Advertisment

বিশ্বকাপ বিপর্যয় কাটল রোহিতের নেতৃত্বে! সিরিজ জয়ে শুরু দ্রাবিড় সভ্যতা

জয়পুরে দারুণ জয়ে দ্রাবিড় সভ্যতার শুভ সূচনা ঘটিয়েছিলেন রোহিত শর্মারা। রাঁচিতে ছিল সিরিজ দখলে নেওয়ার লড়াই।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নিউজিল্যান্ড: ১৫৩/৬
ভারত: ১৫৫/৩

Advertisment

বিশ্বকাপের বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারত। রোহিত শর্মার টি২০ নেতা হওয়ার পরে দুঃসময় কাটানোর ইঙ্গিত দিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে জয়ের সঙ্গেই ভারতের সিরিজ জয় নিশ্চিত হয়ে গেল শুক্রবার। নিউজিল্যান্ডের ১৫৪ রানের টার্গেট ভারত হেসেখেলে তুলে দিল স্কোরবোর্ডে। মাত্র ৩ উইকেট হারিয়ে ভারতের জয় এল ৭ উইকেটে। ভারত লক্ষ্যে পৌঁছল ১৬ বল হাতে নিয়ে।

সামান্য টার্গেট তাড়া করতে নেমে ওপেনিংয়েই রোহিত (৩৬ বলে ৫৫)- রাহুল ( ৪৯ বলে ৬৫) হাফসেঞ্চুরি করে যান। প্ৰথম জুটিতেই দুজনে ১১৭ তুলে দেওয়ার পরে ম্যাচ একপেশে হয়ে যায়। মাঝে অল্প রানের ব্যবধানে রোহিত, রাহুল, সূর্যকুমার যাদব আউট হয়ে গেলেও ভারতের জিততে সমস্যা হয়নি। ভেঙ্কটেশ আইয়ার (১২) এবং ঋষভ পন্থ (১২) শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

আরও পড়ুন: ধোনির শহরেই কোহলির রেকর্ড ভেঙে চুরমার! নয়া মাইলফলক গাপটিলের

তার আগে ভারত টসে জিতে নিউজিল্যান্ডকে প্ৰথমে ব্যাট করতে পাঠিয়েছিল। দুই কিউয়ি ওপেনার শুরুটা মারকাটারি করেছিলেন। ভুবনেশ্বর-দীপক চাহারদের পিটিয়ে ওভার পিছু প্রায় ১০ করে রান তুলছিলেন গাপটিল (৩১), ড্যারেল মিচেল (৩১)।

দীপক চাহার ব্রেক থ্রু দেওয়ার পরে গ্লেন ফিলিপসও (৩৪) খেলা ধরে নিয়েছিলেন। তবে মাঝের ওভারে অশ্বিন, অক্ষর প্যাটেলদের টাইট বোলিংয়ে রান তোলার খেই হারিয়ে ফেলে ব্ল্যাক ক্যাপসরা। জাতীয় দলের জার্সিতে অভিষেকেই নজর কাড়লেন হর্ষল প্যাটেল। মাত্র ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে তুলে নেন জোড়া উইকেট। অশ্বিন যথারীতি অনবদ্য। এদিন নিজের ৪ ওভারের কোটায় মাত্র ১৯ রান খরচ করলেন। আউট করলেন টিম সেইফার্টকে। নিউজিল্যান্ডের হয়ে তিনটে উইকেটই ক্যাপ্টেন সাউদির।

ভারত প্ৰথম একাদশ:
রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, হর্ষল প্যাটেল

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

New Zealand Indian Cricket Team
Advertisment