/indian-express-bangla/media/media_files/2025/03/02/ONv2RRwsO7VSADsldtqC.jpeg)
India vs New Zealand: ভারত বনাম নিউজিল্যান্ড। (গ্রাফিক্স- সন্দীপন দে)
New Zealand vs India, Champions Trophy 2025 Score card Highlights: কুলদীপ যাদবের বলে বোল্ড হলেন উইল ও'রৌরকে। ও'রৌরকে ২ বলে ১ রান করেছেন। অপরাজিত থেকে গেলেন কাইল জেমিসন।বরুণ চক্রবর্তীর বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন ম্যাট হেনরি। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি ৩১ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২৮ রান করেন। অক্ষর প্যাটেলের বলে কেন উইলিয়ামসনকে স্টামড করলেন কেএল রাহুল। উইলিয়ামসন ১২০ বলে ৭টি চার-সহ ৮১ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হন মাইকেল ব্রেসওয়েল। তিনি ৩ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হন গ্লেন ফিলিপস। তিনি ৮ বলে ১টি ছয়-সহ ১২ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। তিনি ২০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হন ডারিল মিচেল। তিনি ৩৫ বলে ১টি চার-সহ ১৭ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ৩৫ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন। তাঁর আগে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন রচিন রবীন্দ্র। তিনি ১২ বলে ৬ রান করেছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেটে ৫০ ওভারে তোলে ২৪৯ রান। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব অপরাজিত থেকে যান। কুলদীপ ১ বলে ১ রান করেছেন। মহম্মদ শামি ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন ৮ বলে ৫ রান করে। হার্দিক পান্ডিয়া ৪টি চার এবং ২টি ছয়-সহ ৪৫ বলে ৪৫ রান করে রচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন। ম্যাট হেনরির বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। তিনি ২০ বলে ১টি চার-সহ ১৬ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে ল্যাথাম বোল্ডের হাতে ধরা পড়েন কেএল রাহুল। তিনি ২৮ বলে ১টি চার-সহ ২৩ রান করেছেন। উইল ও'রৌরকের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ৯৮ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ শ্রেয়স ৭৯ রান করেছেন। রচিন রবীন্দ্রর বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ৬১ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪২ রান করেছেন। ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন বিরাট কোহলি। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১১ রান করেছেন। কাইল জেমিসনের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৭ বলে ১টি চার এবং ১টি ছয় সহ ১৫ রান করেছেন। ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হয়েছেন শুভমান গিল। তিনি ৭ বলে ২ রান করেছেন।
রবিবার দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর শেষ গ্রুপ পর্বের খেলায় রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
ভারত বনাম নিউজিল্যান্ড লাইভ ক্রিকেট স্কোর, ফুল স্কোরকার্ড: দেখুন এখানে
বিশ্বের সব টুর্নামেন্টেই দেখা গিয়েছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত বড় রান তুলতে পারেনি। এর আঘে ব্ল্যাক ক্যাপসরা ১০ বার ভারতকে হারিয়েছে, যেখানে ভারত মাত্র ৫টি ম্যাচ জিতেছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল নিউজিল্যান্ডের সাম্প্রতিক পারফরম্যান্সের কথাও মাথায় রেখেছিল। কারণ কিউইরা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ট্রাই-সিরিজ জিতেছে এবং এরপর পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে তাদের দাপট চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বজায় রেখেছে।
IND vs NZ ম্যাচ লাইভ ক্রিকেট স্ট্রিমিং অনলাইন: দেখুন এখানে
নিউজিল্যান্ড ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম কঠিন প্রতিপক্ষ। গত বছর টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা ভারতের স্মৃতিতে এখনও টাটকা। তবে, ভারত আশার আলো খুঁজে নিয়েছে ২০২৩ একদিনের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে। সেখানে রোহিত ও তার দল নিউজিল্যান্ডকে পরাজিত করেছিল।
দুই দলের একাদশ (প্লেয়িং ইলেভেন)
ভারত (Playing XI):
- রোহিত শর্মা (অধিনায়ক)
