IND vs NZ, Varun: পরের ম্যাচে বরুণ বাদ? নিউজিল্যান্ডের হেনরিও ৫ উইকেট নিয়েছেন, তবে কেন চক্রবর্তীকে নিয়ে এত উচ্ছ্বাস!

IND vs NZ Match: ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ-র শীর্ষে। সেমিফাইনালে ভারত মুখোমুখি অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড মুখোমুখি দক্ষিণ আফ্রিকার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India-Varun Chakravarthy: ভারতীয় দলের সদস্যদের সঙ্গে বরুণ চক্রবর্তী

Team India-Varun Chakravarthy: ভারতীয় দলের সদস্যদের সঙ্গে বরুণ চক্রবর্তী। (ছবি- ফেসবুক)

IND vs NZ Match, Varun Chakravarthy: রবিবারই দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এই জয়ের ফলে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপে চ্যাম্পিয়ন হল। ভারতীয় দলের জয়ে বিরাট ভূমিকা নিয়েছেন স্পিনার বরুণ চক্রবর্তী। তিনি পাঁচ উইকেট নিয়েছেন।

Advertisment

সেমিফাইনালে টিম ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড আগেই উঠে গিয়েছিল। দুই দলই গ্রুপের অপর দুই দল বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়েছে। তার ফলে রবিবারের ম্যাচটা ছিল গ্রুপ শীর্ষে থাকার লড়াই। এই জয়ের ফলে সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। আর নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

এই ম্যাচে ৬ জন বোলারকে বল করিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার মধ্যে মহম্মদ শামি উইকেট না পেলেও হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা পেয়েছেন ১টি করে উইকেট। কুলদীপ যাদব নিয়েছেন ২ উইকেট। আর, বরুণ চক্রবর্তী নিয়েছেন ৫ উইকেট। অধিনায়ক রোহিত শর্মা অক্ষর, বরুণকে দিয়ে ১০ ওভার করে বল করিয়েছেন। কুলদীপ যাদবের ১০ ওভারের মাথায় ম্যাচের ফয়সালা হয়ে যায়। রবীন্দ্র জাদেজাও ৮ ওভার বল করেছেন। কিন্তু, মহম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে ৪ ওভার করে মাত্র বোলিং করিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বরুণ নিয়েছেন উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনারের উইকেট।  

আরও পড়ুন- নিউজিল্যান্ড ২০৫ অলআউট, ৪৪ রানে জয়ী ভারত

Advertisment

ভারতীয় দলকে রবিবার একাই প্রায় থামিয়ে দেন নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি। তিনিও বরুণের মতই পাঁচ উইকেট নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপ পর্যায়ের এই শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মোট ৬ জন বোলার বল করেছেন। তাঁরা হলেন ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও'রৌরকে, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল ও রচিন রবীন্দ্র। এর মধ্যে ব্রেসওয়েল ছাড়া বাকি চারজন ১টি করে উইকেট পেয়েছেন। আর, ম্যাট হেনরি একাই পেয়েছেন ৫টি উইকেট। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারতের মোট ৯টি উইকেটের পতন ঘটেছে। তার মধ্যে হেনরি নিয়েছেন শুভমান গিল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামির উইকেট। হেনরির অসাধারণ বোলিংয়ের সুবাদে ভারতের স্কোর অনেক আগেই থেমে যেত। কিন্তু, ধৈর্যশীল ব্যাটিং করে শ্রেয়স আইয়ার ৯৮ বলে ৭৯ রান করেন। অক্ষর প্যাটেল ৬১ বলে করেন ৪২ রান। আর, হার্দিক পান্ডিয়া ৪৫ বলে করেন ৪৫ রান। ভারতের ইনিংস শেষের পর তাঁর এই অসাধারণ পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ম্যাট হেনরি বলেন, 'আমার মনে হয়, আমরা যেভাবে মাঠে নেমেছিলাম এবং পিচের সাহায্য পেয়েছি, তাতে ভারতকে চাপে ফেলতে পেরেছি। মোট রান নিয়ে আমরা খুশি, কিন্তু এখনও ব্যাট হাতে বড় কাজ বাকি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, কীভাবে দ্রুত উইকেট নেওয়া যায়, ভারতের ওপর চাপ তৈরি করা যায়। আর, সেই চাপই আমাদের উইকেট এনে দিয়েছে। এই পিচের পরিস্থিতি যেমন, আমরা যদি পালটা চাপ তৈরি করতে পারি, তাহলে জিতেও যেতে পারি।' 

কার বদলে হর্ষিত?

যাইহোক, হেনরির আশা ফলপ্রসূ হয়নি। কিন্তু, তিনিও বরুণের চেয়ে এই ম্যাচে কম যাননি। কিন্তু, ভারত জিতে যাওয়ায় বেশি চর্চা হচ্ছে বরুণকে নিয়ে। তবে, এখন প্রশ্ন উঠছে বরুণ কি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় একাদশে থাকবেন? নিউজিল্যান্ড ম্যাচে হর্ষিত রানার বদলে বরুণ চক্রবর্তীকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু, তাতে ভারতের সিমাররা তেমন একটা সাফল্য অর্জন করতে পারেননি। মহম্মদ শামি তো একটাও উইকেট পাননি। আর, হার্দিক পান্ডিয়া পেয়েছেন ১টা উইকেট। ভারতের ৮টি উইকেটই নিয়েছেন স্পিনাররাই। আর, এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে হর্ষিতকে সেমিফাইনালে দলে ফেরাতে হলে কাকে বসানো উচিত? কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর মনে করেন যে সেমিফাইনালে একাদশ বদলানোর দরকার নেই। কারণ, দুবাইয়ের পিচ স্পিন সহায়ক। আর, অস্ট্রেলিয়ার ব্যাটাররাও স্পিনের বিরুদ্ধে তেমন সড়গড় নন। তাঁরা গত শ্রীলঙ্কা সিরিজেই শ্রীলঙ্কার স্পিনারদের কাছে আত্মসমর্পণ করেছেন। তাই হর্ষিত রানাকে সেমিফাইনালে একাদশে ফেরানো অর্থহীন বলেই মত গাভাসকারের।

cricket Champions Trophy Cricket News Indian Cricket Team New Zealand Cricket Team