Advertisment

ইডেনে আজ টানটান টি২০! তার আগেই রোহিতদের কড়া সতর্কবার্তা সৌরভের

রবিবার নিয়মরক্ষার শেষ টি২০ ম্যাচে খেলতে নামছে ভারত-নিউজিল্যান্ড। রাঁচিতেই সিরিজ দখল করে নিয়েছে ভারত।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টানা দুটো জয়ে সিরিজের দখল রাঁচিতেই নিয়ে ফেলেছে ভারত। ধোনির শহরেই নিশ্চিত হয়ে গিয়েছে সিরিজের ভাগ্য। এবার সৌরভের শহর কলকাতায় সিরিজের নিয়মরক্ষার শেষ টি২০-তে খেলতে নামছে টিম ইন্ডিয়া। রবিবার। কিউয়িরা যেমন রাজকীয় ইডেনে জিতে সিরিজে ব্যবধান কমাতে বদ্ধপরিকর। তেমন ভারত আবার বিশ্বকাপের বিপর্যয়ের পরে সিরিজে হোয়াইট ওয়াশকে পাখির চোখ করছে।

Advertisment

তবে ইডেনে বল গড়ানোর আগে টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে সতর্কবার্তা এল খোদ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। গত কয়েকদিন ধরেই চেনা ইডেনে পড়ে রয়েছেন মহারাজ। সিএবি কর্তাদের সঙ্গে আয়োজন ব্যবস্থাপনা খতিয়ে দেখছেন পুঙ্খানুপুঙ্খভাবে। দফায় দফায় সৌরভ মাঠ পরিদর্শন করেছেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়, সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে।

আরও পড়ুন: ধোনির শহরে রোহিতের জন্য চরম পাগলামি! মাঠেই বেনজির কাণ্ড সমর্থকের, রইল ভিডিও

তিনিই ম্যাচ শুরুর আগে জানিয়ে দিলেন, খেলায় শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। প্ৰথম দুই ম্যাচেই টস জেতায় ভারত শিশির ফ্যাক্টরের কথা মাথায় রেখে ফিল্ডিং নিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বল করতে সমস্যায় পড়েছে কিউয়িরা।।আর এতেই সহজে ম্যাচ জিতে নিয়েছে রোহিতের টিম ইন্ডিয়া। জয়পুর, রাঁচির মত কলকাতাতেও যে শিশির ম্যাচে প্রভাব ফেলবে, সেই বিষয় জানিয়েই ভারতকে সতর্ক করে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সাতটায় ম্যাচ শুরু। তবে শিশিরের প্রাদুর্ভাব শুরু হবে ৭.৩০-৮.০০ টা নাগাদ। সেই কথা মাথায় রেখেই শিশির-নিরোধী স্প্রে ব্যবহার করা হবে।

তার আগে মহারাজ সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, "ইডেনের পিচ দারুণ হবে। যেমনটা বরাবর হয়ে থাকে। তবে শিশির প্রভাব ফেলতে পারে। দেখা যাক কী হয়!"

রবিবার যে ফুল হাউস ইডেন দেখতে পাওয়া যাবে, সেই বিষয়েও আশাবাদী প্রিন্স অফ ক্যালকাটা। "প্রত্যেকবারেই ইডেনে খেলা হলে টিকিট নিঃশেষিত হয়ে যায়। এবারেও তেমনটা হবে।" বলেছেন তিনি। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৭০ শতাংশ টিকিট বিক্রি করা যাবে। সেই হিসাবে ৪৭ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। কয়েকদিন আগেই অনলাইনে যে টিকিট বিক্রি লের ব্যবস্থা করা হয়েছিল, তা শেষ হয়ে গিয়েছে মুহূর্তেই।

সিরিজের ফয়সালা হয়ে গিয়েছে তো কী, দু-বছর পরে ইডেনে আন্তর্জাতিক ম্যাচ, আর ইডেনে ভরা দর্শক থাকবে না, এমনটা হয় নাকি!

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Sourav Ganguly Indian Team Eden Gardens
Advertisment