- শুভমান গিল
- বিরাট কোহলি
- শ্রেয়াস আইয়ার
- অক্ষর প্যাটেল
- কেএল রাহুল (উইকেটকিপার)
- হার্দিক পান্ডিয়া
- রবীন্দ্র জাদেজা
- মোহাম্মদ শামি
- কুলদীপ যাদব
- বরুণ চক্রবর্তী
নিউজিল্যান্ড (Playing XI):
- উইল ইয়াং
- রাচিন রবীন্দ্র
- কেন উইলিয়ামসন
- ড্যারিল মিচেল
- টম লাথাম (উইকেটকিপার)
- গ্লেন ফিলিপস
- মাইকেল ব্রেসওয়েল
- মিচেল স্যান্টনার (অধিনায়ক)
- ম্যাট হেনরি
- কাইল জেমিসন
- উইলিয়াম ও'রউর্ক
-
Mar 02, 2025 22:00 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারতীয় বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তীর ৫ উইকেট
এই ম্যাচে ৬ জন বোলারকে বল করিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার মধ্যে মহম্মদ শামি উইকেট না পেলেও হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজা পেয়েছেন ১টি করে উইকেট। কুলদীপ যাদব নিয়েছেন ২ উইকেট। আর, বরুণ চক্রবর্তী নিয়েছেন ৫ উইকেট। অধিনায়ক রোহিত শর্মা অক্ষর, বরুণকে দিয়ে ১০ ওভার করে বল করিয়েছেন। কুলদীপ যাদবের ১০ ওভারের মাথায় ম্যাচের ফয়সালা হয়ে যায়। রবীন্দ্র জাদেজাও ৮ ওভার বল করেছেন। কিন্তু, মহম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে ৪ ওভার করে মাত্র বোলিং করিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। বরুণ নিয়েছেন উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনারের উইকেট।
-
Mar 02, 2025 21:45 IST
IND vs NZ Live Score, CT 2025: নিউজিল্যান্ড ২০৫ অলআউট, ৪৪ রানে জয়ী ভারত
কুলদীপ যাদবের বলে বোল্ড হলেন উইল ও'রৌরকে। ও'রৌরকে ২ বলে ১ রান করেছেন। অপরাজিত থেকে গেলেন কাইল জেমিসন।বরুণ চক্রবর্তীর বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন ম্যাট হেনরি। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি ৩১ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২৮ রান করেন। অক্ষর প্যাটেলের বলে কেন উইলিয়ামসনকে স্টামড করলেন কেএল রাহুল। উইলিয়ামসন ১২০ বলে ৭টি চার-সহ ৮১ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হন মাইকেল ব্রেসওয়েল। তিনি ৩ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হন গ্লেন ফিলিপস। তিনি ৮ বলে ১টি ছয়-সহ ১২ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। তিনি ২০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছেন ডারিল মিচেল। তিনি ৩৫ বলে ১টি চার-সহ ১৭ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ৩৫ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন। তাঁর আগে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন রচিন রবীন্দ্র। তিনি ১২ বলে ৬ রান করেছেন।
-
Mar 02, 2025 21:39 IST
IND vs NZ Live Score, CT 2025: নিউজিল্যান্ডের ৯ম উইকেটের পতন, ফিরলেন ম্যাট হেনরি
বরুণ চক্রবর্তীর বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েন ম্যাট হেনরি। তিনি ৪ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি ৩১ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ২৮ রান করেন। অক্ষর প্যাটেলের বলে কেন উইলিয়ামসনকে স্টামড করলেন কেএল রাহুল। উইলিয়ামসন ১২০ বলে ৭টি চার-সহ ৮১ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হন মাইকেল ব্রেসওয়েল। তিনি ৩ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হন গ্লেন ফিলিপস। তিনি ৮ বলে ১টি ছয়-সহ ১২ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। তিনি ২০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছেন ডারিল মিচেল। তিনি ৩৫ বলে ১টি চার-সহ ১৭ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ৩৫ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন। তাঁর আগে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন রচিন রবীন্দ্র। তিনি ১২ বলে ৬ রান করেছেন।
-
Mar 02, 2025 21:21 IST
IND vs NZ Live Score, CT 2025: নিউজিল্যান্ডের ৭ম উইকেটের পতন, ফিরলেন কেন উইলিয়ামসন
