টানা তিনটে ম্যাচে হেরে আগেই সিরিজ খোয়াতে হয়েছে নিউজিল্যান্ডকে। এর পরেই আরও দুঃসংবাদ আছড়ে পড়ল কিউয়ি শিবিরে। তা-ও আবার চতুর্থ ম্যাচে খেলতে নামার ঠিক আগে। কাঁধের চোটের জন্য এই ম্যাচ থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
জানা গিয়েছে, তৃতীয় ম্যাচে খেলার সময়ে বাঁ কাঁধে চোট পান কেন উইলিয়ামসন। ফিল্ডিংয়ের সময়ে আঘাত লাগে তাঁর। তাই তিনি ছিটকে গেলেন চতুর্থ ম্যাচ থেকে। বদলে ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে টিম সাউদি নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডকে।
নিউজিল্যান্ড ক্রিকেটের টুইটার অ্যাকাউন্ট থেকে সরকারিভাবে স্বীকার করে নেওয়া হয়েছে কেন উইলিয়ামসনের অনুপস্থিতির কথা। তবে জানানো হয়েছে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে বে ওভালে যথারীতি থাকবেন কেন উইলিয়ামসন।
এদিকে, ওয়েলিংটনে চতুর্থ ম্যাচে টসে জিতে ফের বোলিংয়ের সিদ্ধান্ত নিল নিউজিল্যান্ড। কিউয়ি একাদশে জোড়া পরিবর্তন হয়েছে। কেন উইলিয়ামসন ও কলিন ডি গ্র্যান্ডহোমের জায়গায় প্রথম একাদশে এসেছেন টম ব্রুস ও ডারেল মিচেল। টসের সময়ে এসে সাউদিও বলে গেলেন, চোটের পরিচর্যা করে বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যেই কেন উইলিয়ামলসনকে বাইরে রাখা হয়েছে।
কোহলি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, সিরিজ জেতার পরে রিজার্ভ বেঞ্চকে পরখ করে নিতে চান তিনি। সেই কারণে এদিন ভারতের একাদশে তিনটে পরিবর্তন- রোহিত শর্মা, শামি ও জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথম একাদশে থাকছেন সঞ্জু স্যামসন, নভদীপ সাইনি এবং ওয়াশিংটন সুন্দর। লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে যাবেন সঞ্জু স্যামসন।