Kohli-Rohit’s Dandiya Dance Steals the Show After Champions Trophy Win!: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়কে স্মরণীয় করে রাখতে বিরাট কোহলি ও অধিনায়ক রোহিত শর্মা অভিনব উদযাপনে মাতলেন। আজ রবিবার, ৯ মার্চ দুবাইয়ে আয়োজিত রোমাঞ্চকর ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলল ভারত। ম্যাচের শেষ মুহূর্তে রবীন্দ্র জাদেজা জয়সূচক বাউন্ডারি হাঁকানোর পর রোহিত ও কোহলি উচ্ছ্বাসে মাঠে দৌড়ে যান এবং খেলার স্টাম্প হাতে নিয়ে দাণ্ডিয়া নাচ শুরু করেন!
ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হলেও, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ড কিন্তু সহজে হার মানেনি। ম্যাচ ৪৯তম ওভার পর্যন্ত গড়ায়, এবং শেষ মুহূর্তে কিছু দ্রুত উইকেট পতনে উত্তেজনা চরমে পৌঁছে যায়। জয় নিশ্চিত হওয়ার পর ভারতীয় ডাগআউট থেকে খেলোয়াড়রা উল্লাসে মাঠে ঝাঁপিয়ে পড়েন। রোহিত ও কোহলি একে অপরকে আলিঙ্গন করেন এবং তাদের ডান্ডিয়া নাচে মেতে ওঠেন।
ভারতের জয়ের পিছনে মূল ভূমিকা ছিল স্পিন আক্রমণ। কুলদীপ যাদব (২/৪০) এবং বরুণ চক্রবর্ত্তী (২/৪৫) নিউজিল্যান্ডকে ২৫১ রানে আটকে দেন। পরে রোহিত শর্মা ও শুভমান গিলের ১০৫ রানের দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ ভারতকে দারুণ শুরু এনে দেয়। কিন্তু মাঝের ওভারে দ্রুত কিছু উইকেট পতনে ভারত কিছুটা চাপে পড়ে গিয়েছিল। বিশেষ করে মাত্র ১ রানে বিরাট কোহলির আউট চিন্তায় ফেলে দিয়েছিল দলকে।
তবে, শ্রেয়াস আইয়ারের গুরুত্বপূর্ণ ৪৮ রানের ইনিংস এবং অক্ষর প্যাটেলের ধৈর্যশীল ব্যাটিং দলকে স্থিতিশীলতা এনে দেয়। শেষদিকে কেএল রাহুলের অপরাজিত ৩৪ রানের ইনিংস ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছে। অবশেষে, জাদেজার দুর্দান্ত বাউন্ডারিতে ভারত জয় নিশ্চিত করে, আর তার পরপরই স্টেডিয়ামে উন্মাদনা ছড়িয়ে পড়ে!
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ৪ উইকেটে জয়ী ভারত
এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়ে রেকর্ড গড়ল ভারত। এই টুর্নামেন্টে ৯ বারের মধ্যে তিনবার জিতে রবিবার ভারত এই রেকর্ড গড়েছে। টি২০ ছাড়া এক দশক ধরে আইসিসির কোনও বড় ট্রফি না পাওয়ার পর, পরিসংখ্যান বলছে ভারত এখন তিনটি আইসিসি টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে হেরেছে। আর, সেটা ২০২৩ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। বছরের পর বছর ধরে বড় বড় ম্যাচে ব্যর্থতার জন্য সমালোচনার তিরে থাকা ভারত ২০২৩ বিশ্বকাপ থেকেই যেন প্রকৃত অর্থে সত্যিকারের এক বড় দলে পরিণত হয়েছে। ২০২৩ সালের ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পরাজয় ঘটলেও সেখানে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে একের পর এক ম্যাচে টস না জিতলেও আইসিসি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার আধিপত্য রোধ করতে পারেনি প্রতিপক্ষ দলগুলো। প্রতিবারই কেউ না কেউ দলের পতন রোধ করেছেন।