অক্ষর প্যাটেলের বলে কেন উইলিয়ামসনকে স্টাম্পড করলেন কেএল রাহুল। উইলিয়ামসন ১২০ বলে ৭টি চার-সহ ৮১ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হন মাইকেল ব্রেসওয়েল। তিনি ৩ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হন গ্লেন ফিলিপস। তিনি ৮ বলে ১টি ছয়-সহ ১২ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। তিনি ২০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছেন ডারিল মিচেল। তিনি ৩৫ বলে ১টি চার-সহ ১৭ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ৩৫ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন। তাঁর আগে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন রচিন রবীন্দ্র। তিনি ১২ বলে ৬ রান করেছেন।
-
Mar 02, 2025 21:08 IST
IND vs NZ Live Score, CT 2025: নিউজিল্যান্ডের ৬ষ্ঠ উইকেটের পতন, ফিরলেন মাইকেল ব্রেসওয়েল
বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হলেন মাইকেল ব্রেসওয়েল। তিনি ৩ বলে ২ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হন গ্লেন ফিলিপস। তিনি ৮ বলে ১টি ছয়-সহ ১২ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। তিনি ২০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছেন ডারিল মিচেল। তিনি ৩৫ বলে ১টি চার-সহ ১৭ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ৩৫ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন। তাঁর আগে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন রচিন রবীন্দ্র। তিনি ১২ বলে ৬ রান করেছেন।
-
Mar 02, 2025 21:01 IST
IND vs NZ Live Score, CT 2025: নিউজিল্যান্ডের ৫ম উইকেটের পতন, ফিরলেন গ্লেন ফিলিপস
বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লিউ হলেন গ্লেন ফিলিপস। তিনি ৮ বলে ১টি ছয়-সহ ১২ রান করেছেন। রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। তিনি ২০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছেন ডারিল মিচেল। তিনি ৩৫ বলে ১টি চার-সহ ১৭ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ৩৫ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন। তাঁর আগে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন রচিন রবীন্দ্র। তিনি ১২ বলে ৬ রান করেছেন।
-
Mar 02, 2025 20:45 IST
IND vs NZ Live Score, CT 2025: নিউজিল্যান্ডের ৪র্থ উইকেটের পতন, ফিরলেন টম ল্যাথাম
রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হলেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টম ল্যাথাম। তিনি ২০ বলে ১৪ রান করেছেন। কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছেন ডারিল মিচেল। তিনি ৩৫ বলে ১টি চার-সহ ১৭ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ৩৫ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন। তাঁর আগে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন রচিন রবীন্দ্র। তিনি ১২ বলে ৬ রান করেছেন।
-
Mar 02, 2025 20:27 IST
IND vs NZ Live Score, CT 2025: অর্ধশতক পূর্ণ করলেন কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন অর্ধশতক পূর্ণ করলেন। তিনি ৭৭ বলে ৫১ রান করেন। ২৭ ওভারের মাথায় রবীন্দ্র জাদেজার বলে চার মেরে তিনি অর্ধশতক পূর্ণ করলেন।
-
Mar 02, 2025 20:20 IST
IND vs NZ Live Score, CT 2025: নিউজিল্যান্ডের ৩য় উইকেটের পতন, ফিরলেন ডারিল মিচেল
কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হলেন ডারিল মিচেল। তিনি ৩৫ বলে ১টি চার-সহ ১৭ রান করেছেন। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ৩৫ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন। তাঁর আগে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন রচিন রবীন্দ্র। তিনি ১২ বলে ৬ রান করেছেন।
-
Mar 02, 2025 20:11 IST
IND vs NZ Live Score, CT 2025: কেরলের আত্মসমর্পণে শিরোপা জয়, বিদর্ভ ৭ বছরে তৃতীয়বার রঞ্জি চ্যাম্পিয়ন!
এনিয়ে গত ৭ বছরে তৃতীয়বার ভারতের সবচেয়ে বড় ঘরোয়া ট্রফি জিতল বিদর্ভ, প্রথম ইনিংসে লিডের ভিত্তিতে ম্যাচ ড্র করে চ্যাম্পিয়ন হল। তখন স্টেডিয়ামের ডিজিটাল ঘড়িতে ২:১৫, রোদ চরমে, দারশন নালকান্ডে আদিত্য সারওয়াটেকে মিডউইকেটে সুইপ করে তাঁর অর্ধশতক পূর্ণ করেন। এরপরই, বহু প্রতীক্ষিত ঘোষণা এল— বিদর্ভ তাদের ইনিংস ৩৭৫/৯ রানে ডিক্লেয়ার করে। কেরলের অধিনায়ক জানিয়ে দেন, এই বিরাট রান তাড়া করার কোনও ইচ্ছা তাদের নেই। ম্যাচ ড্র ঘোষণা করা হল, আর প্রথম ইনিংসের লিডের ভিত্তিতে রঞ্জি চ্যাম্পিয়ন হয়ে গেল বিদর্ভ।
বিস্তারিত: কেরলের আত্মসমর্পণে শিরোপা জয়, বিদর্ভ ৭ বছরে তৃতীয়বার রঞ্জি চ্যাম্পিয়ন!
