটে সাবলীলভাবে আসছে না। সেই বলের গতির সঙ্গে মানিয়ে নিয়েই খেলতে হবে। খেলা যত গড়াবে তত পিচ মন্থর থেকে মন্থর গতির হবে। তাই টসে জেতা অধিনায়ক শুরুতেই ব্যাটিং করতে চাইবেন।
আবহাওয়া: স্থানীয় আবহাওয়া সূত্রের খবর, রৌদ্রজ্জ্বল পরিবেশে খেলা হবে মঙ্গলবার। বিকেলের দিকে তাপমাত্রা কমে ১৬ ডিগ্রির কাছাকাছি নেমে আসবে। কোনওভাবেই বৃষ্টির সম্ভবনা নেই। হাওয়াও জোরে বইবে না বলে জানানো হয়েছে। অর্থাৎ ম্যাচে সেই অর্থে আবহাওয়া কোনও প্রভাব না ফেলারই সম্ভবনা বেশি।
ভারতের সম্ভাব্য একাদশ: পৃথ্বী শ, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, মণীশ পাণ্ডে/ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি, মহম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল
নিউজিল্য়ান্ডের সম্ভাব্য একাদশ: মার্টিন গুপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন/টম ব্লান্ডেল, রস টেলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডে গ্র্যান্ডহোম, মার্ক চ্যাপম্যান, টিম সাউদি, কাইল জামেসন, হামিশ বেনেট