Advertisment

লজ্জার হোয়াইট ওয়াশ কিউয়িদের! ৫-০ জয় ভারতের

ভারতের হয়ে এদিন প্রত্যেক বোলারই সফল। ছন্দে ফেরা বুমরা নিয়েছেন ৩ উইকেট। সাইনি ও শার্দুল ঠাকুরও দুটো করে উইকেট দখল করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

মাউন্ট মাউনগুইয়ে ভারতীয় দলের উচ্ছ্বাস (বিসিসিআই টুইটার)

পারল না কিউয়িরা। হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই ওয়ান ডে সিরিজে খেলতে নামতে হবে কিউয়িদের। বিরাট কোহলি বিশ্রামে, অধিনায়ক হয়ে চোট পেয়ে ম্যাচের মাঝেই ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা। তবে কিউয়িদের হারে কোনও কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারল না। ভারতের ১৬৩ রানের জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানেই থমকে গেল নিউজিল্যান্ড। ভারতের জয় এল ৭ রানে।

Advertisment

প্রায় আগের দিনের মতো টার্গেট তাড়া করতে নেমে এদিন কিউয়িরা ব্যাট হাতে কার্যত কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না। গোটা সিরিজে নিউজিল্য়ান্ডের জার্সিতে ব্যাট হাতে ফর্মে থাকা কলিন মুনরো এদিন 'খাপ' খুলতে পারেননি। ৬ বলে ১৫ রান করার পরে ওয়াশিংটন সুন্দর গুগলিতে বোল্ড করে দেন তাঁকে।

আরও পড়ুন বারবার সাতবার! সুপার ওভার এলেই কেন পা হড়কাচ্ছে কিউয়িরা, জানুন কারণ

তার আগে দ্বিতীয় ওভারে মার্টিন গুপ্টিলকেও ফিরিয়ে দিয়েছিলেন বুমরা। টস ব্রুসও টিকতে পারেননি। ১৭ রানে ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড ম্যাচের ললাট লিখন পড়ে ফেলেছিল। তবে সেখান থেকে কিউয়িরা পালটা প্রতিরোধ শুরু করেছিলেন রস টেলর ও সেইফার্টের পার্টনারশিপে ভর করে। দু-জনে হাফসেঞ্চুরি করে স্কোরবোর্ডে ৯৯ রান যোগ করেছিলেন। সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে থাকা এই পার্টনারশিপে ভাঙন ধরান সাইনি। পরপর আউট করে দেন দু-জনকে। প্রথমে সাইনির স্লো বলে স্যামসনের হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান সেইফার্ট (৫০)। রস টেলরকেও ফেরান তিনি। তারপরে প্রতিরোধ ধুয়ে মুছে যায়।

ভারতের হয়ে এদিন প্রত্যেক বোলারই সফল। ছন্দে ফেরা বুমরা নিয়েছেন ৩ উইকেট। সাইনি ও শার্দুল ঠাকুরও দুটো করে উইকেট দখল করেছেন।

যাইহোক, এদিন বিরাট কোহলি বিশ্রাম নিয়েছেন। বিরাটের জায়গাতে অধিনায়ক হয়েছিলেন রোহিত। বিরাটের টানা টসে হারের ট্র্যাডিশন বদলে এদিন রোহিতের হাত ধরেই ভারত টসে জিতেছিল অনেকদিন পরে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন ফের হয়তো ক্যাপ্টেন হচ্ছেন রোহিত, খেলবেন না কোহলি

বিরাট বাদে ভারতের একাদশ মোটামুটি অপরিবর্তিত রয়েছে। এদিনও ঋষভ পন্থের জায়গা মেলেনি। সঞ্জু স্যামসনকেই আরও দেখে নিতে চাইছেন নির্বাচকরা। সেই কারণেই ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকে খেলিয়ে তিনে নেমেছিলেন রোহিত শর্মা।

তবে ফের এদিন ব্যর্থ সঞ্জু। দ্বিতীয় ওভারেই ফুল লেংথের বল ড্রাইভ করতে গিয়ে কভারে ক্যাচ তুলে ফিরে এসেছিলেন স্যামসন। তারপরে দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল ও রোহিত শর্মা ভারতকে টেনে নিয়ে যান ৯৬-এ। দু-জনে স্কোরবোর্ডে যোগ করেন ৮৮ রান।

আরও পড়ুন বিরাটকে সপাটে আক্রমণ শেওয়াগের, বলে দিলেন রোহিতই ভাল ক্যাপ্টেন

রোহিত শর্মা ৪১ বলে ৬০ করে রিটায়ার্ড হার্ট হলেন। নিজের ইনিংসে হিটম্যান এদিন তিনটে করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়েছেন। রোহিতের পাশাপাশি ফের ভারতের হয়ে রান করে গেলেন লোকেশ রাহুল ও চার নম্বরে নামা শ্রেয়স আইয়ার। রোহিত ফেরার পরে শ্রেয়সই ভারতের রান ১৬৩-তে পৌঁছে দেন। শেষ পর্যন্ত শ্রেয়স অপরাজিত থাকেন ৩১ বলে ৩৩ রান করে।

হামিশ বেনেট কেএল রাহুলকে ফেরানোর পরে ফের একবার হাল ধরেছিলেন শ্রেয়স। নির্বিঘ্নে কিউয়ি বোলারদের খেলছিলেন শ্রেয়স-রোহিত জুটি। তবে রিভার্স সুইপ মারতে গিয়ে পেশিতে টান লাগে রোহিতের। দৌড়তে পারবেন না, তা উপলব্ধি করেই উঠে যাওয়ার সিদ্ধান্ত নেন হিটম্যান। স্যামসনের মতোই ব্যর্থদের তালিকায় নাম লিখিয়েছেন দুবে। ৬ বলে এদিন তাঁর অবদান মাত্র ৫ রান।

BCCI New Zealand
Advertisment