-
Mar 02, 2025 19:27 IST
IND vs NZ Live Score, CT 2025: নিউজিল্যান্ডের ২য় উইকেটের পতন, ফিরলেন ইয়ং
বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হলেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়ং। তিনি ৩৫ বলে ৩টি চার-সহ ২২ রান করেছেন। এর আগে হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়েন রচিন রবীন্দ্র। তিনি ১২ বলে ৬ রান করেছেন।
-
Mar 02, 2025 18:53 IST
IND vs NZ Live Score, CT 2025: নিউজিল্যান্ডের ১ম উইকেটের পতন, ফিরলেন রবীন্দ্র
হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ধরা পড়লেন নিউজিল্যান্ডের ওপেনার রচিন রবীন্দ্র। তিনি ১২ বলে ৬ রান করেছেন।
-
Mar 02, 2025 18:36 IST
IND vs NZ Live Score, CT 2025: দুর্দান্ত ক্যাচে অকল্পনীয় আউট! পিচে হাঁ বিরাট, গ্যালারিতে কপালে হাতে অনুষ্কার
বিরাট ম্যাট হেনরির বলটা ভালোই মেরেছিলেন। কিন্ত, আচমকা দেখা গেল- ব্যাকওয়ার্ড পয়েন্টে থাকা ফিল্ডার গ্লেন ফিলিপস শরীরটা শূন্যে ছুড়ে দিলেন। আর, ক্যাচ তাঁর হাতের তালুতে। ফিলিপ্সের শরীরটা মাটিতে পড়লেও বলটা কিন্তু মাটি ছোঁয়নি। ফিলিপ্সের হাতের তালুর ওপরই রয়ে গিয়েছিল। এই অবিশ্বাস্য ক্যাচের পর নিউজিল্যান্ডের ফিল্ডাররা যখন ফিলিপসের দিকে ছুটে যাচ্ছেন, সেই সময়ও কোহলিকে দেখা গেল কার্যত অবাক বিস্ময়ে চেয়ে থাকতে। যেন বিশ্বাসই করতে পারছিলেন না এই অবিশ্বাস্য ক্যাচ আর নিজের আউটকে।
এই ম্যাচটি ছিল বিরাটের জন্য খুবই স্পেশাল। কারণ, এই ম্যাচেই টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক কোহলি কেরিয়ারের ৩০০তম ওয়ানডে ম্যাচ খেললেন। ফলে, এই ম্যাচে তিনি বড়সড় রান করবেন, এমনটাই প্রত্যাশিত ছিল। গ্যালারিতে এই প্রত্যাশার সাফল্যের আশায় এসেছিলেন কোহলির স্ত্রী অনুষ্কাও। তিনিও ভাবতে পারেননি যে তাঁর স্বামী এভাবে অপ্রত্যাশিত কায়দায় আউট হয়ে যেতে পারে পারেন। দেখা গেল, অনুষ্কা এই আউট দেখার পর কপালে হাত দিয়ে মাথা নামিয়ে নিলেন। কোহলি ভক্তদের একাংশের অভিযোগ, অনুষ্কা গ্যালারিতে থাকলে নাকি কোহলি রান পান না। এই কথাটা রবিবারের পর ফের কোহলি ভক্তদের মাথায় চাড়া দিতেই পারে। -
Mar 02, 2025 18:34 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারতের ৫ উইকেট নিলেন কিউই বোলার ম্যাট হেনরি
ভারতীয় দলকে রবিবার একাই প্রায় থামিয়ে দিলেন নিউজিল্যান্ডের বোলার ম্যাট হেনরি। তিনি টিম ইন্ডিয়ার ৫টি উইকেট নিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির এ গ্রুপ পর্যায়ের এই শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মোট ৬ জন বোলার বল করেছেন। তাঁরা হলেন ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইল ও'রৌরকে, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল ও রচিন রবীন্দ্র। এর মধ্যে ব্রেসওয়েল ছাড়া বাকি চারজন ১টি করে উইকেট পেয়েছেন। আর, ম্যাট হেনরি একাই পেয়েছেন ৫টি উইকেট। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ভারতের মোট ৯টি উইকেটের পতন ঘটেছে। তার মধ্যে হেনরি নিয়েছেন শুভমান গিল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামির উইকেট। হেনরির অসাধারণ বোলিংয়ের সুবাদে ভারতের স্কোর অনেক আগেই থেমে যেত। কিন্তু, ধৈর্যশীল ব্যাটিং করে শ্রেয়স আইয়ার ৯৮ বলে ৭৯ রান করেন। অক্ষর প্যাটেল ৬১ বলে করেন ৪২ রান। আর, হার্দিক পান্ডিয়া ৪৫ বলে করেন ৪৫ রান। ভারতের ইনিংস শেষের পর তাঁর এই অসাধারণ পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ম্যাট হেনরি বলেন, 'আমার মনে হয়, আমরা যেভাবে মাঠে নেমেছিলাম এবং পিচের সাহায্য পেয়েছি, তাতে ভারতকে চাপে ফেলতে পেরেছি। মোট রান নিয়ে আমরা খুশি, কিন্তু এখনও ব্যাট হাতে বড় কাজ বাকি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম, কীভাবে দ্রুত উইকেট নেওয়া যায়, ভারতের ওপর চাপ তৈরি করা যায়। আর, সেই চাপই আমাদের উইকেট এনে দিয়েছে। এই পিচের পরিস্থিতি যেমন, আমরা যদি পালটা চাপ তৈরি করতে পারি, তাহলে জিতেও যেতে পারি।'
