ঘরের মাঠে টি২০ সিরিজে এভাবে কখনও বিপর্যস্ত হতে হয়নি নিউজিল্যান্ডকে। শেষবার সেই ২০০৮-এ ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল কিউয়িদের। তারপরে আবার সেই রকম পরিস্থিতির উদ্ভব হয়েছে। টানা চারটে ম্যাচ জিতে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে টিম কোহলি। পরপর হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। এর মধ্যে আবার পরপর সুপার ওভারে হারের জ্বালা হজম করতে হয়েছে ব্ল্যাক ক্যাপসদের।
নৈসর্গিক মাউন্ট মাউনগুই স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে খেলতে নামার আগে কিউয়ি শিবিরের চ্যালেঞ্জ আপাতত একটাই- কোনওভাবে হোয়াইটওয়াশ আটকানো।
আরও পড়ুন কোহলিদের নতুন বস কে হচ্ছেন, মুখ খুলে জানালেন সৌরভ
চলতি বছরেই অস্ট্রেলিয়াতে টি২০ বিশ্বকাপের আসর। সেই সিরিজের ড্রেস রিহার্সালে কিউয়ি সফরে গিয়ে একশো শতাংশ আপাতত সফল ভারতীয় দল। ঘরের মাঠে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আধিপত্য দেখানোর পরে বিদেশের মাটিতেই টিম কোহলি ফুল ফোটাচ্ছে।
টি২০তে ভারত সাম্প্রতিককালে অপ্রতিরোধ্য হলেও ক্রমতালিকায় অবশ্যই পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার পরে পঞ্চম স্থানে রয়েছে ভারত। টানা চার ম্যাচ জিতলেও ভারত যে সমস্যাহীন এমনটা মোটেই নয়।
বিশ্বকাপের কথা ভেবে টিম ম্যানেজমেন্ট রিজার্ভ বেঞ্চ সাজিয়ে নিতে চাইছে। তবে বারেবারে সুযোগ পেয়েও সঞ্জু স্যামসন, শিবম দুবের মতো উঠতি তারকারা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হচ্ছেন। সঞ্জু স্যামসনকে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছিল। তা-ও আবার ব্যাটিং অর্ডারে প্রমোট করে। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে নিজের উইকেট খুইয়েছেন তিনি।
তবে এখনই স্যামসনে ভরসা হারাচ্ছেন না নির্বাচকরা। আরও সুযোগ দিয়ে ধৈর্য্যশীল ইনিংস খেলার বার্তা দেওয়া হয়েছে কেরলের উইকেটকিপার ব্য়াটসম্যানকে। অন্যদিকে ব্যাটিং করার সময়ে শিবম দুবের ফুটওয়ার্কের দুর্বলতা প্রকট হয়েছে প্রতিটি ম্যাচেই।
আরও পড়ুন বারবার সাতবার! সুপার ওভার এলেই কেন পা হড়কাচ্ছে কিউয়িরা, জানুন কারণ
এদিকে, লোকেশ রাহুল অস্ট্রেলিয়া সিরিজ থেকেই অতিরিক্ত ওয়ার্কলোড নিয়ে খেলছেন। পন্থের জায়গায় উইকেটকিপিংয়ে পার্টটাইম ভূমিকা সামলানোর পাশাপাশি ব্যাট হাতেও ফর্মে রয়েছেন তিনি। সিরিজের পঞ্চম ম্যাচে লোকেশকে বিশ্রামে পাঠিয়ে ঋষভ পন্থকে প্রথম একাদশে ফের সুযোগ দেওয়া হতে পারে।
ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে রোহিতকে বিশ্রামে পাঠিয়ে সঞ্জু স্যামসনকে খেলানো হয়েছিল। পঞ্চম ম্যাচে অধিনায়ক কোহলি বিশ্রাম নিতে পারেন, এমন সম্ভবনা রয়েছে। সেক্ষেত্রে রোহিত দলে ফিরে ফের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন।
সবমিলিয়ে সিরিজ ৫-০ হয় কিনা, সেদিকেই আপাতত তাকিয়ে ভারতীয় ক্রিকেট।
ভারতের টি২০ স্কোয়াড- বিরাট কোহলি, রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শিবম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর এবং কেদার যাদব
নিউজিল্যান্ড টি২০ স্কোয়াড- কেন উইলিয়ামসন, মার্টিন গুপ্টিল, রস টেলর, স্কট কুগলেজেন, কলিন মুনরো, টম ব্রুস, ডারেল মিচেল, মিচেল স্যান্টনার, টিম স্টেইফার্ট, হামিশ বেনেট, ইশ সোধি, টিম সাউদি এবং ব্লেয়ার টিকনার