Advertisment

৪-০ করার লক্ষ্য আজ কোহলিদের, কোন চ্যানেলে চোখ রাখবেন, জানুন

সিরিজ জিতে যাওয়ার পরে এবার পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারেন। শেষ দু-ম্যাচেই পরিবর্তন দেখা যেতে পারে ভারতের একাদশে।পন্থ কী সুযোগ পাবেন?

author-image
IE Bangla Web Desk
New Update
IND vs NZ

ওয়েলিংটনে ফের মুখোমুকি ভারত, নিউজিল্যান্ড (বিসিসিআই ও ব্ল্যাক ক্যাপস টুইটার)

টানা তিনটে টি-২০তে জিতে সিরিজ দখল করে ফেলেছে ভারত। শেষ ম্যাচে হ্যামিল্টনের সেডান পার্কে রূদ্ধশ্বাস জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এমন অবস্থায় ওয়েলিংটনে চতুর্থ টি২০ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত, নিউজিল্যান্ড দু-দল।

Advertisment

এই ম্যাচে প্রথম একাদশে একাধিক রদবদলের সম্ভবনা। প্রথম তিন ম্যাচে প্রথম একাদশ অপরিবর্তিত রেখে সেট টিম খেলিয়েছিলেন কোহলি। তবে সিরিজ জিতে যাওয়ার পরে এবার পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারেন। শেষ দু-ম্যাচেই পরিবর্তন দেখা যেতে পারে ভারতের একাদশে।

আরও পড়ুন আইপিএলে সহজে মেলে না বেতন, জানুন কীভাবে মেলে প্রাপ্য টাকা

বুধবার ম্যাচের পরে কোহলি জানিয়ে দিয়েছিলেন, ওয়াশিংটন সুন্দর ও নভদীপ সাইনিকে খেলানো হতে পারে প্রথম একাদশে। হ্যানিল্টনের থ্রিলারের পরে পুরস্কার বিতরণী মঞ্চে কোহলি জানিয়েছিলেন, “আমরা ৫-০ করার জন্য ঝাঁপাব। সাইনি, সুন্দরের মতো বেশ কিছু ক্রিকেটার রিজার্ভ বেঞ্চে বসে রয়েছে। ওদের খেলানো উচিত। তবে আমাদের লক্ষ্য় একটাই বাকি দু-ম্যাচ জিতে সিরিজ ৫-০ জেতা।”

নভদীপ সাইনি খেললে সেক্ষেত্রে শার্দুল ঠাকুরকে বাইরে রাখা হতে পারে। ওয়েলিংটনে যুজবেন্দ্র চাহালের জায়গায় আবার দেখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে।

আরও পড়ুন বাঁদরের বাঁদরামি একেই বলে! আঁচড় খেয়ে দেশে ফিরছেন ক্রিকেটার

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচ কবে?

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচটি ৩১ জানুয়ারি, শুক্রবার।

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচ কোথায় হবে?

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচটি ওয়েলিংটনের বেসিন রিজার্ভ পার্কে অনুষ্ঠিত হবে।

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচ কখন শুরু হবে?

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচটি ভারতীয় সময় দুপুর ১২.২০ থেকে শুরু। টস হবে সকাল ১১.৫০ টার সময়।

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচ কোন টিভি চ্যানেলে ম্যাচ দেখা যাবে?

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচ স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (ইংরেজি), স্টার স্পোর্টস-১ এইচডি (হিন্দি), তে দেখা যাবে।

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

হটস্টার ডট কমে, হটস্টার অ্যাপ এবং জিও টিভিতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে।

ভারত বনাম নিউজিল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচ অনলাইনে কোথায় দেখা যাবে?

ম্যাচের লাইভ স্কোর ও আপডেট পেতে নজর রাখুন https://indianexpress.com/sports/

BCCI New Zealand
Advertisment