-
Mar 02, 2025 18:12 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারত ৯ উইকেটে ৫০ ওভারে ২৪৯
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেটে ৫০ ওভারে তুলল ২৪৯ রান। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদব অপরাজিত থেকে গেলেন। কুলদীপ ১ বলে ১ রান করেছেন। মহম্মদ শামি ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েন ৮ বলে ৫ রান করে। হার্দিক পান্ডিয়া ৪টি চার এবং ২টি ছয়-সহ ৪৫ বলে ৪৫ রান করে রচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন। ম্যাট হেনরির বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন রবীন্দ্র জাদেজা। তিনি ২০ বলে ১টি চার-সহ ১৬ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে ল্যাথাম বোল্ডের হাতে ধরা পড়লেন কেএল রাহুল। তিনি ২৮ বলে ১টি চার-সহ ২৩ রান করেছেন। উইল ও'রৌরকের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লেন শ্রেয়স আইয়ার। ৯৮ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ শ্রেয়স ৭৯ রান করেছেন। রচিন রবীন্দ্রর বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন অক্ষর প্যাটেল। তিনি ৬১ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪২ রান করেছেন। ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন বিরাট কোহলি। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১১ রান করেছেন। কাইল জেমিসনের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৭ বলে ১টি চার এবং ১টি ছয় সহ ১৫ রান করেছেন। ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হয়েছেন শুভমান গিল। তিনি ৭ বলে ২ রান করেছেন।
-
Mar 02, 2025 17:40 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারতের ৭ম উইকেটের পতন
ম্যাট হেনরির বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন রবীন্দ্র জাদেজা। তিনি ২০ বলে ১টি চার-সহ ১৬ রান করেছেন। মিচেল স্যান্টনারের বলে ল্যাথাম বোল্ডের হাতে ধরা পড়লেন কেএল রাহুল। তিনি ২৮ বলে ১টি চার-সহ ২৩ রান করেছেন। উইল ও'রৌরকের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লেন শ্রেয়স আইয়ার। ৯৮ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ শ্রেয়স ৭৯ রান করেছেন। রচিন রবীন্দ্রর বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন অক্ষর প্যাটেল। তিনি ৬১ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪২ রান করেছেন। ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন বিরাট কোহলি। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১১ রান করেছেন। কাইল জেমিসনের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৭ বলে ১টি চার এবং ১টি ছয় সহ ১৫ রান করেছেন। ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হয়েছেন শুভমান গিল। তিনি ৭ বলে ২ রান করেছেন।
-
Mar 02, 2025 17:13 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারতের ৬ষ্ঠ উইকেটের পতন
মিচেল স্যান্টনারের বলে ল্যাথাম বোল্ডের হাতে ধরা পড়লেন কেএল রাহুল। তিনি ২৮ বলে ১টি চার-সহ ২৩ রান করেছেন। উইল ও'রৌরকের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লেন শ্রেয়স আইয়ার। ৯৮ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ শ্রেয়স ৭৯ রান করেছেন। রচিন রবীন্দ্রর বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন অক্ষর প্যাটেল। তিনি ৬১ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪২ রান করেছেন। ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন বিরাট কোহলি। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১১ রান করেছেন। কাইল জেমিসনের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৭ বলে ১টি চার এবং ১টি ছয় সহ ১৫ রান করেছেন। ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হয়েছেন শুভমান গিল। তিনি ৭ বলে ২ রান করেছেন।
