বিরাট কোহলি ক্যাপ্টেন হয়ে বারেবারেই টসে হারছিলেন। চলতি সিরিজেই পরপর টসে হেরেছে ভারত। তবে বিরাট কোহলি বিশ্রামে যেতেই অধিনায়কের আর্মব্যান্ড রোহিতের হাতে। আর ক্যাপ্টেন হয়েই টসে জিতলেন তিনি।
টসে জিতে ভারত ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।
রোহিত শর্মা দলে ফিরলেও ওপেন করতে নামছেন না। সঞ্জু স্যামসনকে আরও একবার সুযোগ দেওয়া হচ্ছে। ওপেনিংয়ে লোকেশ রাহুলের সঙ্গে সঞ্জু স্যামসন নামছেন। বিরাটের জায়গায় তিনে রোহিত এবং চারে শ্রেয়স আইয়ার থাকছেন।
5th T20I. India XI: KL Rahul, S Samson, R Sharma, S Iyer, S Dube, M Pandey, W Sundar, S Thakur, Y Chahal, N Saini, J Bumrah https://t.co/3a7zBdAcuu #NZvInd
— BCCI (@BCCI) February 2, 2020
#TeamIndia ready for the 5th T20I ???????? #NZvIND pic.twitter.com/Qj9vxntaw9
— BCCI (@BCCI) February 2, 2020
বাকি একাদশ অপরিবর্তিত থাকছে- শিবম দুবে, মণীশ পাণ্ডে, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, নভদীপ সাইনি এবং জসপ্রীত বুমরা।
এদিকে নিউজিল্যান্ড একাদশে প্রত্যাবর্তনের সম্ভবনা ছিল কেন উইলিয়ামসনের। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উইলিয়ামসনকে এদিনও বিশ্রামে রাখা হল। বদলে ক্যাপ্টেন সেই টিম সাউদি। সাউদি জানালেন, থ্রো ডাউনের সময়ে সমস্যা হচ্ছিল উইলিয়ামসনের। আগের ম্যাচের একাদশই অপরিবর্তিত রেখেছে কিউয়িরা।
আরও পড়ুন ফের হয়তো ক্যাপ্টেন হচ্ছেন রোহিত, খেলবেন না কোহলি
আরও পড়ুন বিরাটকে সপাটে আক্রমণ শেওয়াগের, বলে দিলেন রোহিতই ভাল ক্যাপ্টেন
আরও পড়ুন বারবার সাতবার! সুপার ওভার এলেই কেন পা হড়কাচ্ছে কিউয়িরা, জানুন কারণ
যাইহোক, ঘরের মাঠে টি২০ সিরিজে এভাবে কখনও বিপর্যস্ত হতে হয়নি নিউজিল্যান্ডকে। শেষবার সেই ২০০৮-এ ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল কিউয়িদের। তারপরে আবার সেই রকম পরিস্থিতির উদ্ভব হয়েছে। টানা চারটে ম্যাচ জিতে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে টিম কোহলি। পরপর হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। এর মধ্যে আবার পরপর সুপার ওভারে হারের জ্বালা হজম করতে হয়েছে ব্ল্যাক ক্যাপসদের।
নৈসর্গিক মাউন্ট মাউনগুই স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে খেলতে নামার আগে কিউয়ি শিবিরের চ্যালেঞ্জ আপাতত একটাই- কোনওভাবে হোয়াইটওয়াশ আটকানো।
ভারতের টি২০ একাদশ- রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, শিবম দুবে, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, নভদীপ সাইনি, শার্দুল ঠাকুর
নিউজিল্যান্ড টি২০ একাদশ- মার্টিন গুপ্টিল, রস টেলর, স্কট কুগলেজেন, কলিন মুনরো, টম ব্রুস, ডারেল মিচেল, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, হামিশ বেনেট, ইশ সোধি, টিম সাউদি