Advertisment

ভারতের প্রথম একাদশে একাধিক রদবদলের সম্ভবনা! আশায় বসে পন্থ

এই ম্যাচে প্রথম একাদশে একাধিক রদবদলের সম্ভবনা। প্রথম তিন ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রেখে সেট টিম খেলিয়েছিলেন কোহলি। তৃতীয় ম্যাচে পরিবর্তনেপ সম্ভবনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

হ্যামিল্টনে দুরন্ত ভারতীয় ক্রিকেটাররা (বিসিসিআই টুইটার)

টানা তিনটে টি২০তে জিতে সিরিজ দখল করে ফেলেছে ভারত। শেষ ম্যাচে হ্যামিল্টনের সেডান পার্কে রূদ্ধশ্বাস জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এমন অবস্থায় ওয়েলিংটনে চতুর্থ টি২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত, নিউজিল্যান্ড দু-দল।

Advertisment

এই ম্যাচে প্রথম একাদশে একাধিক রদবদলের সম্ভবনা। প্রথম তিন ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রেখে সেট টিম খেলিয়েছিলেন কোহলি। তবে সিরিজ জিতে যাওয়ার পরে এবার পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারেন। শেষ দু-ম্যাচেই পরিবর্তন দেখা যেতে পারে ভারতের একাদশে।

আরও পড়ুন আইপিএলে সহজে মেলে না বেতন, জানুন কীভাবে মেলে প্রাপ্য টাকা

বুধবার ম্যাচের পরে কোহলি জানিয়ে দিয়েছিলেন, ওয়াশিংটন সুন্দর ও নভদীপ সাইনিকে খেলানো হতে পারে প্রথম একাদশে। হ্যানিল্টনের থ্রিলারের পরে পুরস্কার বিতরণী মঞ্চে কোহলি জানিয়েছিলেন, "আমরা ৫-০ করার জন্য ঝাঁপাব। সাইনি, সুন্দরের মতো বেশ কিছু ক্রিকেটার রিজার্ভ বেঞ্চে বসে রয়েছে। ওদের খেলানো উচিত। তবে আমাদের লক্ষ্য় একটাই বাকি দু-ম্যাচ জিতে সিরিজ ৫-০ জেতা।"

নভদীপ সাইনি খেললে সেক্ষেত্রে শার্দুল ঠাকুরকে বাইরে রাখা হতে পারে। ওয়েলিংটনে যুজবেন্দ্র চাহালের জায়গায় আবার দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে।

আরও পড়ুন বাঁদরের বাঁদরামি একেই বলে! আঁচড় খেয়ে দেশে ফিরছেন ক্রিকেটার

বোলিং ডিপার্টমেন্টের পাশাপাশি ব্য়াটিং বিভাগেও পন্থ, সঞ্জু স্যামসনের মতো তারকারা বসে। ব্যাটিং অর্ডারে প্রথম তিনজন থাকছেন যথারীতি। শ্রেয়স আইয়ারও নিজের জাত চিনিয়েছেন সাম্প্রতিককালে। অন্যদিকে, মণীশ পাণ্ডে এবং শিবম দুবের জায়গা এখনও প্রথম একাদশে পাকা নয়। তাঁদের টানা খেলিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। তাই ব্যাটিং অর্ডারের প্রথম চারজনের যেকোনও কাউকে বিশ্রাম দিয়ে পন্থ কিংবা সঞ্জু স্যামসনকে খেলানোর সম্ভবনা প্রবল।

নিউজিল্যান্ডের আবার সমস্যা অনেক। পরের ম্যাচে কলিন ডে গ্র্যান্ডহোমের জায়গায় খেলবেন টম ব্রুস। দুরন্ত ফর্মে রয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ফর্মে থাকা উইলিয়ামসন আরও বেশিক্ষণ খেলার লক্ষ্য নিয়ে ওয়েলিংটনে সরাসরি ওপেন করতে নামতে পারেন মার্টিন গুপ্টিলের সঙ্গে। সেক্ষেত্রে কলিন মুনরোকে মিডল অর্ডারে দেখা যেতে পারে।

ভারতের টি২০ স্কোয়াড- বিরাট কোহলি, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং কেদার যাদব

নিউজিল্যান্ড টি২০ স্কোয়াড- কেন উইলিয়ামসন, মার্টিন গুপ্টিল, রস টেলর, স্কট কুগলেজেন, কলিন মুনরো, টম ব্রুস, ডারেল মিচেল, মিচেল স্যান্টনার, টিম স্টেইফার্ট, হামিশ বেনেট, ইশ সোধি, টিম সাউদি এবং ব্লেয়ার টিকনার

BCCI New Zealand
Advertisment