-
Mar 02, 2025 17:00 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারতের ৫ম উইকেটের পতন
উইল ও'রৌরকের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লেন শ্রেয়স আইয়ার। ৯৮ বলে ৪টি চার এবং ২টি ছয়-সহ শ্রেয়স ৭৯ রান করেছেন। রচিন রবীন্দ্রর বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন অক্ষর প্যাটেল। তিনি ৬১ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪২ রান করেছেন। ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন বিরাট কোহলি। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১১ রান করেছেন। কাইল জেমিসনের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৭ বলে ১টি চার এবং ১টি ছয় সহ ১৫ রান করেছেন। ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হয়েছেন শুভমান গিল। তিনি ৭ বলে ২ রান করেছেন।
-
Mar 02, 2025 16:36 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারতের ৪র্থ উইকেটের পতন
রচিন রবীন্দ্রর বলে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়লেন অক্ষর প্যাটেল। তিনি ৬১ বলে ৩টি চার এবং ১টি ছয়-সহ ৪২ রান করেছেন। ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন বিরাট কোহলি। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১১ রান করেছেন। কাইল জেমিসনের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৭ বলে ১টি চার এবং ১টি ছয় সহ ১৫ রান করেছেন। ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হয়েছেন শুভমান গিল। তিনি ৭ বলে ২ রান করেছেন।
-
Mar 02, 2025 16:26 IST
IND vs NZ Live Score, CT 2025: ধৈর্যের অর্ধশতক শ্রেয়সের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের সম্মানরক্ষায় রবিবার বড় ভূমিকা নিলেন শ্রেয়স আইয়ার। দলের প্রথম তিন ব্যাটার শুভমান গিল, রোহিত শর্মা ও বিরাট কোহলিকে মাত্র ৩০ রানের মধ্যে হারিয়ে টিম ইন্ডিয়া যখন ধুঁকছে, তখন দলের দায়িত্ব কাঁধে তুলে নেন শ্রেয়স আইয়ার। নিউজিল্যান্ডের আঁটোসাঁটো বোলিংয়ের মধ্যেই রীতিমতো ধৈর্যের পরীক্ষা দিয়ে তিনি ৭৫ বলে ৫০ রান করেন। যাতে আছে ৪টি চার।
-
Mar 02, 2025 16:04 IST
IND vs NZ Live Score, CT 2025: দুই দলের অধিনায়ক যা বললেন
নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেছেন, 'আমরা প্রথমে বল করছি। পিচ বেশ ভালোই। শুরু থেকেই চাপ তৈরি করতে চাইছি। আশা করি পরে ভালোভাবে উতরে যেতে পারব। আমরা জিততে চাই। আমরা জানি, পরে হয়তো লাহোরে খেলতে হবে। কিন্তু, তার আগে প্রথম কাজ হল এখানে ভালো কিছু করা এবং বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের যাচাই করে নেওয়া। ড্যারিল মিচেল দলে ঢুকেছেন, কনওয়ে বাদ পড়েছেন।
রোহিত শর্মা বলেছেন, 'প্রথমে ব্যাট করতেই চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম আমরা আগে ব্যাট করলে কতটা কী করতে পারি। তারপর আমাদের বোলাররা চ্যালেঞ্জ সামলাবে। আমরা এই ট্রফির আগের দুটো ম্যাচেই পরে ব্যাটিং করেছি। পদ্ধতি আগের ম্যাচের মতই। তবে, আমরা এই ম্যাচে হর্ষিতকে বিশ্রাম দিয়েছি। বরুণ খেলছে। গত দুই ম্যাচে আমরা ১৯ উইকেট শিকার করেছি। আমাদের স্পিনাররা তাদের কাজটা ভালোভাবেই করছে। সিমাররাও উইকেট পাচ্ছে।'
-
Mar 02, 2025 15:31 IST
IND vs NZ Live Score, CT 2025: সাইমন ডুল ও দীনেশ কার্তিকের পিচ রিপোর্ট
- ডানহাতি ব্যাটসম্যানদের জন্য লেগ সাইড বাউন্ডারি ছোট, কিন্তু সোজা শট মারতে হলে তুলনামূলকভাবে বড় দূরত্ব অতিক্রম করতে হবে।
- আবহাওয়া চমৎকার, মাত্র ২৪ ডিগ্রি সেলসিয়াস।
