তৃতীয় ম্যাচে হ্যামিল্টনে সুপার ওভারে ভারতকে জিতিয়ে বিশ্রামে গিয়েছিলেন। ওয়েলিংটনে রোহিত না খেললেও ভারতের জয় আটকায়নি। ফিরে আসার পরে ফের একবার বিস্ফোরক ব্যাটিং রোহিতের। তবে পুরোটা ব্যাটিং করতে পারলেন না। আউট হওয়ার আগেই পেশিতে টান লেগে প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে। যা নিয়ে দুঃশ্চিন্তায় টিম ইন্ডিয়া। রোহিতের পরিবর্তে ভারতের স্ট্যান্ড ইন ক্যাপ্টেনের ভূমিকা পালন করছেন কেএল রাহুল। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে রোহিতের চোটের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
Rohit Sharma is being assessed at the moment and will not take the field today.#NZvIND https://t.co/31WWdj0JOS
— BCCI (@BCCI) February 2, 2020
ভারত পঞ্চম টি২০তে খেলতে নেমে নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ১৬৪ রানের টার্গেট রাখল। পুরো ২০ ওভার ব্যাটিং করে ভারত ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে তুলল ১৬৩ রান।
163 on the board. Can #TeamIndia defend the target? ???????? #NZvIND pic.twitter.com/GlS4lqIoJL
— BCCI (@BCCI) February 2, 2020
রোহিত শর্মা ৪১ বলে ৬০ করে রিটায়ার্ড হার্ট হলেন। নিজের ইনিংসে হিটম্যান এদিন তিনটে করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়েছেন। রোহিতের পাশাপাশি ফের ভারতের হয়ে রান করে গেলেন লোকেশ রাহুল ও চার নম্বরে নামা শ্রেয়স আইয়ার। রোহিত ফেরার পরে শ্রেয়সই ভারতের রান ১৬৩-তে পৌঁছে দেন। শেষ পর্যন্ত শ্রেয়স অপরাজিত থাকেন ৩১ বলে ৩৩ রান করে।
আরও পড়ুন বারবার সাতবার! সুপার ওভার এলেই কেন পা হড়কাচ্ছে কিউয়িরা, জানুন কারণ
এদিন বিরাট কোহলি বিশ্রাম নিয়েছেন। বিরাটের জায়গাতে অধিনায়ক হয়েছিলেন রোহিত। বিরাটের টানা টসে হারের ট্র্যাডিশন বদলে এদিন রোহিতের হাত ধরেই ভারত টসে জিতেছিল অনেকদিন পরে। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
বিরাট বাদে ভারতের একাদশ মোটামুটি অপরিবর্তিত রয়েছে। এদিনও ঋষভ পন্থের জায়গা মেলেনি। সঞ্জু স্যামসনকেই আরও দেখে নিতে চাইছেন নির্বাচকরা। সেই কারণেই ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে ওপেনিংয়ে সঞ্জু স্যামসনকে খেলিয়ে তিনে নেমেছিলেন রোহিত শর্মা।
আরও পড়ুন ফের হয়তো ক্যাপ্টেন হচ্ছেন রোহিত, খেলবেন না কোহলি
তবে ফের এদিন ব্যর্থ সঞ্জু। দ্বিতীয় ওভারেই ফুল লেংথের বল ড্রাইভ করতে গিয়ে কভারে ক্যাচ তুলে ফিরে এসেছিলেন স্যামসন। তারপরে দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল ও রোহিত শর্মা ভারতকে টেনে নিয়ে যান ৯৬-এ। দু-জনে স্কোরবোর্ডে যোগ করেন ৮৮ রান।
হামিশ বেনেট কেএল রাহুলকে ফেরানোর পরে ফের একবার হাল ধরেছিলেন শ্রেয়স। নির্বিঘ্নে কিউয়ি বোলারদের খেলছিলেন শ্রেয়স-রোহিত জুটি। তবে রিভার্স সুইপ মারতে গিয়ে পেশিতে টান লাগে রোহিতের। দৌড়তে পারবেন না, তা উপলব্ধি করেই উঠে যাওয়ার সিদ্ধান্ত নেন হিটম্যান। স্যামসনের মতোই ব্যর্থদের তালিকায় নাম লিখিয়েছেন দুবে। ৬ বলে এদিন তাঁর অবদান মাত্র ৫ রান।
আরও পড়ুন বিরাটকে সপাটে আক্রমণ শেওয়াগের, বলে দিলেন রোহিতই ভাল ক্যাপ্টেন
নিউজিল্যান্ড একাদশে এদিনও খেলছেন না কেন উইলিয়ামসন। নেতৃত্ব দিচ্ছেন টিম সাউদি।
ভারতের টি২০ একাদশ- রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর
নিউজিল্যান্ড টি২০ একাদশ- মার্টিন গুপ্টিল, রস টেলর, স্কট কুগলেজেন, কলিন মুনরো, টম ব্রুস, ডারেল মিচেল, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, হামিশ বেনেট, ইশ সোধি, টিম সাউদি