- এটি পাকিস্তানের ব্ল্যাক সয়েল বা কালো মাটির পিচ, যা বেশ শুকনো এবং শুরুতে স্পিনারদের সহায়তা করে।
- তবে,ফ্লাডলাইটের আলো জ্বলার পর ব্যাটিং আরও সহজ হবে।
- স্পিনারদের ইকোনমি রেট ভালো, তবে পেস বোলাররা এই পিচে বেশি উইকেট নিয়েছেন।
-
Mar 02, 2025 15:04 IST
IND vs NZ Live Score, CT 2025: পরপর উইকেটের পতনে বিপাকে ভারত, ফিরলেন কোহলিও
ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের হাতে ধরা পড়েছেন বিরাট কোহলি। তিনি ১৪ বলে ২টি চার-সহ ১১ রান করেছেন। কাইল জেমিসনের বলে উইল ইয়ংয়ের হাতে ধরা পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি ১৭ বলে ১টি চার এবং ১টি ছয় সহ ১৫ রান করেছেন। ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হয়েছেন শুভমান গিল। তিনি ৭ বলে ২ রান করেছে
-
Mar 02, 2025 14:49 IST
IND vs NZ Live Score, CT 2025: শুরুতেই বড় ধাক্কার মুখে ভারত, ১ম উইকেটের পতন
শুরুতেই বড় ধাক্কা খেল ভারত। দলীয় ১৫ রানের মাথায় ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হলেন শুভমান গিল। তিনি ৭ বলে ২ রান করেছেন।
-
Mar 02, 2025 14:38 IST
IND vs NZ Live Score, CT 2025: বিরাট কোহলির খিদে সম্পর্কে মন্তব্য সুনীল গাভাসকরের
বিরাট কোহলির খেলার খিদে সম্পর্কে মন্তব্য করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। তিনি বলেছেন, 'আমি মনে করি, এটি প্রতিদিন নিজেকে আগের চেয়ে ভালো করার ইচ্ছা। ও কখনও যেটুকু পেয়েছে, তাতে সন্তুষ্ট হয় না। সবসময় আরও কিছু করতে চায়। ভারতের হয়ে খেলা ওঁর কাছে গর্বের ব্যাপার। এটি একটি সম্মান এবং এক বিশেষ সুযোগ। কোটি কোটি মানুষ ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখে। সেটা টেস্ট ম্যাচ হোক বা ৫০ ওভারের খেলা বা টি২০ ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করা। প্রত্যেক তরুণ ক্রিকেটারের এই স্বপ্ন, এই উচ্চাকাঙ্ক্ষা থাকে। বিরাট কোহলির জন্য সেই উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখাটাই তাঁকে প্রতিটি ম্যাচে সেরা হতে অনুপ্রাণিত করে। ও শুধুমাত্র যে রানই করে, তা কিন্তু না। ওঁর মাঠের মধ্যে খেলার প্রতি নিষ্ঠা, বল ধরার জন্য ডাইভ দেওয়া, দ্রুত বল উইকেটকিপার বা বোলারের কাছে ফেরানো, দলের জন্য রান বাঁচানোর চেষ্টা- সবেতেই এগুলো ধরা পড়ে। ভারতের প্রতি ওঁর এই নিঃস্বার্থ লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা, একজন শিক্ষার্থীর প্রায় ক্রিকেটের অধ্যাপক হয়ে ওঠার মত ঘটনা। ও ছাত্র থেকে শিক্ষক হয়েছে এবং যদি বলতে হয়, এখন ও ভারতীয় ক্রিকেট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। শুভমান গিল ও যশস্বী জয়সওয়ালের মত তরুণ খেলোয়াড়দের কাছে কোহলির পাশে বসে তাঁর প্রস্তুতি দেখাটাই এক বিরাট শিক্ষা।'
-
Mar 02, 2025 14:28 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারত ও নিউজিল্যান্ড, দুই দলের একাদশ
দুই দলের একাদশ (প্লেয়িং ইলেভেন)
ভারত (Playing XI):
- রোহিত শর্মা (অধিনায়ক)
- শুভমান গিল
- বিরাট কোহলি
- শ্রেয়াস আইয়ার
- অক্ষর প্যাটেল
- কেএল রাহুল (উইকেটকিপার)
- হার্দিক পান্ডিয়া
- রবীন্দ্র জাদেজা
- মোহাম্মদ শামি
- কুলদীপ যাদব
- বরুণ চক্রবর্তী
নিউজিল্যান্ড (Playing XI):
- উইল ইয়াং
- রাচিন রবীন্দ্র
- কেন উইলিয়ামসন
- ড্যারিল মিচেল
- টম লাথাম (উইকেটকিপার)
- গ্লেন ফিলিপস
- মাইকেল ব্রেসওয়েল
- মিচেল স্যান্টনার (অধিনায়ক)
- ম্যাট হেনরি
- কাইল জেমিসন
- উইলিয়াম ও'রউর্ক
-
Mar 02, 2025 14:22 IST
IND vs NZ Live Score, CT 2025: দুবাইয়ে ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের
দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর শেষ গ্রুপ পর্বের খেলায় রোহিত শর্মার ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারত হর্ষিত রানার জায়গায় বরুণ চক্রবর্তীকে দলে নিয়েছে এবং ডেভন কনওয়ের জায়গায় ড্যারিল মিচেলকে দলে নিয়েছে নিউজিল্যান্ড।
-
Mar 02, 2025 13:49 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারতের সম্ভাব্য একাদশ
নিউজিল্যান্ড একাদশ:
- উইল ইয়াং
- ডেভন কনওয়ে
- কেন উইলিয়ামসন
- রাচিন রবীন্দ্র
- টম লাথাম (উইকেটকিপার)
- গ্লেন ফিলিপস
- মাইকেল ব্রেসওয়েল
- মিচেল স্যান্টনার (অধিনায়ক)
- ম্যাট হেনরি
- কাইল জেমিসন
- উইলিয়াম ও'রউর্ক
-
Mar 02, 2025 13:48 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারতের সম্ভাব্য একাদশ
সেমিফাইনালের মাত্র একদিন বাকি থাকায়, ভারত সম্ভবত সীমার মোহাম্মদ শামি ও রিস্ট-স্পিনার কুলদীপ যাদবকে বিশ্রাম দেবে এবং আজকের ম্যাচে ঝুঁকি নেবে না।
ভারতের সম্ভাব্য একাদশ:
- রোহিত শর্মা (অধিনায়ক)
- শুভমান গিল
- বিরাট কোহলি
- শ্রেয়াস আইয়ার
- কেএল রাহুল (উইকেটকিপার)
- হার্দিক পান্ডিয়া
- অক্ষর প্যাটেল
- রবীন্দ্র জাদেজা
- হর্ষিত রানা
- অর্শদীপ সিং
- বরুণ চক্রবর্তী
-
Mar 02, 2025 13:47 IST
IND vs NZ Live Score, CT 2025: কেন দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া তড়িঘড়ি দুবাইয়ে হাজির হল?
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে তড়িঘড়ি দুবাই সফর করতে বাধ্য করা হয়েছে, কারণ ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের ম্যাচের পরও সেমিফাইনালের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে, তারা আগেভাগেই দুবাই পৌঁছেছে, কারণ যদি ভারত গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে ওঠে, তাহলে তাদের ম্যাচ দুবাইতেই আয়োজিত হবে।
বিস্তারিত: গ্রুপের ম্যাচ শেষের পরেই তাড়াহুড়ো করে দুবাইয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা! নেপথ্যে সেই ভারত
-
Mar 02, 2025 13:43 IST
IND vs NZ Live Score, CT 2025: সেমিফাইনালের সমীকরণ
✅ যদি ভারত আজ নিউজিল্যান্ডকে হারায়:
- ভারত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে (৪ মার্চ, দুবাই)।
- নিউজিল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে (৫ মার্চ, লাহোর)।
✅ যদি নিউজিল্যান্ড আজ ভারতকে হারায়:
- ভারত প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে (৪ মার্চ, দুবাই)।
- নিউজিল্যান্ড দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে (৫ মার্চ, লাহোর)।
-
Mar 02, 2025 13:41 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারত বনাম নিউজিল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান (ODI)
- মোট ম্যাচ: ১১৮
- ভারত জয়ী: ৬০
- নিউজিল্যান্ড জয়ী: ৫০
- টাই: ১
- কোনো ফলাফল নেই (NR): ৭
- সর্বশেষ ৫ ম্যাচের ফলাফল: ভারত জয়ী - ৫, নিউজিল্যান্ড জয়ী - ০
-
Mar 02, 2025 13:40 IST
IND vs NZ Live Score, CT 2025: ভারত ও নিউজিল্যান্ডের স্কোয়াড (চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫)
ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।নিউজিল্যান্ড স্কোয়াড:
উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ও'রউর্ক, ড্যারিল মিচেল, নাথান স্মিথ, মার্ক চ্যাপম্যান, জেকব ডাফি। -
Mar 02, 2025 13:38 IST
IND vs NZ Live Score, CT 2025: নমস্কার! দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগত
আজকের ম্যাচে দলগুলো কি অভিজ্ঞ খেলোয়াড়দের বিশ্রাম দেবে, নাকি সেমিফাইনালের আগে ভারত ও নিউজিল্যান্ড সর্বশক্তি দিয়ে খেলবে এবং গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করবে? রবিবারের ম্যাচের পর প্রায় ৪০ ঘণ্টার মধ্যেই সেমিফাইনাল নির্ধারিত থাকায় দেখার বিষয় হল, ভারত তাদের পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামে কি না। নজর থাকবে রোহিত শর্মার হ্যামস্ট্রিং সমস্যার ওপর, পাশাপাশি দুবাইতে বিরাট কোহলির ৩০০তম ওডিআই ম্যাচও এটি। সেদিকেও নজর থাকবে দর্শকদের